নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের ভেতরে ইজারা দেওয়া হোটেলটি বন্ধ করা না গেলে পার্কটি এক সময় দখল হয়ে যাবে এবং পার্কটি আর থাকবে না বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।
আজ বুধবার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে পার্ক প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
আনু মুহাম্মদ বলেন, ‘এই পার্কের সামাজিক, পরিবেশগত ও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই পার্কের যে ঐতিহাসিক গুরুত্ব আছে সেটি বোঝার জন্য ব্যারিস্টার হওয়ার প্রয়োজন নেই। কিন্তু মেয়র শেখ ফজলে নূর তাপস একজন ব্যারিস্টার হয়েও এই পার্কের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারছেন না। খোলা জায়গা বা উন্মুক্ত দেখলেই সেটি দখল করার জন্য কিছু মানুষ মরিয়া হয়ে ওঠে। সরকারের কিছু লোকজন সব সময় এর সঙ্গে জড়িত থাকে। তারাও এর বিনিময়ে কিছু অর্থনৈতিক সুবিধা নেয়। এই পার্কের ক্ষেত্রেও হয়েছে তাই। এটি ইজারা দিয়ে কীভাবে ভেতরে বাইরে ইনকাম করা যাবে সেই হিসাব নিকাশ হয়েছে। এই পার্কের পুরোটাই দখলের পাঁয়তারা চলছে। পার্কের ভেতর হোটেল নির্মাণ এর শুরু মাত্র। তাই পার্কের হোটেলটি বন্ধ করা না গেলে এই পার্কটি এক সময় আর থাকবে না। পার্কটি ইজারা দিয়ে সিটি করপোরেশন অপরাধ করেছে। তাই হোটেলটি বন্ধ ও পার্কের ভেতরের পাবলিক টয়লেটটি অন্যত্র সরিয়ে নেবার জন্য মেয়রের প্রতি আহ্বান জানাচ্ছি।’
ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সদস্যসচিব আসাদুজ্জামান খান বলেন, ‘এই পার্কটি আমরা যেকোনো মূল্যে রক্ষা করব। প্রয়োজনে এই পার্কের জন্য আমরা রক্ত দেব। তবুও পার্ক রক্ষার আন্দোলন থেকে পিছপা হব না। এই যে মাইক ভাড়া করে এনে মেয়রের বিপক্ষে আমাদের বক্তব্য দিতে হচ্ছে, আমারতো এটা চাইনি। মেয়রের সঙ্গেতো আমাদের কোনো শত্রুতা নেই। তিনিতো আমাদের দাবি মেনে নিয়ে পার্কটি রক্ষায় উদ্যোগ নিতে পারেন। এই পার্ক শুধু একটি পার্ক নয় এর সঙ্গে জড়িয়ে আছে সিপাহি বিদ্রোহ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের নানা ইতিহাস। সুতরাং এই পার্কটি রক্ষা করার অর্থ হলো আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে রক্ষা করা।’
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ড. হারুন-অর রশিদ বলেন, ‘বর্তমান সরকার হলো ব্যবসায়ী বান্ধব। সবকিছুতেই তাঁদের ব্যবসায়িক চিন্তা। এই যে বুড়িগঙ্গা নদীর পাড়ের বিভিন্ন জায়গা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে। অথচ কর্তৃপক্ষ এ ক্ষেত্রে নির্বিকার। কখনো কখনো সরকারি দলের প্রভাবশালীরাই এসব দখল করছে। বাণিজ্যিক চিন্তা থেকেই পার্কে হোটেল করা হলো। এটা বন্ধ করা না গেলে আগামী ৫ বছর পর কিন্তু এই পার্কটি আর থাকবে না।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন—ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ঐতিহ্য সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ড. মো. আব্দুল মান্নান, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সভাপতি মানস ঘোষ বাবুরাম, সাধারণ সম্পাদক হানিফ খান, যুব কনভেনশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাসুক শাহী, জনরাষ্ট্র আন্দোলনের সদস্যসচিব কামাল হোসেন বাদল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ইকবাল কবীর, বিশিষ্ট গবেষক মাহতাব উদ্দিন আহমেদসহ অন্যরা।

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের ভেতরে ইজারা দেওয়া হোটেলটি বন্ধ করা না গেলে পার্কটি এক সময় দখল হয়ে যাবে এবং পার্কটি আর থাকবে না বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।
