নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইন-২০২১ এ সাংবাদিকদের সরকারের কর্মচারীতে পরিণত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে এ আইনটি সংশোধনের দাবি জানিয়েছে জাস্টিস ফর জার্নালিস্ট নামের একটি সংগঠন। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করে এ দাবি জানান তাঁরা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এমন আইন আশা করিনা। এই আইনে সাংবাদিকদের ৩য় শ্রেণির কর্মচারীতে পরিণত করা হয়েছে। এ রকম অসম্মানজনক আইন আমরা মেনে নিতে চাই না। তাঁরা আরও বলেন, আমরা সরকারের অধীনে কাজ করি না। কিন্তু এই আইনটি করেছে যেন আমরা সরকারি কর্মচারীর মতো কাজ করি। যদি এমনটাই হয় তাহলে সরকারি সুযোগ-সুবিধা দেন। তেমনটা তো দিচ্ছেন না।
আইনটির যে খসড়া দেওয়া হয়েছিল তা বদলে ফেলা হয়েছে অভিযোগ করে বক্তারা বলেন, এটি কালো আইনের চেয়েও খারাপ আইনে পরিণত হবে। আমরা যারা সংবাদমাধ্যমে কাজ করি তাঁদের এক ছাদের নিচে নিয়ে আসার জন্য একটা আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলাম। এখন এমন আইন দিয়েছে, না পারছি ফেলতে না পারছি গিলতে।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক নেতারা বলেন, একটা চক্রে এই আইনের মাধ্যমে সরকার আর সাংবাদিকদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমরা এই আইনের সংশোধন চাই। তা যদি না হয় তাহলে আমরা এই আইন প্রত্যাখ্যান করছি।
প্রতিবাদ সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাংবাদিক নেতা আশারাফুল ইসলাম আশরাফ, খাইরুল আলম, সাইফ আলি, রহমান মুক্তাদির, জাহাঙ্গীর খান বাবুসহ অন্যান্য সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।

প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইন-২০২১ এ সাংবাদিকদের সরকারের কর্মচারীতে পরিণত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে এ আইনটি সংশোধনের দাবি জানিয়েছে জাস্টিস ফর জার্নালিস্ট নামের একটি সংগঠন। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করে এ দাবি জানান তাঁরা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এমন আইন আশা করিনা। এই আইনে সাংবাদিকদের ৩য় শ্রেণির কর্মচারীতে পরিণত করা হয়েছে। এ রকম অসম্মানজনক আইন আমরা মেনে নিতে চাই না। তাঁরা আরও বলেন, আমরা সরকারের অধীনে কাজ করি না। কিন্তু এই আইনটি করেছে যেন আমরা সরকারি কর্মচারীর মতো কাজ করি। যদি এমনটাই হয় তাহলে সরকারি সুযোগ-সুবিধা দেন। তেমনটা তো দিচ্ছেন না।
আইনটির যে খসড়া দেওয়া হয়েছিল তা বদলে ফেলা হয়েছে অভিযোগ করে বক্তারা বলেন, এটি কালো আইনের চেয়েও খারাপ আইনে পরিণত হবে। আমরা যারা সংবাদমাধ্যমে কাজ করি তাঁদের এক ছাদের নিচে নিয়ে আসার জন্য একটা আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলাম। এখন এমন আইন দিয়েছে, না পারছি ফেলতে না পারছি গিলতে।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক নেতারা বলেন, একটা চক্রে এই আইনের মাধ্যমে সরকার আর সাংবাদিকদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমরা এই আইনের সংশোধন চাই। তা যদি না হয় তাহলে আমরা এই আইন প্রত্যাখ্যান করছি।
প্রতিবাদ সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাংবাদিক নেতা আশারাফুল ইসলাম আশরাফ, খাইরুল আলম, সাইফ আলি, রহমান মুক্তাদির, জাহাঙ্গীর খান বাবুসহ অন্যান্য সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।

সোমবার বিকেলে র্যাব-৭-এর একটি আভিযানিক দল মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ দুষ্কৃতকারী র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
১১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
২৬ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে