নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮২ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ এক গাড়িচালককে আটক করা হয়েছে।
তাঁর কাছে ৫টি স্বর্ণের বার ও ৫০টি স্বর্ণের চেইন পাওয়া গেছে বলে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান।
আটক সালেকুজ্জামান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন গাড়িচালক। আজ শুক্রবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেলসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল আজকের পত্রিকাকে বলেন, বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে ঢুকে সালেকুজ্জামান ১ নম্বর লাগেজ বেল্টের টয়লেট থেকে স্বর্ণগুলো সংগ্রহ করেন। সেগুলো নিয়ে কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁর আচরণ ও গতিবিধি দেখে সন্দেহ হয়। চ্যানেল পার হওয়ার সময় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে নিয়ে আসা হয়।
জিয়াউল বলেন, ‘এপিবিএনের অফিসে এনে বেবিচকের গাড়িচালকের শরীর তল্লাশি করলে তিনি নিজ হাতেই স্বর্ণের প্যাকেটগুলো বের করে দেন। এর মধ্যে স্বর্ণের বারগুলো কালো স্কচটেপে মোড়ানো ছিল, আর চেইনগুলো সাদা স্কচটেপে মোড়ানো ছিল। পাঁচটি সোনার বার (৯৯.৯৬ গ্রাম করে প্রতিটি বার) পাওয়া যায়। সোনার বারগুলোর ওজন ৪৯৯.৬২ গ্রাম, স্বর্ণের চেইন এবং ব্রেসলেটের ওজন ৩২৩.৯০ গ্রাম। সবমিলে ৮২৩.৫২ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা।’
জিয়াউল আরও জানান, উদ্ধার হওয়া সোনার বার এবং স্বর্ণের চেইনের বিষয়ে ফৌজদারি আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮২ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ এক গাড়িচালককে আটক করা হয়েছে।
তাঁর কাছে ৫টি স্বর্ণের বার ও ৫০টি স্বর্ণের চেইন পাওয়া গেছে বলে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান।
আটক সালেকুজ্জামান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন গাড়িচালক। আজ শুক্রবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেলসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল আজকের পত্রিকাকে বলেন, বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে ঢুকে সালেকুজ্জামান ১ নম্বর লাগেজ বেল্টের টয়লেট থেকে স্বর্ণগুলো সংগ্রহ করেন। সেগুলো নিয়ে কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁর আচরণ ও গতিবিধি দেখে সন্দেহ হয়। চ্যানেল পার হওয়ার সময় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে নিয়ে আসা হয়।
জিয়াউল বলেন, ‘এপিবিএনের অফিসে এনে বেবিচকের গাড়িচালকের শরীর তল্লাশি করলে তিনি নিজ হাতেই স্বর্ণের প্যাকেটগুলো বের করে দেন। এর মধ্যে স্বর্ণের বারগুলো কালো স্কচটেপে মোড়ানো ছিল, আর চেইনগুলো সাদা স্কচটেপে মোড়ানো ছিল। পাঁচটি সোনার বার (৯৯.৯৬ গ্রাম করে প্রতিটি বার) পাওয়া যায়। সোনার বারগুলোর ওজন ৪৯৯.৬২ গ্রাম, স্বর্ণের চেইন এবং ব্রেসলেটের ওজন ৩২৩.৯০ গ্রাম। সবমিলে ৮২৩.৫২ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা।’
জিয়াউল আরও জানান, উদ্ধার হওয়া সোনার বার এবং স্বর্ণের চেইনের বিষয়ে ফৌজদারি আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
৪০ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে