Ajker Patrika

শিবচরে ইজিবাইকের ধাক্কায় ইউপি সদস্য নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২১: ২৬
শিবচরে ইজিবাইকের ধাক্কায় ইউপি সদস্য নিহত

মাদারীপুর জেলার শিবচরে সড়ক দুর্ঘটনায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবুল কাশেম ফকির (৫৫) কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি মাগুর খণ্ড এলাকার ইয়াছিন ফকিরের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে কাজ সেরে ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফিরতে একটি ভ্যানে উঠতে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক পেছন থেকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ছেলে তোফাজ্জেল ফকির বলেন, ‘ইউনিয়ন পরিষদে কাজ শেষে আব্বা বাড়ি ফেরার জন্য ভ্যানে উঠতে গেলে একটি ইজিবাইক পেছন থেকে ধাক্কা দিলে মাথায় আঘাত পায়। পরে হাসপাতালে আনার পর বাবার মৃত্যু হয়।’ 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, ‘খবর পেয়ে শিবচর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত