নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্ট বারের সম্পাদক (২০২২-২৩) পদের ফল ঘোষণাকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি-সমর্থিত ছয় আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই জামিনের আদেশ দেন।
সকালে তাঁরা আদালতে আত্মসমর্পণ করেন। পরে প্রাথমিক শুনানি গ্রহণ করে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। এর আগে গত ৩০ মে তাঁদের আগাম জামিন দেন হাইকোর্টের একটি বেঞ্চ। একই সঙ্গে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তাঁদের আত্মসমর্পণের নির্দেশ দেন।
জামিনপ্রাপ্ত ছয় আইনজীবী হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী মো. কামরুল ইসলাম সজল, ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সহসাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ফোরামের সুপ্রিম কোর্ট শাখার বিশেষ সম্পাদক নূরে আলম সিদ্দিকী সোহাগ, সহদপ্তর সম্পাদক মু. কাইয়ুম, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সাগর হোসেন ও সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী সদস্য ও আইনজীবী ফোরামের সদস্য কামরুল ইসলাম।
চলতি বছরের ১৮ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপিপন্থী ছয় আইনজীবীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। শাহবাগ থানায় সুপ্রিম কোর্ট বারের প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান এ মামলা করেন।
উল্লেখ্য, গত ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। গণনা করা হয় পরদিন ১৭ মার্চ। নির্বাচনে ভোট গণনায় বিএনপি-সমর্থিত প্যানেল থেকে সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল, কোষাধ্যক্ষ, সহসম্পাদক দুজন এবং চারজন সদস্যসহ মোট আটটি পদে এগিয়ে থাকে।
অন্যদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ-সমর্থিত প্যানেল থেকে সভাপতি, দুজন সহসভাপতি ও তিনজন সদস্যসহ মোট ছয়টি পদে এগিয়ে থাকে। কিন্তু ভোট গণনা শেষ হওয়ার পর আওয়ামীপন্থী সম্পাদক প্রার্থী আব্দুন নূর দুলাল ভোট পুনর্গণনার জন্য একটি আবেদন দিয়ে এসে নির্বাচন কমিশনের আহ্বায়ককে চাপ সৃষ্টি করেন। ফলে নির্বাচন কমিশনের আহ্বায়ক পদত্যাগ করেন। এ জন্য দীর্ঘদিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা বন্ধ থাকে। পরে ফলাফল ঘোষণা করে আওয়ামী লীগ-সমর্থিত সম্পাদক পদপ্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এ নিয়েই হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

সুপ্রিম কোর্ট বারের সম্পাদক (২০২২-২৩) পদের ফল ঘোষণাকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি-সমর্থিত ছয় আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই জামিনের আদেশ দেন।
সকালে তাঁরা আদালতে আত্মসমর্পণ করেন। পরে প্রাথমিক শুনানি গ্রহণ করে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। এর আগে গত ৩০ মে তাঁদের আগাম জামিন দেন হাইকোর্টের একটি বেঞ্চ। একই সঙ্গে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তাঁদের আত্মসমর্পণের নির্দেশ দেন।
জামিনপ্রাপ্ত ছয় আইনজীবী হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী মো. কামরুল ইসলাম সজল, ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সহসাধারণ সম্পাদক রাসেল আহমেদ, ফোরামের সুপ্রিম কোর্ট শাখার বিশেষ সম্পাদক নূরে আলম সিদ্দিকী সোহাগ, সহদপ্তর সম্পাদক মু. কাইয়ুম, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সাগর হোসেন ও সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী সদস্য ও আইনজীবী ফোরামের সদস্য কামরুল ইসলাম।
চলতি বছরের ১৮ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপিপন্থী ছয় আইনজীবীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। শাহবাগ থানায় সুপ্রিম কোর্ট বারের প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান এ মামলা করেন।
উল্লেখ্য, গত ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। গণনা করা হয় পরদিন ১৭ মার্চ। নির্বাচনে ভোট গণনায় বিএনপি-সমর্থিত প্যানেল থেকে সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল, কোষাধ্যক্ষ, সহসম্পাদক দুজন এবং চারজন সদস্যসহ মোট আটটি পদে এগিয়ে থাকে।
অন্যদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ-সমর্থিত প্যানেল থেকে সভাপতি, দুজন সহসভাপতি ও তিনজন সদস্যসহ মোট ছয়টি পদে এগিয়ে থাকে। কিন্তু ভোট গণনা শেষ হওয়ার পর আওয়ামীপন্থী সম্পাদক প্রার্থী আব্দুন নূর দুলাল ভোট পুনর্গণনার জন্য একটি আবেদন দিয়ে এসে নির্বাচন কমিশনের আহ্বায়ককে চাপ সৃষ্টি করেন। ফলে নির্বাচন কমিশনের আহ্বায়ক পদত্যাগ করেন। এ জন্য দীর্ঘদিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা বন্ধ থাকে। পরে ফলাফল ঘোষণা করে আওয়ামী লীগ-সমর্থিত সম্পাদক পদপ্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এ নিয়েই হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

ঘন কুয়াশায় প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।
৩৮ মিনিট আগে
এই রেকর্ড রুমে ১৭৪১ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত যশোর ও আশপাশের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ দলিল, ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষিত ছিল। তিনি আরও জানান, খুব বেশি প্রয়োজন ছাড়া ভবনের দরজা কেউ খুলতেন না।
৪৪ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রাম থেকে একটি পুরোনো আর্টিলারি শেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় দৌলতখালী গ্রামের অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মৃত আসমত উল্লাহর বসতবাড়িতে এটি পাওয়া যায়।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে স্থানীয় বাসিন্দাদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পাঁচ শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের শিক্ষার্থীরা শেষ মোড়ে খাবার খেতে গেলে এই হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে