ঢাবি প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘কুরুচিপূর্ণ ও শিষ্টাচার বিবর্জিত’ মন্তব্যের অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে শুরু হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদুল আলম সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইজাজুল কবির রুমেল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহসভাপতি মশিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক, নাহিদুজ্জামান শিপন, আব্দুর রহিম রনি, মাহমুদ ইসলাম কাজল, কাজী আমজাদ আহমেদ রাজু, মাহফুজুর রহমান, সহসাধারণ সম্পাদক আমান উল্লাহসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন স্তরের নেতা-কর্মী।
সমাবেশে আরিফুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানসিক বিকারগ্রস্ত বলে মন্তব্য করেন। সঞ্চালনায় আরিফুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে রং হেডেড, মানসিক বিকারগ্রস্ত ফ্যাসিস্ট হাসিনা যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, ধিক্কার জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রং হেডেড হাসিনা জনগণ থেকে উপেক্ষিত হয়ে, কুক্ষিগত ক্ষমতা হারানোর ভয়ে আজ উন্মাদ হয়ে গেছে, তাই আবোলতাবোল বকছে, তাঁর চিকিৎসা প্রয়োজন। আপনি লাগাম দিন, তামাশা বন্ধ করুন। এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নিন। অন্যথায় জাতীয়তাবাদী ছাত্রদল, ওই ক্ষমতার মসনদ থেকে আপনাকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে নিয়ে আসবে।’
খোরশেদুল আলম সোহেল বলেন, ‘খালেদা জিয়ার জনপ্রিয়তা এবং আপসহীন ব্যক্তিত্বের কারণে শেখ হাসিনা তাঁর প্রতি ঈর্ষাকাতর। দেশনেত্রীকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তাঁর প্রতি ক্রমাগত কুৎসা রটনা করে যাচ্ছেন। শেখ হাসিনার কথায়, আচরণে স্পষ্ট হয় যে, শেখ পরিবারে শিষ্টাচারের চর্চা কখনোই ছিল না। অন্যদিকে, শেখ হাসিনা স্বীকারোক্তি দিয়েছেন, দেশনেত্রীর প্রতি ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্যই বিচার বিভাগকে ব্যবহার করে দেশনেত্রীকে তাঁর ক্যান্টনমেন্ট বাড়ি থেকে উচ্ছেদ করেছেন। শেখ হাসিনার মতো রুচিহীন ব্যক্তিত্বের একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া সমগ্র জাতির জন্য লজ্জাজনক।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘কুরুচিপূর্ণ ও শিষ্টাচার বিবর্জিত’ মন্তব্যের অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে শুরু হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদুল আলম সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইজাজুল কবির রুমেল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহসভাপতি মশিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক, নাহিদুজ্জামান শিপন, আব্দুর রহিম রনি, মাহমুদ ইসলাম কাজল, কাজী আমজাদ আহমেদ রাজু, মাহফুজুর রহমান, সহসাধারণ সম্পাদক আমান উল্লাহসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন স্তরের নেতা-কর্মী।
সমাবেশে আরিফুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানসিক বিকারগ্রস্ত বলে মন্তব্য করেন। সঞ্চালনায় আরিফুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে রং হেডেড, মানসিক বিকারগ্রস্ত ফ্যাসিস্ট হাসিনা যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, ধিক্কার জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রং হেডেড হাসিনা জনগণ থেকে উপেক্ষিত হয়ে, কুক্ষিগত ক্ষমতা হারানোর ভয়ে আজ উন্মাদ হয়ে গেছে, তাই আবোলতাবোল বকছে, তাঁর চিকিৎসা প্রয়োজন। আপনি লাগাম দিন, তামাশা বন্ধ করুন। এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নিন। অন্যথায় জাতীয়তাবাদী ছাত্রদল, ওই ক্ষমতার মসনদ থেকে আপনাকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে নিয়ে আসবে।’
খোরশেদুল আলম সোহেল বলেন, ‘খালেদা জিয়ার জনপ্রিয়তা এবং আপসহীন ব্যক্তিত্বের কারণে শেখ হাসিনা তাঁর প্রতি ঈর্ষাকাতর। দেশনেত্রীকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তাঁর প্রতি ক্রমাগত কুৎসা রটনা করে যাচ্ছেন। শেখ হাসিনার কথায়, আচরণে স্পষ্ট হয় যে, শেখ পরিবারে শিষ্টাচারের চর্চা কখনোই ছিল না। অন্যদিকে, শেখ হাসিনা স্বীকারোক্তি দিয়েছেন, দেশনেত্রীর প্রতি ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্যই বিচার বিভাগকে ব্যবহার করে দেশনেত্রীকে তাঁর ক্যান্টনমেন্ট বাড়ি থেকে উচ্ছেদ করেছেন। শেখ হাসিনার মতো রুচিহীন ব্যক্তিত্বের একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া সমগ্র জাতির জন্য লজ্জাজনক।’

এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে নওগাঁ মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
২৫ মিনিট আগে
বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৭ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৭ ঘণ্টা আগে