প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

শ্বশুরবাড়ি থেকে রাগ করে বাবার বাড়িতে আসার পথে চলন্ত বাসেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী। এ সময় বাসে অন্য কোনো নারী না থাকায় একাই সন্তান প্রসব করেন তিনি। অন্য কেউ না থাকায় মা-সন্তান উভয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে রূপগঞ্জ থানা-পুলিশ মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
গত মঙ্গলবার দুপুরে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে। গর্ভবতী নারীর নাম ফাতেমা খাতুন (২২)। তিনি নাটোর জেলার আটঘরিয়া গ্রামের শাহীন মিয়ার স্ত্রী। তাঁর দুই বছরের আরও একটি সন্তান রয়েছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) নাজিমউদ্দীন জানান, নাটোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরপি পরিবহনের (নাটোর ব-১১-০০৪৯) একটি যাত্রীবাহী গাড়িতে ওই সন্তানসম্ভবা নারী প্রসববেদনায় চিৎকার করতে থাকেন। গাড়িতে কোনো নারী যাত্রী না থাকার কারণে বাসের চালক নাইম মিয়া ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মহাসড়কের ভুলতা এলাকায় বাসটি থামায় পুলিশ। ততক্ষণে চলন্ত বাসেই একটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি। কিন্তু চলন্ত বাসে সন্তান প্রসব করায় মা-সন্তান উভয়ে অসুস্থ ছিলেন। এ অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। ডাক্তারদের আন্তরিক সেবায় অল্পসময়ে মা-ছেলে উভয়ে সুস্থ হয়ে ওঠেন। তা ছাড়া মানবিক কারণে চিকিৎসার কোনো খরচও নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে পরিবারকে ফোনে খবর দিলে তাঁরা এসে মা-ছেলেকে বাসায় নিয়ে যান।
এ ব্যাপারে ফাতেমা খাতুন জানান, তাঁর স্বামী ও শ্বশুরের অত্যাচারে নাটোর থেকে নিজ পিত্রালয় রাজধানীর ডেমরায় ফেরার পথে বাসের মধ্যেই তাঁর প্রসব ব্যথা ওঠে। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে না পাঠালে তিনি অথবা তাঁর সন্তান হয়তো মারা যেত। তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের আন্তরিক ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শ্বশুরবাড়ি থেকে রাগ করে বাবার বাড়িতে আসার পথে চলন্ত বাসেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী। এ সময় বাসে অন্য কোনো নারী না থাকায় একাই সন্তান প্রসব করেন তিনি। অন্য কেউ না থাকায় মা-সন্তান উভয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে রূপগঞ্জ থানা-পুলিশ মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
গত মঙ্গলবার দুপুরে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে। গর্ভবতী নারীর নাম ফাতেমা খাতুন (২২)। তিনি নাটোর জেলার আটঘরিয়া গ্রামের শাহীন মিয়ার স্ত্রী। তাঁর দুই বছরের আরও একটি সন্তান রয়েছে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) নাজিমউদ্দীন জানান, নাটোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরপি পরিবহনের (নাটোর ব-১১-০০৪৯) একটি যাত্রীবাহী গাড়িতে ওই সন্তানসম্ভবা নারী প্রসববেদনায় চিৎকার করতে থাকেন। গাড়িতে কোনো নারী যাত্রী না থাকার কারণে বাসের চালক নাইম মিয়া ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মহাসড়কের ভুলতা এলাকায় বাসটি থামায় পুলিশ। ততক্ষণে চলন্ত বাসেই একটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি। কিন্তু চলন্ত বাসে সন্তান প্রসব করায় মা-সন্তান উভয়ে অসুস্থ ছিলেন। এ অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। ডাক্তারদের আন্তরিক সেবায় অল্পসময়ে মা-ছেলে উভয়ে সুস্থ হয়ে ওঠেন। তা ছাড়া মানবিক কারণে চিকিৎসার কোনো খরচও নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে পরিবারকে ফোনে খবর দিলে তাঁরা এসে মা-ছেলেকে বাসায় নিয়ে যান।
এ ব্যাপারে ফাতেমা খাতুন জানান, তাঁর স্বামী ও শ্বশুরের অত্যাচারে নাটোর থেকে নিজ পিত্রালয় রাজধানীর ডেমরায় ফেরার পথে বাসের মধ্যেই তাঁর প্রসব ব্যথা ওঠে। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে না পাঠালে তিনি অথবা তাঁর সন্তান হয়তো মারা যেত। তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের আন্তরিক ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
২০ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
২৮ মিনিট আগে
রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মী মাহবুব আলমের (৫৭) কাছ থেকে ছিনতাই হওয়া শটগানটি শেরেবাংলা নগর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় চারটি গুলিও উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার ভুক্তভোগী তরুণী পাঁচজনকে অভিযুক্ত করে পর্নোগ্রাফি আইনে রায়পুরা থানায় মামলা করেন।
১ ঘণ্টা আগে