আজকের পত্রিকা ডেস্ক

বিজ্ঞানী ড. মুহম্মদ কুদরত-এ-খুদার ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজ্ঞানবিষয়ক সেমিনার আয়োজন করছে বাংলা একাডেমি। আগামী রোববার বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ সভা আয়োজিত হবে।
বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ড. মুহম্মদ কুদরত-এ-খুদা: একজন আলো দেখানো মানুষ’ শিরোনামে আয়োজিত এ সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন বিজ্ঞানবক্তা আসিফ। আলোচক হিসেবে থাকবেন কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক সুব্রত বড়ুয়া। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এ আয়োজনের সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
আরও বলা হয়েছে—বিজ্ঞান সেমিনারটি সবার জন্য উন্মুক্ত থাকবে। কোনো নিবন্ধন ছাড়াই সরাসরি এ আয়োজন উপভোগ করা যাবে। পাশাপাশি বাংলা একাডেমির ফেসবুক পেজ থেকে সেমিনারটি সরাসরি সম্প্রচার করা হবে।
বিজ্ঞানী কুদরত-এ-খুদা বাংলাদেশি রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ। ১৯০০ সালের ১ ডিসেম্বর তাঁর জন্ম। তিনি পাটের মণ্ড থেকে পারটেক্স তৈরিতে অবদান রাখার পাশাপাশি, সমুদ্রের পানি থেকে দেশেই ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও ম্যাগনেশিয়াম সালফেটের মতো লবণের বাণিজ্যিক উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখেন।
এসব লবণ বিভিন্ন গবেষণায় প্রচুর ব্যবহৃত হয়। এ ছাড়াও উদ্ভিদবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞানসহ নানা ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ১৯৭৬ সালে একুশে পদক এবং ১৯৮৪ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। ১৯৭৭ সালের ৩ নভেম্বর এই বিজ্ঞানীর মৃত্যু হয়।

বিজ্ঞানী ড. মুহম্মদ কুদরত-এ-খুদার ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজ্ঞানবিষয়ক সেমিনার আয়োজন করছে বাংলা একাডেমি। আগামী রোববার বিকেল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ সভা আয়োজিত হবে।
বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ড. মুহম্মদ কুদরত-এ-খুদা: একজন আলো দেখানো মানুষ’ শিরোনামে আয়োজিত এ সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন বিজ্ঞানবক্তা আসিফ। আলোচক হিসেবে থাকবেন কথাসাহিত্যিক ও বিজ্ঞান লেখক সুব্রত বড়ুয়া। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এ আয়োজনের সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
আরও বলা হয়েছে—বিজ্ঞান সেমিনারটি সবার জন্য উন্মুক্ত থাকবে। কোনো নিবন্ধন ছাড়াই সরাসরি এ আয়োজন উপভোগ করা যাবে। পাশাপাশি বাংলা একাডেমির ফেসবুক পেজ থেকে সেমিনারটি সরাসরি সম্প্রচার করা হবে।
বিজ্ঞানী কুদরত-এ-খুদা বাংলাদেশি রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ। ১৯০০ সালের ১ ডিসেম্বর তাঁর জন্ম। তিনি পাটের মণ্ড থেকে পারটেক্স তৈরিতে অবদান রাখার পাশাপাশি, সমুদ্রের পানি থেকে দেশেই ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও ম্যাগনেশিয়াম সালফেটের মতো লবণের বাণিজ্যিক উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখেন।
এসব লবণ বিভিন্ন গবেষণায় প্রচুর ব্যবহৃত হয়। এ ছাড়াও উদ্ভিদবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞানসহ নানা ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ১৯৭৬ সালে একুশে পদক এবং ১৯৮৪ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। ১৯৭৭ সালের ৩ নভেম্বর এই বিজ্ঞানীর মৃত্যু হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে