শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভে নেমেছেন এম কে ফুটওয়্যার নামক একটি কারখানার শ্রমিকেরা। শনিবার (২৪ মে) সকাল থেকে তারা কর্মবিরতি পালন করছেন। এর আগে ক্ষুব্ধ শ্রমিকেরা মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন এবং কারখানায় ভাঙচুর চালান।
উপজেলার গাজীপুর ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের ওই কারখানার সামনে সকাল থেকেই উত্তেজনা দেখা দেয়। শ্রমিকেরা জানান, গত এপ্রিল ও চলতি মে মাসের বেতন এবং ঈদের বোনাস এখনো পরিশোধ না করায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
শ্রমিক মো. অনিক বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের বকেয়া বেতন ও বোনাসের প্রতিশ্রুতি দিলেও এখনো পরিশোধ করেনি। একের পর এক তারিখ দিলেও শুধু সময়ক্ষেপণ করছে।’
শ্রমিক মিনারা আক্তার বলেন, ‘আমাদের পেটে তো সময় বুঝে না। অন্যান্য কারখানায় বেতন-বোনাস দেওয়া হলেও আমাদের দেওয়া হয়নি। আজ না কাল করতে করতে সময় কেটে যাচ্ছে।’
নারী শ্রমিক লিপি আক্তার বলেন, ‘সকালে কারখানায় এসে দেখি প্রধান ফটক বন্ধ। কাউকে না পেয়ে আমরা রাস্তায় বসে পড়ি। পরে সবাই মিলে ফটক ভেঙে কারখানায় ঢুকি। ভেতরে গিয়ে দেখি কর্তৃপক্ষের কেউ নেই। তখনই আমরা বিক্ষোভ শুরু করি।’
এ বিষয়ে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘শ্রমিকদের এপ্রিল মাসের বেতন ও ঈদের বোনাস চলতি সপ্তাহেই পরিশোধ করা হবে। মে মাসের বেতনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি শ্রমিকদের জানানো হয়েছে, কিন্তু তারা মানতে চাইছে না।’
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, ‘সকাল থেকেই শ্রমিকেরা প্রথমে আঞ্চলিক সড়ক অবরোধ করেন, পরে মূল ফটক ভেঙে কারখানায় প্রবেশ করে কিছু ভাঙচুর চালান। বর্তমানে তাঁরা কর্মবিরতিতে রয়েছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’
গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভে নেমেছেন এম কে ফুটওয়্যার নামক একটি কারখানার শ্রমিকেরা। শনিবার (২৪ মে) সকাল থেকে তারা কর্মবিরতি পালন করছেন। এর আগে ক্ষুব্ধ শ্রমিকেরা মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন এবং কারখানায় ভাঙচুর চালান।
উপজেলার গাজীপুর ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের ওই কারখানার সামনে সকাল থেকেই উত্তেজনা দেখা দেয়। শ্রমিকেরা জানান, গত এপ্রিল ও চলতি মে মাসের বেতন এবং ঈদের বোনাস এখনো পরিশোধ না করায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
শ্রমিক মো. অনিক বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের বকেয়া বেতন ও বোনাসের প্রতিশ্রুতি দিলেও এখনো পরিশোধ করেনি। একের পর এক তারিখ দিলেও শুধু সময়ক্ষেপণ করছে।’
শ্রমিক মিনারা আক্তার বলেন, ‘আমাদের পেটে তো সময় বুঝে না। অন্যান্য কারখানায় বেতন-বোনাস দেওয়া হলেও আমাদের দেওয়া হয়নি। আজ না কাল করতে করতে সময় কেটে যাচ্ছে।’
নারী শ্রমিক লিপি আক্তার বলেন, ‘সকালে কারখানায় এসে দেখি প্রধান ফটক বন্ধ। কাউকে না পেয়ে আমরা রাস্তায় বসে পড়ি। পরে সবাই মিলে ফটক ভেঙে কারখানায় ঢুকি। ভেতরে গিয়ে দেখি কর্তৃপক্ষের কেউ নেই। তখনই আমরা বিক্ষোভ শুরু করি।’
এ বিষয়ে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘শ্রমিকদের এপ্রিল মাসের বেতন ও ঈদের বোনাস চলতি সপ্তাহেই পরিশোধ করা হবে। মে মাসের বেতনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি শ্রমিকদের জানানো হয়েছে, কিন্তু তারা মানতে চাইছে না।’
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, ‘সকাল থেকেই শ্রমিকেরা প্রথমে আঞ্চলিক সড়ক অবরোধ করেন, পরে মূল ফটক ভেঙে কারখানায় প্রবেশ করে কিছু ভাঙচুর চালান। বর্তমানে তাঁরা কর্মবিরতিতে রয়েছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’
শনিবার (২১ জুন) রাত পৌনে ১০টার দিকে জহুরপুর বেলপাড়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিজিবি সদস্যকে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
৫ মিনিট আগেভবন নির্মাণের পর আর তেমন কোনো সংস্কার না হওয়ায় বর্তমানে ভবনগুলো ভেঙে পড়ার মতো ঝুঁকিতে রয়েছে। একাডেমিক ভবনের তৃতীয় তলায় অবস্থিত ছাত্রদের আবাসিক হোস্টেলে বড় বড় ফাটল থাকায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শ্রেণিকক্ষে পাঠদানের সময় পলেস্তারা খসে পড়ে, কোথাও কোথাও রড বের হয়ে গেছে।
৪১ মিনিট আগে২০১৯ সালের গোড়ায় মডেল মসজিদের কাজ শুরু হয়। এখন ২০২৫ সালের মাঝামাঝি চলছে, প্রায় সাত বছর পার হলেও ৮০ শতাংশ কাজও শেষ হয়নি। অথচ তিন বছরের চুক্তিতে কাজ শুরু হয়েছিল।”
১ ঘণ্টা আগেজমানো পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা ও মাছির জন্ম হয়ে পরিবেশ চরম আকারে দুষিত হচ্ছে। দ্রুত পৌর শহরের অর্ধলাখ মানুষকে রক্ষায় কালভার্ট ও ড্রেনেজ দখল করে স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে পৌর কর্তৃপক্ষ পানি নিস্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও কার্যকর ব্যবস্থা নিচ্ছেন
১ ঘণ্টা আগে