নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শেরেবাংলা নগর থানার শ্যামলী এলাকায় একটি রেস্তোরাঁয় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক প্রতারক। গ্রেপ্তার শাকিল হোসেন (৩০) নকল পুলিশ কর্মকর্তা সেজে রেস্তোরাঁয় চাঁদাবাজি করছিলেন।
শুক্রবার শাকিলকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানার পুলিশ। তাঁর বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। এ সময় তাঁর কাছ থেকে নকল পিস্তলসহ পুলিশের টি-শার্ট, ওয়াকিটকি, কারারক্ষীদের জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে শ্যামলীতে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুবাইয়াত জামান।
রুবাইয়াত জামান জানান, রাজধানীর শ্যামলীর কাঁচা লংকা রেস্টুরেন্টে পুলিশ অফিসার পরিচয়ে এক ব্যক্তি এসে রেস্টুরেন্টের মালিক আব্দুর রহমানের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে ব্যবসার ক্ষতি করার হুমকির দেন। পরে অভিযোগ পেলে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এডিসি রুবায়েত জানান, পুলিশ পরিচয়ে চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
গ্রেপ্তারের সময় শাকিলের কাছ তিনটি ওয়াকিটকি, একটি পিস্তলসদৃশ গ্যাসলাইট, আইডি কার্ড, গ্রেপ্তারি ওয়ারেন্টের ফটোকপি, এটিএম কার্ড, নীল ও কালো রঙের একটি রোডমাস্টার লেখা মোটরসাইকেল, যার সামনে পুলিশ লেখা স্টিকারযুক্ত, নেভিব্লু রঙের স্লিভলেস কারারক্ষীদের জ্যাকেট জব্দ করা হয়।
শাকিলের বিরুদ্ধে আগেও বিভিন্ন সময়ে পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেছে। গত এক বছর ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

রাজধানীর শেরেবাংলা নগর থানার শ্যামলী এলাকায় একটি রেস্তোরাঁয় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক প্রতারক। গ্রেপ্তার শাকিল হোসেন (৩০) নকল পুলিশ কর্মকর্তা সেজে রেস্তোরাঁয় চাঁদাবাজি করছিলেন।
শুক্রবার শাকিলকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানার পুলিশ। তাঁর বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। এ সময় তাঁর কাছ থেকে নকল পিস্তলসহ পুলিশের টি-শার্ট, ওয়াকিটকি, কারারক্ষীদের জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে শ্যামলীতে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুবাইয়াত জামান।
রুবাইয়াত জামান জানান, রাজধানীর শ্যামলীর কাঁচা লংকা রেস্টুরেন্টে পুলিশ অফিসার পরিচয়ে এক ব্যক্তি এসে রেস্টুরেন্টের মালিক আব্দুর রহমানের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে ব্যবসার ক্ষতি করার হুমকির দেন। পরে অভিযোগ পেলে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এডিসি রুবায়েত জানান, পুলিশ পরিচয়ে চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
গ্রেপ্তারের সময় শাকিলের কাছ তিনটি ওয়াকিটকি, একটি পিস্তলসদৃশ গ্যাসলাইট, আইডি কার্ড, গ্রেপ্তারি ওয়ারেন্টের ফটোকপি, এটিএম কার্ড, নীল ও কালো রঙের একটি রোডমাস্টার লেখা মোটরসাইকেল, যার সামনে পুলিশ লেখা স্টিকারযুক্ত, নেভিব্লু রঙের স্লিভলেস কারারক্ষীদের জ্যাকেট জব্দ করা হয়।
শাকিলের বিরুদ্ধে আগেও বিভিন্ন সময়ে পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেছে। গত এক বছর ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
১২ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
২২ মিনিট আগে