নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারের আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতি ও ব্যবসায়ী দিলীপ দাস খুনের ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
গত রোববার রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারে স্বর্ণ লুট ও খুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহত দিলীপ দাসের স্ত্রী সরস্বতী দাস গতকাল সোমবার আশুলিয়া থানায় মামলা করেছেন।
মামলা দায়েরের পর পুলিশ পাথালিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পারভিন বেগম (৪৫), জহুরা বেগম (৪৪) ও হান্নান (৫০) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। স্বর্ণ লুট ও খুনের ঘটনায় তাঁরা সরাসরি জড়িত না থাকলেও পরোক্ষভাবে জড়িত থাকতে পারে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে স্বর্ণ লুট ও ব্যবসায়ী খুনের ঘটনার প্রতিবাদে আজ সকালে ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। মানববন্ধন থেকে অনতিবিলম্বে খুনিদের গ্রেপ্তারসহ নিরাপত্তার দাবি জানানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান আজকের পত্রিকা বলেন, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে দিলীপ দাস দোকান বন্ধ করে দোকানে থাকা স্বর্ণ নিয়ে বাড়ি চলে যান। তাঁর বাড়ি বাজার থেকে এক কিলোমিটার দূরে গোপীনাথপুর গ্রামে। এর প্রায় দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে পারভিন বেগম দিলীপ দাসকে মোবাইল ফোন করে জহুরার জন্য স্বর্ণের চেইন কেনার কথা বলে তাঁকে দোকানে ডেকে আনেন। হান্নানের অটোরিকশা করে তাঁরা নয়ারহাট বাজারে গিয়েছিলেন।
মামলার বাদী দিলীপ দাসের স্ত্রী সরস্বতী দাস বলেন, ‘রাতে বাড়ি আসার পর ফোন কল পেয় আমার স্বামী আবার যখন স্বর্ণ নিয়ে দোকানে যান, তখন আমিও তাঁর সঙ্গে ছিলাম। দোকানে যাওয়ার পর দুই নারী আমার স্বামীর কাছ থেকে পাঁচ আনা স্বর্ণের একটি চেইন কেনেন। এরপর ব্যাগে স্বর্ণ ভরে দোকানের শাটার লাগানোর সময় তিন থেকে চারজন লোক এসে আমার স্বামীর হাত থেকে স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তাঁরা আমার স্বামীকে চাপাতি দিয়ে কুপিয়ে স্বর্ণ নিয়ে পালিয়ে যান। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আমার স্বামী মারা যান।’
নয়ারহাট বাজার স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি আশুতোষ ঘোষ বলেন, ‘আমাদের বাজারে ৩৫টি স্বর্ণের দোকান রয়েছে। যার অধিকাংশই গয়না তৈরি করে জীবিকা নির্বাহ করে। বড় কোনো জুয়েলারি বা স্বর্ণ ব্যবসায়ী এই বাজারে নেই। তারপরেও আমাদেরই কেন বারবার টার্গেট করা হচ্ছে, তা বুঝতে পারছি না। এর আগেও ২০২১ সালে ডাকাতেরা আমাদের স্বর্ণপট্টিতে হানা দিয়ে ১৭টি দোকান থেকে স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।’
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে পারভিন, জহুরা ও হান্নান হচ্ছেন ডাকাতদের প্রথম দল। যাদের মাধ্যমে দিলীপ দাসকে ডেকে আনা হয়। ঘটনা ঘটিয়েছে অপর একটি দল। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পরিদর্শক কামাল হোসেন আরও বলেন, ‘পারভিন, জহুরা ও হান্নানকে লুট ও খুনের ঘটনায় সরস্বতী দাসের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।’
ঢাকার সাভারের আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতি ও ব্যবসায়ী দিলীপ দাস খুনের ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
গত রোববার রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারে স্বর্ণ লুট ও খুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহত দিলীপ দাসের স্ত্রী সরস্বতী দাস গতকাল সোমবার আশুলিয়া থানায় মামলা করেছেন।
মামলা দায়েরের পর পুলিশ পাথালিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পারভিন বেগম (৪৫), জহুরা বেগম (৪৪) ও হান্নান (৫০) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। স্বর্ণ লুট ও খুনের ঘটনায় তাঁরা সরাসরি জড়িত না থাকলেও পরোক্ষভাবে জড়িত থাকতে পারে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে স্বর্ণ লুট ও ব্যবসায়ী খুনের ঘটনার প্রতিবাদে আজ সকালে ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। মানববন্ধন থেকে অনতিবিলম্বে খুনিদের গ্রেপ্তারসহ নিরাপত্তার দাবি জানানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান আজকের পত্রিকা বলেন, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে দিলীপ দাস দোকান বন্ধ করে দোকানে থাকা স্বর্ণ নিয়ে বাড়ি চলে যান। তাঁর বাড়ি বাজার থেকে এক কিলোমিটার দূরে গোপীনাথপুর গ্রামে। এর প্রায় দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে পারভিন বেগম দিলীপ দাসকে মোবাইল ফোন করে জহুরার জন্য স্বর্ণের চেইন কেনার কথা বলে তাঁকে দোকানে ডেকে আনেন। হান্নানের অটোরিকশা করে তাঁরা নয়ারহাট বাজারে গিয়েছিলেন।
মামলার বাদী দিলীপ দাসের স্ত্রী সরস্বতী দাস বলেন, ‘রাতে বাড়ি আসার পর ফোন কল পেয় আমার স্বামী আবার যখন স্বর্ণ নিয়ে দোকানে যান, তখন আমিও তাঁর সঙ্গে ছিলাম। দোকানে যাওয়ার পর দুই নারী আমার স্বামীর কাছ থেকে পাঁচ আনা স্বর্ণের একটি চেইন কেনেন। এরপর ব্যাগে স্বর্ণ ভরে দোকানের শাটার লাগানোর সময় তিন থেকে চারজন লোক এসে আমার স্বামীর হাত থেকে স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তাঁরা আমার স্বামীকে চাপাতি দিয়ে কুপিয়ে স্বর্ণ নিয়ে পালিয়ে যান। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আমার স্বামী মারা যান।’
নয়ারহাট বাজার স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি আশুতোষ ঘোষ বলেন, ‘আমাদের বাজারে ৩৫টি স্বর্ণের দোকান রয়েছে। যার অধিকাংশই গয়না তৈরি করে জীবিকা নির্বাহ করে। বড় কোনো জুয়েলারি বা স্বর্ণ ব্যবসায়ী এই বাজারে নেই। তারপরেও আমাদেরই কেন বারবার টার্গেট করা হচ্ছে, তা বুঝতে পারছি না। এর আগেও ২০২১ সালে ডাকাতেরা আমাদের স্বর্ণপট্টিতে হানা দিয়ে ১৭টি দোকান থেকে স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।’
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে পারভিন, জহুরা ও হান্নান হচ্ছেন ডাকাতদের প্রথম দল। যাদের মাধ্যমে দিলীপ দাসকে ডেকে আনা হয়। ঘটনা ঘটিয়েছে অপর একটি দল। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পরিদর্শক কামাল হোসেন আরও বলেন, ‘পারভিন, জহুরা ও হান্নানকে লুট ও খুনের ঘটনায় সরস্বতী দাসের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।’
রাজশাহীতে এক ব্যক্তির ৬৮ বছর আগে কেনা জমি দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার আগেই এলাকার একটি প্রভাবশালী মহল ওই জমিতে ইট-বালু ফেলে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেছেন। ভুক্তভোগী ব্যক্তিকে দেওয়া হচ্ছে হুমকিও।
২ ঘণ্টা আগে‘জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি, সিলেট’র গঠনতন্ত্র লঙ্ঘন করে ক্ষমতার জোরে অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের বিরুদ্ধে। সদস্যরা বলছেন, সমিতির বাইরের লোকজন দিয়ে আট সদস্যের ‘মনগড়া’ এই কমিটির আহ্বায়ক ডিসি নিজেই।
২ ঘণ্টা আগেনেত্রকোনার আটপাড়ায় নিয়মবহির্ভূতভাবে সারের সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের নাম নুরুল আমিন তালুকদার। তিনি উপজেলার সীতারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগেনরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মাধবদী রেস্টহাউসের কেয়ারটেকার হাবিবুর রহমান শূন্য থেকে কোটিপতি বনে গেছেন। ভুয়া স্থায়ী ঠিকানা ও ভুয়া সনদে চাকরি নিয়ে দালালি আর অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটিপতি হওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে