Ajker Patrika

ডেমরায় তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ২ যুবক কারাগারে

শ্যামপুর (কদমতলী) প্রতিনিধি
ডেমরায় তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ২ যুবক কারাগারে

রাজধানীর ডেমরায় এক তরুণীকে (১৯) উত্ত্যক্তের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৪ মে) দুপুরে তাঁদের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রোমান সিকদার (২০) ও শুভ হাওলাদার (২০)। গতকাল শনিবার দিবাগত রাতে সারুলিয়া বাজার এলাকা থেকে ডেমরা থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামীর দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েকজন যুবক ওই তরুণীকে অশালীন অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করেন। ভুক্তভোগী বিষয়টি স্বামীকে জানালেও তখন অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়নি।

গত ৩০ এপ্রিল সকালে ফেসবুকে উত্ত্যক্তের ওই ভিডিও দেখতে পান তাঁরা। ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করে ভুক্তভোগীর স্বামী ডেমরা থানায় মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ গতকাল রাতে তাঁদের গ্রেপ্তার করে।

ওসি মাহমুদুর রহমান আরও বলেন, ডেমরায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

কুমিল্লা-৪: শত চেষ্টার পরও ঋণখেলাপির জালেই আটকে গেলেন বিএনপির মঞ্জুরুল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত