নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন ও নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি–স্কপ) ও ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘শক্তি ও ঐক্য ছাড়া গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা আদায় সম্ভব নয়।’
আমিরুল হক আমিন আরও বলেন, ‘আমরা যে দাবি করছি, সে জন্য আমাদের সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি শক্তি অর্জন করতে হবে। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই এই ন্যায্য দাবি আদায় করা সম্ভব। শ্রম আইন অনুযায়ী নিম্নতম মজুরি হারের সুপারিশ ও নতুনভাবে মজুরি কাঠামো ঘোষণার বিধান আছে। ২০১৮ সালের ১ ডিসেম্বর সর্বশেষ মজুরি ঘোষণা করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে দ্রব্যমূল্য ও গার্মেন্টস রপ্তানি দুটোই বেড়েছে। কিন্তু শ্রমিকদের মজুরি বাড়েনি। শ্রমিকেরা তাঁদের প্রয়োজনীয় খাবার কেনার সামর্থ্যও হারিয়ে ফেলেছে।’
দ্রব্যমূল্যকে বিবেচনায় রেখে ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশে মজুরি পুনর্নির্ধারণ করা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘কানাডায় প্রতি দুই বছর পরপর পুনর্নির্ধারণ করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) গবেষণায় এলাকাভিত্তিক তিন ধরনের মজুরি প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ২২ হাজার ৮০০ টাকা, ঢাকার পাশে স্যাটেলাইট সিটিতে ২১ হাজার টাকা এবং চট্টগ্রামে ২০ হাজার ৪০০ টাকা। পাঁচটি গ্রেড ও মহার্ঘ ভাতার প্রস্তাবও করেছে বিলস। তাই আমরা নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা দাবি করছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ, যুগ্ম সমন্বয়ক কামরুল আহসান প্রমুখ।

গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন ও নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি–স্কপ) ও ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘শক্তি ও ঐক্য ছাড়া গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা আদায় সম্ভব নয়।’
আমিরুল হক আমিন আরও বলেন, ‘আমরা যে দাবি করছি, সে জন্য আমাদের সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি শক্তি অর্জন করতে হবে। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই এই ন্যায্য দাবি আদায় করা সম্ভব। শ্রম আইন অনুযায়ী নিম্নতম মজুরি হারের সুপারিশ ও নতুনভাবে মজুরি কাঠামো ঘোষণার বিধান আছে। ২০১৮ সালের ১ ডিসেম্বর সর্বশেষ মজুরি ঘোষণা করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে দ্রব্যমূল্য ও গার্মেন্টস রপ্তানি দুটোই বেড়েছে। কিন্তু শ্রমিকদের মজুরি বাড়েনি। শ্রমিকেরা তাঁদের প্রয়োজনীয় খাবার কেনার সামর্থ্যও হারিয়ে ফেলেছে।’
দ্রব্যমূল্যকে বিবেচনায় রেখে ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশে মজুরি পুনর্নির্ধারণ করা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘কানাডায় প্রতি দুই বছর পরপর পুনর্নির্ধারণ করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) গবেষণায় এলাকাভিত্তিক তিন ধরনের মজুরি প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ২২ হাজার ৮০০ টাকা, ঢাকার পাশে স্যাটেলাইট সিটিতে ২১ হাজার টাকা এবং চট্টগ্রামে ২০ হাজার ৪০০ টাকা। পাঁচটি গ্রেড ও মহার্ঘ ভাতার প্রস্তাবও করেছে বিলস। তাই আমরা নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা দাবি করছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ, যুগ্ম সমন্বয়ক কামরুল আহসান প্রমুখ।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে