নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়ছে মানুষ। পশুর হাট ও যানবাহনের কারণে সড়কে যানজট ও ভিড় বেশি দেখা যাচ্ছে। শিগগিরই ঢাকা প্রায় ফাঁকা হতে চলেছে। তবে এই পরিস্থিতিতে ঢাকায় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলী হাট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মানুষ বাড়ি যাচ্ছে ঠিকই, কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন তাদের দায়িত্বের জায়গায়। সব বাহিনী সজাগ ও সক্রিয় আছে। আশা করি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে।’
পশুর দাম ও চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, ‘গতবারের চেয়ে এবার পশুর দাম কিছুটা কম বলে মনে হচ্ছে। বাজারে পর্যাপ্ত গরু রয়েছে। যারা গরু কিনতে আগ্রহী, তারা যে কোনো সময় নিরাপদে এসে গরু কিনে নিতে পারবেন।’
বড় গরুর চাহিদা কমে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে দুর্নীতির টাকায় পকেট ভরা থাকত, এখন আর সেটা নেই। তাই বড় গরু কিনতে পারছে না অনেকে। তবে সৎভাবে আয় করা মানুষদের মধ্যেও বড় গরু কেনার মতো সামর্থ্য আছে। ছোট ও মাঝারি গরুর চাহিদা এবার বেশি।’
পরিবহন ও টিকিট ভাড়া সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাবতলীর বিভিন্ন পরিবহন কাউন্টার ঘুরে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাইনি। তবে অনেকেই টিকিট পাচ্ছেন না। বাস সংকট দেখিয়ে কেউ অতিরিক্ত ভাড়া নিচ্ছে—এমন অভিযোগ আমি পাইনি, তবে যদি থেকে থাকে, আমরা কঠোরভাবে দেখব।’
যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘কল্যাণপুর থেকে গাবতলী পর্যন্ত কিছুটা যানজট আছে, তবে আমরা ব্যবস্থা নিচ্ছি। বৃষ্টি ও গাড়ির চাপের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে, যেকোনো সমস্যায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সচেতনতার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমরা যদি নিজেরা সচেতন থাকি, আইন মেনে চলি, তবে অনেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে। বিশেষ করে গাড়িতে ওঠা-নামা এবং রাস্তা পারাপারে সচেতনতা খুব জরুরি।’
একই টিকিট একাধিকবার বিক্রি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মালিকপক্ষের প্রতিনিধি এখানে আছেন। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়ছে মানুষ। পশুর হাট ও যানবাহনের কারণে সড়কে যানজট ও ভিড় বেশি দেখা যাচ্ছে। শিগগিরই ঢাকা প্রায় ফাঁকা হতে চলেছে। তবে এই পরিস্থিতিতে ঢাকায় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলী হাট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মানুষ বাড়ি যাচ্ছে ঠিকই, কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন তাদের দায়িত্বের জায়গায়। সব বাহিনী সজাগ ও সক্রিয় আছে। আশা করি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে।’
পশুর দাম ও চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, ‘গতবারের চেয়ে এবার পশুর দাম কিছুটা কম বলে মনে হচ্ছে। বাজারে পর্যাপ্ত গরু রয়েছে। যারা গরু কিনতে আগ্রহী, তারা যে কোনো সময় নিরাপদে এসে গরু কিনে নিতে পারবেন।’
বড় গরুর চাহিদা কমে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে দুর্নীতির টাকায় পকেট ভরা থাকত, এখন আর সেটা নেই। তাই বড় গরু কিনতে পারছে না অনেকে। তবে সৎভাবে আয় করা মানুষদের মধ্যেও বড় গরু কেনার মতো সামর্থ্য আছে। ছোট ও মাঝারি গরুর চাহিদা এবার বেশি।’
পরিবহন ও টিকিট ভাড়া সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাবতলীর বিভিন্ন পরিবহন কাউন্টার ঘুরে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাইনি। তবে অনেকেই টিকিট পাচ্ছেন না। বাস সংকট দেখিয়ে কেউ অতিরিক্ত ভাড়া নিচ্ছে—এমন অভিযোগ আমি পাইনি, তবে যদি থেকে থাকে, আমরা কঠোরভাবে দেখব।’
যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘কল্যাণপুর থেকে গাবতলী পর্যন্ত কিছুটা যানজট আছে, তবে আমরা ব্যবস্থা নিচ্ছি। বৃষ্টি ও গাড়ির চাপের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে, যেকোনো সমস্যায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সচেতনতার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমরা যদি নিজেরা সচেতন থাকি, আইন মেনে চলি, তবে অনেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে। বিশেষ করে গাড়িতে ওঠা-নামা এবং রাস্তা পারাপারে সচেতনতা খুব জরুরি।’
একই টিকিট একাধিকবার বিক্রি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মালিকপক্ষের প্রতিনিধি এখানে আছেন। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে