শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভে নেমেছেন এম কে ফুটওয়্যার নামক একটি কারখানার শ্রমিকেরা। শনিবার (২৪ মে) সকাল থেকে তারা কর্মবিরতি পালন করছেন। এর আগে ক্ষুব্ধ শ্রমিকেরা মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন এবং কারখানায় ভাঙচুর চালান।
উপজেলার গাজীপুর ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের ওই কারখানার সামনে সকাল থেকেই উত্তেজনা দেখা দেয়। শ্রমিকেরা জানান, গত এপ্রিল ও চলতি মে মাসের বেতন এবং ঈদের বোনাস এখনো পরিশোধ না করায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
শ্রমিক মো. অনিক বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের বকেয়া বেতন ও বোনাসের প্রতিশ্রুতি দিলেও এখনো পরিশোধ করেনি। একের পর এক তারিখ দিলেও শুধু সময়ক্ষেপণ করছে।’
শ্রমিক মিনারা আক্তার বলেন, ‘আমাদের পেটে তো সময় বুঝে না। অন্যান্য কারখানায় বেতন-বোনাস দেওয়া হলেও আমাদের দেওয়া হয়নি। আজ না কাল করতে করতে সময় কেটে যাচ্ছে।’

নারী শ্রমিক লিপি আক্তার বলেন, ‘সকালে কারখানায় এসে দেখি প্রধান ফটক বন্ধ। কাউকে না পেয়ে আমরা রাস্তায় বসে পড়ি। পরে সবাই মিলে ফটক ভেঙে কারখানায় ঢুকি। ভেতরে গিয়ে দেখি কর্তৃপক্ষের কেউ নেই। তখনই আমরা বিক্ষোভ শুরু করি।’
এ বিষয়ে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘শ্রমিকদের এপ্রিল মাসের বেতন ও ঈদের বোনাস চলতি সপ্তাহেই পরিশোধ করা হবে। মে মাসের বেতনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি শ্রমিকদের জানানো হয়েছে, কিন্তু তারা মানতে চাইছে না।’

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, ‘সকাল থেকেই শ্রমিকেরা প্রথমে আঞ্চলিক সড়ক অবরোধ করেন, পরে মূল ফটক ভেঙে কারখানায় প্রবেশ করে কিছু ভাঙচুর চালান। বর্তমানে তাঁরা কর্মবিরতিতে রয়েছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভে নেমেছেন এম কে ফুটওয়্যার নামক একটি কারখানার শ্রমিকেরা। শনিবার (২৪ মে) সকাল থেকে তারা কর্মবিরতি পালন করছেন। এর আগে ক্ষুব্ধ শ্রমিকেরা মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন এবং কারখানায় ভাঙচুর চালান।
উপজেলার গাজীপুর ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের ওই কারখানার সামনে সকাল থেকেই উত্তেজনা দেখা দেয়। শ্রমিকেরা জানান, গত এপ্রিল ও চলতি মে মাসের বেতন এবং ঈদের বোনাস এখনো পরিশোধ না করায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
শ্রমিক মো. অনিক বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের বকেয়া বেতন ও বোনাসের প্রতিশ্রুতি দিলেও এখনো পরিশোধ করেনি। একের পর এক তারিখ দিলেও শুধু সময়ক্ষেপণ করছে।’
শ্রমিক মিনারা আক্তার বলেন, ‘আমাদের পেটে তো সময় বুঝে না। অন্যান্য কারখানায় বেতন-বোনাস দেওয়া হলেও আমাদের দেওয়া হয়নি। আজ না কাল করতে করতে সময় কেটে যাচ্ছে।’

নারী শ্রমিক লিপি আক্তার বলেন, ‘সকালে কারখানায় এসে দেখি প্রধান ফটক বন্ধ। কাউকে না পেয়ে আমরা রাস্তায় বসে পড়ি। পরে সবাই মিলে ফটক ভেঙে কারখানায় ঢুকি। ভেতরে গিয়ে দেখি কর্তৃপক্ষের কেউ নেই। তখনই আমরা বিক্ষোভ শুরু করি।’
এ বিষয়ে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘শ্রমিকদের এপ্রিল মাসের বেতন ও ঈদের বোনাস চলতি সপ্তাহেই পরিশোধ করা হবে। মে মাসের বেতনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি শ্রমিকদের জানানো হয়েছে, কিন্তু তারা মানতে চাইছে না।’

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, ‘সকাল থেকেই শ্রমিকেরা প্রথমে আঞ্চলিক সড়ক অবরোধ করেন, পরে মূল ফটক ভেঙে কারখানায় প্রবেশ করে কিছু ভাঙচুর চালান। বর্তমানে তাঁরা কর্মবিরতিতে রয়েছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
২ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
৩ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৪ ঘণ্টা আগে