বিজ্ঞানী ড. মুহম্মদ কুদরত-এ-খুদার ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজ্ঞানবিষয়ক সেমিনার আয়োজন করছে বাংলা একাডেমি। আগামী রোববার বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ সভা আয়োজিত হবে।
বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ড. মুহম্মদ কুদরত-এ-খুদা: একজন আলো দেখানো মানুষ’ শিরোনামে আয়োজিত এ সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন বিজ্ঞানবক্তা আসিফ। আলোচক হিসেবে থাকবেন কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক সুব্রত বড়ুয়া। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এ আয়োজনের সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
আরও বলা হয়েছে—বিজ্ঞান সেমিনারটি সবার জন্য উন্মুক্ত থাকবে। কোনো নিবন্ধন ছাড়াই সরাসরি এ আয়োজন উপভোগ করা যাবে। পাশাপাশি বাংলা একাডেমির ফেসবুক পেজ থেকে সেমিনারটি সরাসরি সম্প্রচার করা হবে।
বিজ্ঞানী কুদরত-এ-খুদা বাংলাদেশি রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ। ১৯০০ সালের ১ ডিসেম্বর তাঁর জন্ম। তিনি পাটের মণ্ড থেকে পারটেক্স তৈরিতে অবদান রাখার পাশাপাশি, সমুদ্রের পানি থেকে দেশেই ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও ম্যাগনেশিয়াম সালফেটের মতো লবণের বাণিজ্যিক উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখেন।
এসব লবণ বিভিন্ন গবেষণায় প্রচুর ব্যবহৃত হয়। এ ছাড়াও উদ্ভিদবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞানসহ নানা ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ১৯৭৬ সালে একুশে পদক এবং ১৯৮৪ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। ১৯৭৭ সালের ৩ নভেম্বর এই বিজ্ঞানীর মৃত্যু হয়।

দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে বিল্লালকে আজ আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। এরপর তাঁকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। সেখানে তিনি স্বীকারোক্তি দিতে রাজি হননি। হত্যাকাণ্ডের দায় না নেওয়ায় ফের এই আসামিকে...
৯ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
২০ মিনিট আগে