নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা শহরে এ মুহূর্তে সাড়ে ৪ হাজারের মতো বাস চলাচল করছে। এগুলোর মধ্যে ১ হাজার ৬৪৬টি বাসের রুট পারমিট নেই বলে জানিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ডেপুটি প্ল্যানার ধ্রুব আলম।
ডিটিসিএ বলছে, ঢাকা শহরে এ মুহূর্তে সাড়ে ৪ হাজারের মতো বাস চললেও কাগজ-কলমে ৭ হাজার ৯১টি বাসের নিবন্ধন রয়েছে। এই বাসের অনেকগুলোই নষ্ট হয়ে গেছে বা অন্য কোনো কারণে এখন আর পথে নেই।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত ‘চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, নিরাপদ যাত্রীবান্ধব ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
ধ্রুব আলম বলেন, ‘খুব শিগগির আমরা অভিযানে নামব। সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা শহরে রুট পারমিটবিহীন বা ফিটনেসবিহীন অবৈধ বাসগুলোকে চলতে দেওয়া হবে না। এ ছাড়া এখানে-সেখানে বাস থামিয়ে যাতে যাত্রী না তোলা হয়, সে জন্য আমরা বাসস্টপেজ তৈরি করেছি। আমরা ঢাকার বিভিন্ন জায়গায় ১৬৭টি স্টপেজ নির্ধারণ করেছি। এর মধ্যে ১১০টি স্টপেজ নির্মাণ ইতিমধ্যে শেষ হয়েছে। স্টপেজগুলো ফাংশনাল হওয়ার পর কোনো বাস আর এখানে-সেখানে থামিয়ে যাত্রী নিতে পারবে না। নির্দিষ্ট স্থান থেকেই শুধু যাত্রী নিতে হবে।’
এ ছাড়া মালিকেরা বিভিন্ন মোড়ে বাসস্টপেজ দেওয়ার দাবি জানান। এ বিষয়ে ডিটিসিএর এই কর্মকর্তা বলেন, ‘বাসস্টপেজ যেখানে-সেখানে বসানো যাবে না। এর জন্য একধরনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের দরকার পড়ে। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অনুযায়ী কোনো মোড়ের ৩০ মিটার বা ১০০ ফুটের মধ্যে বাসস্টপেজ দেওয়া যাবে না। মোড়ে বাসস্টপেজ থাকলে যানবাহনের মুভমেন্ট স্লো হয়ে যায়। এতে যানজট হতে পারে। ফলে আমরা কোনো মোড়ের ১০০ ফুটের মধ্যে বাসস্টপেজ দেব না।’
সড়কে বিশৃঙ্খলার জন্য পরিবহনমালিকেরা যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন একই পথে চলাকে দায়ী করেন। এ বিষয়ে ধ্রুব আলম বলেন, ‘আমার জানামতে ঢাকা শহরে দুই সিটি করপোরেশনের আন্ডারে ২ লাখ রিকশা চলার কথা। তবে অভিযোগ রয়েছে, রিকশা এর থেকে অনেক বেশি চলছে। এসব বিষয়ে আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করব। সড়কের শৃঙ্খলা ফেরাতে যা যা করার দরকার, আমরা করতে চাই।’

ঢাকা শহরে এ মুহূর্তে সাড়ে ৪ হাজারের মতো বাস চলাচল করছে। এগুলোর মধ্যে ১ হাজার ৬৪৬টি বাসের রুট পারমিট নেই বলে জানিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ডেপুটি প্ল্যানার ধ্রুব আলম।
ডিটিসিএ বলছে, ঢাকা শহরে এ মুহূর্তে সাড়ে ৪ হাজারের মতো বাস চললেও কাগজ-কলমে ৭ হাজার ৯১টি বাসের নিবন্ধন রয়েছে। এই বাসের অনেকগুলোই নষ্ট হয়ে গেছে বা অন্য কোনো কারণে এখন আর পথে নেই।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত ‘চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, নিরাপদ যাত্রীবান্ধব ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
ধ্রুব আলম বলেন, ‘খুব শিগগির আমরা অভিযানে নামব। সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা শহরে রুট পারমিটবিহীন বা ফিটনেসবিহীন অবৈধ বাসগুলোকে চলতে দেওয়া হবে না। এ ছাড়া এখানে-সেখানে বাস থামিয়ে যাতে যাত্রী না তোলা হয়, সে জন্য আমরা বাসস্টপেজ তৈরি করেছি। আমরা ঢাকার বিভিন্ন জায়গায় ১৬৭টি স্টপেজ নির্ধারণ করেছি। এর মধ্যে ১১০টি স্টপেজ নির্মাণ ইতিমধ্যে শেষ হয়েছে। স্টপেজগুলো ফাংশনাল হওয়ার পর কোনো বাস আর এখানে-সেখানে থামিয়ে যাত্রী নিতে পারবে না। নির্দিষ্ট স্থান থেকেই শুধু যাত্রী নিতে হবে।’
এ ছাড়া মালিকেরা বিভিন্ন মোড়ে বাসস্টপেজ দেওয়ার দাবি জানান। এ বিষয়ে ডিটিসিএর এই কর্মকর্তা বলেন, ‘বাসস্টপেজ যেখানে-সেখানে বসানো যাবে না। এর জন্য একধরনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের দরকার পড়ে। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অনুযায়ী কোনো মোড়ের ৩০ মিটার বা ১০০ ফুটের মধ্যে বাসস্টপেজ দেওয়া যাবে না। মোড়ে বাসস্টপেজ থাকলে যানবাহনের মুভমেন্ট স্লো হয়ে যায়। এতে যানজট হতে পারে। ফলে আমরা কোনো মোড়ের ১০০ ফুটের মধ্যে বাসস্টপেজ দেব না।’
সড়কে বিশৃঙ্খলার জন্য পরিবহনমালিকেরা যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন একই পথে চলাকে দায়ী করেন। এ বিষয়ে ধ্রুব আলম বলেন, ‘আমার জানামতে ঢাকা শহরে দুই সিটি করপোরেশনের আন্ডারে ২ লাখ রিকশা চলার কথা। তবে অভিযোগ রয়েছে, রিকশা এর থেকে অনেক বেশি চলছে। এসব বিষয়ে আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করব। সড়কের শৃঙ্খলা ফেরাতে যা যা করার দরকার, আমরা করতে চাই।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে