নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। গত বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ১৭টি পদে জয়লাভ করেছে। বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল জয়লাভ করেছে ৬টি পদে। শুক্রবার ভোট গণনা শুরু হয়। আজ শনিবার সকাল পর্যন্ত গণনা চলে।
ঢাকা আইনজীবী সমিতিতে দুই দিনে ১১ হাজার ২৮৫ জন আইনজীবী ভোট প্রদান করেছেন।
বরাবরের মতো আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে দুটি প্যানেল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি নিয়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সাদা প্যানেলে নিয়ে নির্বাচন করে। অন্যদিকে বিএনপি-জামাতের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নির্বাচন করে।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টু জয়লাভ করেছেন।
সাদা প্যানেলের আরও যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন-জ্যেষ্ঠ সহসভাপতি পদে মো. দেলোয়ার হোসেন পাটওয়ারী, সহসভাপতি পদে এ কে এম শফিকুল ইসলাম (স্বপন), কোষাধ্যক্ষ পদে মো. নুর হোসাইন, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক পদে মো. ইমানুর রহমান, সহসাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিক টিপু, সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা ইয়াসমিন দীপা, দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ আরকান মিয়া ও ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান খান। কার্যনির্বাহী কমিটির সদস্য পদে ইমতিয়াজ প্রিন্স, আবু সুফিয়ান, গোলাম ইমাম হোসেন, রাকিবুল ইসলাম রাকিব, মো. সামিউল ইসলাম প্রিন্স, মো. আবুল বাশার ও মো. জাহাঙ্গীর আলম জাহিদ জয়লাভ করেছেন।
সম্পাদকীয় পদের নীল প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন লাইব্রেরি সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মোশারফ হোসেন মোল্লা।
নীল প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফয়সাল কবির সৌরভ, মো. মসিউর রহমান মানিক, ফয়সাল হাসান তুষার ও মো. মুজাহিদুল ইসলাম।

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। গত বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ১৭টি পদে জয়লাভ করেছে। বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল জয়লাভ করেছে ৬টি পদে। শুক্রবার ভোট গণনা শুরু হয়। আজ শনিবার সকাল পর্যন্ত গণনা চলে।
ঢাকা আইনজীবী সমিতিতে দুই দিনে ১১ হাজার ২৮৫ জন আইনজীবী ভোট প্রদান করেছেন।
বরাবরের মতো আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে দুটি প্যানেল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি নিয়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সাদা প্যানেলে নিয়ে নির্বাচন করে। অন্যদিকে বিএনপি-জামাতের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নির্বাচন করে।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টু জয়লাভ করেছেন।
সাদা প্যানেলের আরও যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন-জ্যেষ্ঠ সহসভাপতি পদে মো. দেলোয়ার হোসেন পাটওয়ারী, সহসভাপতি পদে এ কে এম শফিকুল ইসলাম (স্বপন), কোষাধ্যক্ষ পদে মো. নুর হোসাইন, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক পদে মো. ইমানুর রহমান, সহসাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিক টিপু, সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা ইয়াসমিন দীপা, দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ আরকান মিয়া ও ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান খান। কার্যনির্বাহী কমিটির সদস্য পদে ইমতিয়াজ প্রিন্স, আবু সুফিয়ান, গোলাম ইমাম হোসেন, রাকিবুল ইসলাম রাকিব, মো. সামিউল ইসলাম প্রিন্স, মো. আবুল বাশার ও মো. জাহাঙ্গীর আলম জাহিদ জয়লাভ করেছেন।
সম্পাদকীয় পদের নীল প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন লাইব্রেরি সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মোশারফ হোসেন মোল্লা।
নীল প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফয়সাল কবির সৌরভ, মো. মসিউর রহমান মানিক, ফয়সাল হাসান তুষার ও মো. মুজাহিদুল ইসলাম।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
৫ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৪ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৪১ মিনিট আগে