আজ বুধবার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে পার্ক প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
আনু মুহাম্মদ বলেন, ‘এই পার্কের সামাজিক, পরিবেশগত ও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই পার্কের যে ঐতিহাসিক গুরুত্ব আছে সেটি বোঝার জন্য ব্যারিস্টার হওয়ার প্রয়োজন নেই। কিন্তু মেয়র শেখ ফজলে নূর তাপস একজন ব্যারিস্টার হয়েও এই পার্কের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারছেন না। খোলা জায়গা বা উন্মুক্ত দেখলেই সেটি দখল করার জন্য কিছু মানুষ মরিয়া হয়ে ওঠে। সরকারের কিছু লোকজন সব সময় এর সঙ্গে জড়িত থাকে। তারাও এর বিনিময়ে কিছু অর্থনৈতিক সুবিধা নেয়। এই পার্কের ক্ষেত্রেও হয়েছে তাই। এটি ইজারা দিয়ে কীভাবে ভেতরে বাইরে ইনকাম করা যাবে সেই হিসাব নিকাশ হয়েছে। এই পার্কের পুরোটাই দখলের পাঁয়তারা চলছে। পার্কের ভেতর হোটেল নির্মাণ এর শুরু মাত্র। তাই পার্কের হোটেলটি বন্ধ করা না গেলে এই পার্কটি এক সময় আর থাকবে না। পার্কটি ইজারা দিয়ে সিটি করপোরেশন অপরাধ করেছে। তাই হোটেলটি বন্ধ ও পার্কের ভেতরের পাবলিক টয়লেটটি অন্যত্র সরিয়ে নেবার জন্য মেয়রের প্রতি আহ্বান জানাচ্ছি।’
ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সদস্যসচিব আসাদুজ্জামান খান বলেন, ‘এই পার্কটি আমরা যেকোনো মূল্যে রক্ষা করব। প্রয়োজনে এই পার্কের জন্য আমরা রক্ত দেব। তবুও পার্ক রক্ষার আন্দোলন থেকে পিছপা হব না। এই যে মাইক ভাড়া করে এনে মেয়রের বিপক্ষে আমাদের বক্তব্য দিতে হচ্ছে, আমারতো এটা চাইনি। মেয়রের সঙ্গেতো আমাদের কোনো শত্রুতা নেই। তিনিতো আমাদের দাবি মেনে নিয়ে পার্কটি রক্ষায় উদ্যোগ নিতে পারেন। এই পার্ক শুধু একটি পার্ক নয় এর সঙ্গে জড়িয়ে আছে সিপাহি বিদ্রোহ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের নানা ইতিহাস। সুতরাং এই পার্কটি রক্ষা করার অর্থ হলো আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে রক্ষা করা।’
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ড. হারুন-অর রশিদ বলেন, ‘বর্তমান সরকার হলো ব্যবসায়ী বান্ধব। সবকিছুতেই তাঁদের ব্যবসায়িক চিন্তা। এই যে বুড়িগঙ্গা নদীর পাড়ের বিভিন্ন জায়গা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে। অথচ কর্তৃপক্ষ এ ক্ষেত্রে নির্বিকার। কখনো কখনো সরকারি দলের প্রভাবশালীরাই এসব দখল করছে। বাণিজ্যিক চিন্তা থেকেই পার্কে হোটেল করা হলো। এটা বন্ধ করা না গেলে আগামী ৫ বছর পর কিন্তু এই পার্কটি আর থাকবে না।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন—ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ঐতিহ্য সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ড. মো. আব্দুল মান্নান, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সভাপতি মানস ঘোষ বাবুরাম, সাধারণ সম্পাদক হানিফ খান, যুব কনভেনশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাসুক শাহী, জনরাষ্ট্র আন্দোলনের সদস্যসচিব কামাল হোসেন বাদল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ইকবাল কবীর, বিশিষ্ট গবেষক মাহতাব উদ্দিন আহমেদসহ অন্যরা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২৪ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
২৭ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
৩০ মিনিট আগে
জাজিরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। একই সঙ্গে কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে