নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়ছে মানুষ। পশুর হাট ও যানবাহনের কারণে সড়কে যানজট ও ভিড় বেশি দেখা যাচ্ছে। শিগগিরই ঢাকা প্রায় ফাঁকা হতে চলেছে। তবে এই পরিস্থিতিতে ঢাকায় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলী হাট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মানুষ বাড়ি যাচ্ছে ঠিকই, কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন তাদের দায়িত্বের জায়গায়। সব বাহিনী সজাগ ও সক্রিয় আছে। আশা করি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে।’
পশুর দাম ও চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, ‘গতবারের চেয়ে এবার পশুর দাম কিছুটা কম বলে মনে হচ্ছে। বাজারে পর্যাপ্ত গরু রয়েছে। যারা গরু কিনতে আগ্রহী, তারা যে কোনো সময় নিরাপদে এসে গরু কিনে নিতে পারবেন।’
বড় গরুর চাহিদা কমে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে দুর্নীতির টাকায় পকেট ভরা থাকত, এখন আর সেটা নেই। তাই বড় গরু কিনতে পারছে না অনেকে। তবে সৎভাবে আয় করা মানুষদের মধ্যেও বড় গরু কেনার মতো সামর্থ্য আছে। ছোট ও মাঝারি গরুর চাহিদা এবার বেশি।’
পরিবহন ও টিকিট ভাড়া সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাবতলীর বিভিন্ন পরিবহন কাউন্টার ঘুরে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাইনি। তবে অনেকেই টিকিট পাচ্ছেন না। বাস সংকট দেখিয়ে কেউ অতিরিক্ত ভাড়া নিচ্ছে—এমন অভিযোগ আমি পাইনি, তবে যদি থেকে থাকে, আমরা কঠোরভাবে দেখব।’
যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘কল্যাণপুর থেকে গাবতলী পর্যন্ত কিছুটা যানজট আছে, তবে আমরা ব্যবস্থা নিচ্ছি। বৃষ্টি ও গাড়ির চাপের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে, যেকোনো সমস্যায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সচেতনতার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমরা যদি নিজেরা সচেতন থাকি, আইন মেনে চলি, তবে অনেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে। বিশেষ করে গাড়িতে ওঠা-নামা এবং রাস্তা পারাপারে সচেতনতা খুব জরুরি।’
একই টিকিট একাধিকবার বিক্রি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মালিকপক্ষের প্রতিনিধি এখানে আছেন। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়ছে মানুষ। পশুর হাট ও যানবাহনের কারণে সড়কে যানজট ও ভিড় বেশি দেখা যাচ্ছে। শিগগিরই ঢাকা প্রায় ফাঁকা হতে চলেছে। তবে এই পরিস্থিতিতে ঢাকায় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলী হাট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মানুষ বাড়ি যাচ্ছে ঠিকই, কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন তাদের দায়িত্বের জায়গায়। সব বাহিনী সজাগ ও সক্রিয় আছে। আশা করি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে।’
পশুর দাম ও চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, ‘গতবারের চেয়ে এবার পশুর দাম কিছুটা কম বলে মনে হচ্ছে। বাজারে পর্যাপ্ত গরু রয়েছে। যারা গরু কিনতে আগ্রহী, তারা যে কোনো সময় নিরাপদে এসে গরু কিনে নিতে পারবেন।’
বড় গরুর চাহিদা কমে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে দুর্নীতির টাকায় পকেট ভরা থাকত, এখন আর সেটা নেই। তাই বড় গরু কিনতে পারছে না অনেকে। তবে সৎভাবে আয় করা মানুষদের মধ্যেও বড় গরু কেনার মতো সামর্থ্য আছে। ছোট ও মাঝারি গরুর চাহিদা এবার বেশি।’
পরিবহন ও টিকিট ভাড়া সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাবতলীর বিভিন্ন পরিবহন কাউন্টার ঘুরে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাইনি। তবে অনেকেই টিকিট পাচ্ছেন না। বাস সংকট দেখিয়ে কেউ অতিরিক্ত ভাড়া নিচ্ছে—এমন অভিযোগ আমি পাইনি, তবে যদি থেকে থাকে, আমরা কঠোরভাবে দেখব।’
যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘কল্যাণপুর থেকে গাবতলী পর্যন্ত কিছুটা যানজট আছে, তবে আমরা ব্যবস্থা নিচ্ছি। বৃষ্টি ও গাড়ির চাপের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে, যেকোনো সমস্যায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সচেতনতার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমরা যদি নিজেরা সচেতন থাকি, আইন মেনে চলি, তবে অনেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে। বিশেষ করে গাড়িতে ওঠা-নামা এবং রাস্তা পারাপারে সচেতনতা খুব জরুরি।’
একই টিকিট একাধিকবার বিক্রি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মালিকপক্ষের প্রতিনিধি এখানে আছেন। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে