নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন ও নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি–স্কপ) ও ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘শক্তি ও ঐক্য ছাড়া গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা আদায় সম্ভব নয়।’
আমিরুল হক আমিন আরও বলেন, ‘আমরা যে দাবি করছি, সে জন্য আমাদের সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি শক্তি অর্জন করতে হবে। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই এই ন্যায্য দাবি আদায় করা সম্ভব। শ্রম আইন অনুযায়ী নিম্নতম মজুরি হারের সুপারিশ ও নতুনভাবে মজুরি কাঠামো ঘোষণার বিধান আছে। ২০১৮ সালের ১ ডিসেম্বর সর্বশেষ মজুরি ঘোষণা করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে দ্রব্যমূল্য ও গার্মেন্টস রপ্তানি দুটোই বেড়েছে। কিন্তু শ্রমিকদের মজুরি বাড়েনি। শ্রমিকেরা তাঁদের প্রয়োজনীয় খাবার কেনার সামর্থ্যও হারিয়ে ফেলেছে।’
দ্রব্যমূল্যকে বিবেচনায় রেখে ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশে মজুরি পুনর্নির্ধারণ করা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘কানাডায় প্রতি দুই বছর পরপর পুনর্নির্ধারণ করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) গবেষণায় এলাকাভিত্তিক তিন ধরনের মজুরি প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ২২ হাজার ৮০০ টাকা, ঢাকার পাশে স্যাটেলাইট সিটিতে ২১ হাজার টাকা এবং চট্টগ্রামে ২০ হাজার ৪০০ টাকা। পাঁচটি গ্রেড ও মহার্ঘ ভাতার প্রস্তাবও করেছে বিলস। তাই আমরা নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা দাবি করছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ, যুগ্ম সমন্বয়ক কামরুল আহসান প্রমুখ।

গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন ও নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি–স্কপ) ও ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘শক্তি ও ঐক্য ছাড়া গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা আদায় সম্ভব নয়।’
আমিরুল হক আমিন আরও বলেন, ‘আমরা যে দাবি করছি, সে জন্য আমাদের সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি শক্তি অর্জন করতে হবে। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই এই ন্যায্য দাবি আদায় করা সম্ভব। শ্রম আইন অনুযায়ী নিম্নতম মজুরি হারের সুপারিশ ও নতুনভাবে মজুরি কাঠামো ঘোষণার বিধান আছে। ২০১৮ সালের ১ ডিসেম্বর সর্বশেষ মজুরি ঘোষণা করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে দ্রব্যমূল্য ও গার্মেন্টস রপ্তানি দুটোই বেড়েছে। কিন্তু শ্রমিকদের মজুরি বাড়েনি। শ্রমিকেরা তাঁদের প্রয়োজনীয় খাবার কেনার সামর্থ্যও হারিয়ে ফেলেছে।’
দ্রব্যমূল্যকে বিবেচনায় রেখে ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশে মজুরি পুনর্নির্ধারণ করা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘কানাডায় প্রতি দুই বছর পরপর পুনর্নির্ধারণ করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) গবেষণায় এলাকাভিত্তিক তিন ধরনের মজুরি প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ২২ হাজার ৮০০ টাকা, ঢাকার পাশে স্যাটেলাইট সিটিতে ২১ হাজার টাকা এবং চট্টগ্রামে ২০ হাজার ৪০০ টাকা। পাঁচটি গ্রেড ও মহার্ঘ ভাতার প্রস্তাবও করেছে বিলস। তাই আমরা নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা দাবি করছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ, যুগ্ম সমন্বয়ক কামরুল আহসান প্রমুখ।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে