নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় হাউজিং প্রকল্পগুলোর মাঠ দখল করে প্লট বানানো যাবে না। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর রূপনগর এলাকার ইস্টার্ন হাউজিং-এ বিশিষ্ট নাগরিকদের নিয়ে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, ‘বিভিন্ন হাউজিং কোম্পানিগুলো তাদের প্রকল্পে মাঠ দেখায়, পার্ক দেখায়, রাস্তা-ঘাট, ড্রেন বিনোদনের জায়গা দেখায়। এরপর কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসা করার অনুমতি নেয়। এত সুযোগ-সুবিধা দেখে মানুষ যখন কিনতে শুরু করে তখন তারা মাঠটাকে প্লট করে ফেলে, খোলা জায়গাটা প্লট করে ফেলে এবং বেঁচে দেয়। কোনো অবস্থাতেই কোনো হাউজিং মাঠ দখল করে প্লট বানাতে পারবে না। যেখানে যেখানে খেলার মাঠ আছে, সেগুলো অবৈধভাবে কেউ দখল রাখলে তা উদ্ধার করা হবে।’
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) এ ক্ষেত্রে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানিয়ে মেয়র আতিক বলেন, ‘তদারকি করতে কোনো সমস্যা হলে আমরাই জনগণকে নিয়ে তদারকি করব। যেসব হাউজিং কোম্পানিগুলো যে পরিকল্পনা জমা দিয়ে অনুমোদন নিয়েছে তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।’
ডিএনসিসি মেয়র বলেন, রূপনগর থেকে তুরাগ নদী পর্যন্ত খালের আশপাশে কোনো বাড়ি তৈরি করা যাবে না। এ সময় তিনি অবৈধ দখলদারদের হুঁশিয়ারি দিয়ে বলেন, উচ্ছেদ কর্মসূচির চলার আগেই রাস্তা ও খালের আশপাশের জায়গা খালি করে চলে যান। না হলে বুলডোজার ভাঙচুর শুরু করলে কিছুই নিয়ে যেতে পারবেন না।
পল্লবী ২য় পর্ব বাড়ি-ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আমিনুল বাহারের সভাপতিত্বে সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন—ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার জিয়াউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর তোফাজ্জল হোসেন টেনু প্রমুখ।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় হাউজিং প্রকল্পগুলোর মাঠ দখল করে প্লট বানানো যাবে না। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর রূপনগর এলাকার ইস্টার্ন হাউজিং-এ বিশিষ্ট নাগরিকদের নিয়ে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, ‘বিভিন্ন হাউজিং কোম্পানিগুলো তাদের প্রকল্পে মাঠ দেখায়, পার্ক দেখায়, রাস্তা-ঘাট, ড্রেন বিনোদনের জায়গা দেখায়। এরপর কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসা করার অনুমতি নেয়। এত সুযোগ-সুবিধা দেখে মানুষ যখন কিনতে শুরু করে তখন তারা মাঠটাকে প্লট করে ফেলে, খোলা জায়গাটা প্লট করে ফেলে এবং বেঁচে দেয়। কোনো অবস্থাতেই কোনো হাউজিং মাঠ দখল করে প্লট বানাতে পারবে না। যেখানে যেখানে খেলার মাঠ আছে, সেগুলো অবৈধভাবে কেউ দখল রাখলে তা উদ্ধার করা হবে।’
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) এ ক্ষেত্রে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানিয়ে মেয়র আতিক বলেন, ‘তদারকি করতে কোনো সমস্যা হলে আমরাই জনগণকে নিয়ে তদারকি করব। যেসব হাউজিং কোম্পানিগুলো যে পরিকল্পনা জমা দিয়ে অনুমোদন নিয়েছে তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।’
ডিএনসিসি মেয়র বলেন, রূপনগর থেকে তুরাগ নদী পর্যন্ত খালের আশপাশে কোনো বাড়ি তৈরি করা যাবে না। এ সময় তিনি অবৈধ দখলদারদের হুঁশিয়ারি দিয়ে বলেন, উচ্ছেদ কর্মসূচির চলার আগেই রাস্তা ও খালের আশপাশের জায়গা খালি করে চলে যান। না হলে বুলডোজার ভাঙচুর শুরু করলে কিছুই নিয়ে যেতে পারবেন না।
পল্লবী ২য় পর্ব বাড়ি-ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আমিনুল বাহারের সভাপতিত্বে সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন—ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার জিয়াউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর তোফাজ্জল হোসেন টেনু প্রমুখ।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১৮ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২১ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪১ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে