Ajker Patrika

নাবিল গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী ইসরাত জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলামের স্ত্রী মোছা. ইসরাত জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি জানান, দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন।

আবেদনের বলা হয়েছে—নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যগণ তাঁদের সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের নামে জাল-জালিয়াতি, প্রতারণা ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করেন এবং তা আত্মসাৎ করেন। এসব অভিযোগ দুদকে তদন্তাধীন রয়েছে।

এতে আরও বলা হয়, অনুসন্ধান কার্যক্রম চলাকালীন বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে-অভিযুক্ত ইসরাত জাহান যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলে দুদকের অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় তাঁর বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

উল্লেখ্য, নাবিল গ্রুপের চেয়ারম্যানসহ পরিবারের অন্যান্য সদস্যদের ইতিপূর্বে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদের বিপুল পরিমাণ সম্পদ প্রয়োগেরও নির্দেশ দিয়েছেন একটি আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত