সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘নির্বাচন কমিশনার আমাকে কথা দিয়েছেন, নিরপেক্ষ ভোট হবে। সরকারি প্রভাবমুক্ত ভোট হবে। তিনি যদি সেই কথা রক্ষা করতে না পারেন, তবে তাঁকে গদি থেকে সরিয়ে দেওয়া হবে।’
আজ রোববার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা টেকিপাড়ায় এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, আমি ভোট চুরি পছন্দ করি না। আমি তাঁর কথা বিশ্বাস করেছি। কিন্তু এখানকার ফাউ নেতারা যদি ভোট চুরি করে শেখ হাসিনার মুখ কালো করতে চায়, তাহলে আমাদের কী করার আছে। তবে আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাল ভোট চান না।’
স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক করে কাদের সিদ্দিকী বলেন, ‘পুলিশকে টাকাপয়সা দিয়ে ব্যালটে সিল মারবেন? তা হবে না, হবে না।’
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘কেউ জাল ভোট দিতে চাইলে গলায় গামছা পেঁচিয়ে তাকে ধরে ফেলবেন। তারপর পুলিশের হাতে তুলে দেবেন। পুলিশ তাকে গ্রহণ না করলে সে বিষয়টি আমি দেখব।’
দলীয় নেতা-কর্মীদের আশ্বস্ত করে কাদের সিদ্দিকী বলেন, ‘গত কয়েক দিন আগে বাসাইল পৌরসভায় সুষ্ঠু ভোট হয়েছে। সেখানে আমাদের প্রার্থী বিজয়ী হয়েছে।’
হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের নির্বাচনী পথসভায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বিধূ ভূষণ সরকারসহ দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৭ জুলাই সখীপুর উপজেলার চারটি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। এর মধ্যে তিনটি ইউনিয়নে কৃষক শ্রমিক জনতা লীগ দলীয় প্রার্থী দিয়েছে।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘নির্বাচন কমিশনার আমাকে কথা দিয়েছেন, নিরপেক্ষ ভোট হবে। সরকারি প্রভাবমুক্ত ভোট হবে। তিনি যদি সেই কথা রক্ষা করতে না পারেন, তবে তাঁকে গদি থেকে সরিয়ে দেওয়া হবে।’
আজ রোববার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা টেকিপাড়ায় এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, আমি ভোট চুরি পছন্দ করি না। আমি তাঁর কথা বিশ্বাস করেছি। কিন্তু এখানকার ফাউ নেতারা যদি ভোট চুরি করে শেখ হাসিনার মুখ কালো করতে চায়, তাহলে আমাদের কী করার আছে। তবে আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাল ভোট চান না।’
স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক করে কাদের সিদ্দিকী বলেন, ‘পুলিশকে টাকাপয়সা দিয়ে ব্যালটে সিল মারবেন? তা হবে না, হবে না।’
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘কেউ জাল ভোট দিতে চাইলে গলায় গামছা পেঁচিয়ে তাকে ধরে ফেলবেন। তারপর পুলিশের হাতে তুলে দেবেন। পুলিশ তাকে গ্রহণ না করলে সে বিষয়টি আমি দেখব।’
দলীয় নেতা-কর্মীদের আশ্বস্ত করে কাদের সিদ্দিকী বলেন, ‘গত কয়েক দিন আগে বাসাইল পৌরসভায় সুষ্ঠু ভোট হয়েছে। সেখানে আমাদের প্রার্থী বিজয়ী হয়েছে।’
হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের নির্বাচনী পথসভায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বিধূ ভূষণ সরকারসহ দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৭ জুলাই সখীপুর উপজেলার চারটি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। এর মধ্যে তিনটি ইউনিয়নে কৃষক শ্রমিক জনতা লীগ দলীয় প্রার্থী দিয়েছে।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১২ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে