Ajker Patrika

৬ মামলায় মির্জা আব্বাসের জামিন, তিন মামলায় নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৪১
৬ মামলায় মির্জা আব্বাসের জামিন, তিন মামলায় নামঞ্জুর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৬ মামলায় জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন ৬ মামলায় পৃথক পৃথক আদেশে জামিন দেন।

একই সঙ্গে পৃথক আরও তিন মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত। 

মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৬ মামলায় জামিন দেওয়া হয়েছে। তবে তিন মামলায় জামিন আবেদন নামঞ্জুর করায় মির্জা আব্বাস মুক্তি পাচ্ছেন না।

আদালত সূত্রে জানা গেছে, পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ৪ মামলা ও রমনা থানার দুই মামলায় জামিন পেয়েছেন মির্জা আব্বাস। অন্যদিকে পল্টন থানার দুই মামলায় ও রমনা থানার এক মামলায় জামিন নামঞ্জুর করা হয়েছে।

গত রোববার ৯ মামলায় জামিন আবেদন করার পর আজ শুনানির জন্য দিন ধার্য করা হয়। 

এর আগে গত বৃহস্পতিবার আদালত তাঁকে ৯ মামলায় গ্রেপ্তার দেখান। 

মির্জা আব্বাসকে গত ১ নভেম্বর এক মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন, শাহজাহানপুর, রমনা ও রেলওয়ে থানায় বেশ কয়েকটি মামলা হয়। কমপক্ষে ১১টি মামলায় মির্জা আব্বাসকে আসামি করা হয়। এর মধ্যে তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বাকি ৯টিতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার না দেখানোতে তাঁর জামিনের আবেদন শুনানি করা এত দিন সম্ভব হয়নি। ঢাকায় রেলওয়ে থানায় দায়ের করা একটি মামলায়ও মির্জা আব্বাসের নাম রয়েছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন, শাহজাহানপুর, রমনা ও রেলওয়ে থানায় এসব মামলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক ১০টি লাভজনক কোম্পানি শেয়ারবাজারে আনার সিদ্ধান্ত

জকসুতে ভিপি, জিএস ও এজিএস হলেন শিবির-সমর্থিত প্রার্থীরা

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৫০১ জন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত