নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোরেলের পর এবার প্রথমবারের মতো হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসে চালু করা হয়েছে র্যাপিস পাস টিকিটিং সিস্টেম। মেট্রোরেলের ভাড়া পরিশোধের পাস বা কার্ড দিয়েই এখন এই বাসে চড়তে পারবেন যাত্রীরা।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) বলছে, আধুনিক ভাড়া আদায়ের এই প্রযুক্তি নগদ লেনদেনের ঝামেলা ছাড়াই যাত্রীদের স্বাচ্ছন্দ্যে যাতায়াতের সুযোগ করে দেবে।
আজ রোববার দুপুরে হাতিরঝিলের এফডিসির মোড়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান পরীক্ষামূলকভাবে এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন।
এই টিকিটিং সিস্টেম সম্পর্কে ডিটিসিএ জানিয়েছে, প্রাথমিকভাবে হাতিরঝিলের ১৬টি চক্রাকার বাসে র্যাপিড পাস ও কিউআর কোড প্রযুক্তির মাধ্যমে টিকিট সংগ্রহের ব্যবস্থা থাকবে। যাত্রীরা মেট্রোরেলের জন্য ব্যবহৃত র্যাপিড পাস কার্ড দিয়েই বাসে উঠতে পারবেন।
প্রতিটি বাসের গেটে স্থাপন করা হয়েছে বাস ভ্যালিডেটর মেশিন, যেখানে যাত্রীরা কার্ড ট্যাপ করলেই ভাড়া কাটা হয়ে যাবে। যাত্রীদের বাসে ওঠা ও নামার সময় উভয়বার কার্ড ট্যাপ করতে হবে।
এ ছাড়া বাসে সংযুক্ত জিপিএস সিস্টেম বাসের অবস্থান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে স্টপেজের নাম ঘোষণা করবে। এতে যাত্রীরা বুঝতে পারবেন, কখন তাঁদের গন্তব্য আসছে, যা ভ্রমণকে করবে আরও সহজ ও ঝামেলামুক্ত।
ডিটিসিএর পক্ষ থেকে বলা হয়, যাত্রীদের সুবিধার্থে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসের আটটি নির্ধারিত কাউন্টারে র্যাপিড পাস কার্ড সংগ্রহ ও রিচার্জ করা যাবে। পাশাপাশি নির্দিষ্ট স্টপেজগুলোতে স্থাপন করা হবে বুথ, যেখান থেকে যাত্রীরা প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন। এ ছাড়া ভাড়া পরিশোধের জন্য কিউআর কোড ব্যবহারের সুবিধা থাকবে।
বাসে এই প্রযুক্তি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট চালক ও স্টাফদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে যাত্রীরা যেকোনো জটিলতায় চালক বা সহকারীর কাছ থেকে তাৎক্ষণিক সহায়তা পাবেন।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন; সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব এহসানুল হক; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

মেট্রোরেলের পর এবার প্রথমবারের মতো হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসে চালু করা হয়েছে র্যাপিস পাস টিকিটিং সিস্টেম। মেট্রোরেলের ভাড়া পরিশোধের পাস বা কার্ড দিয়েই এখন এই বাসে চড়তে পারবেন যাত্রীরা।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) বলছে, আধুনিক ভাড়া আদায়ের এই প্রযুক্তি নগদ লেনদেনের ঝামেলা ছাড়াই যাত্রীদের স্বাচ্ছন্দ্যে যাতায়াতের সুযোগ করে দেবে।
আজ রোববার দুপুরে হাতিরঝিলের এফডিসির মোড়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান পরীক্ষামূলকভাবে এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন।
এই টিকিটিং সিস্টেম সম্পর্কে ডিটিসিএ জানিয়েছে, প্রাথমিকভাবে হাতিরঝিলের ১৬টি চক্রাকার বাসে র্যাপিড পাস ও কিউআর কোড প্রযুক্তির মাধ্যমে টিকিট সংগ্রহের ব্যবস্থা থাকবে। যাত্রীরা মেট্রোরেলের জন্য ব্যবহৃত র্যাপিড পাস কার্ড দিয়েই বাসে উঠতে পারবেন।
প্রতিটি বাসের গেটে স্থাপন করা হয়েছে বাস ভ্যালিডেটর মেশিন, যেখানে যাত্রীরা কার্ড ট্যাপ করলেই ভাড়া কাটা হয়ে যাবে। যাত্রীদের বাসে ওঠা ও নামার সময় উভয়বার কার্ড ট্যাপ করতে হবে।
এ ছাড়া বাসে সংযুক্ত জিপিএস সিস্টেম বাসের অবস্থান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে স্টপেজের নাম ঘোষণা করবে। এতে যাত্রীরা বুঝতে পারবেন, কখন তাঁদের গন্তব্য আসছে, যা ভ্রমণকে করবে আরও সহজ ও ঝামেলামুক্ত।
ডিটিসিএর পক্ষ থেকে বলা হয়, যাত্রীদের সুবিধার্থে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসের আটটি নির্ধারিত কাউন্টারে র্যাপিড পাস কার্ড সংগ্রহ ও রিচার্জ করা যাবে। পাশাপাশি নির্দিষ্ট স্টপেজগুলোতে স্থাপন করা হবে বুথ, যেখান থেকে যাত্রীরা প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন। এ ছাড়া ভাড়া পরিশোধের জন্য কিউআর কোড ব্যবহারের সুবিধা থাকবে।
বাসে এই প্রযুক্তি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট চালক ও স্টাফদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে যাত্রীরা যেকোনো জটিলতায় চালক বা সহকারীর কাছ থেকে তাৎক্ষণিক সহায়তা পাবেন।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন; সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব এহসানুল হক; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক। এটাই হবে আগামীর বাংলাদেশ। আজ সোমবার দুপুরে রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির...
৯ মিনিট আগে
রাজধানীর উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজের সামনে ‘টিসি নয়, প্রমোশনের’ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন অভিভাবক। উত্তরা ৬ নম্বর সেক্টরের কলেজটির মূল ফটকের সামনে আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জড়ো হওয়া শুরু করেন অভিভাবকেরা।
১২ মিনিট আগে
খুলনার শিরোমনির সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। আগুন নির্বাপণে খানজাহান আলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।
১৫ মিনিট আগে
খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে আতঙ্ক সৃষ্টি করতে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। এই গুলি এক ঠিকাদারের বাড়ির দরজায় গিয়ে লেগেছে। গতকাল রোববার দিবাগত রাতে নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা গোলকধাম পল্লিতীর্থ রোডে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে