সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় স্কুলশিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার ঘটনায় আজও উত্তাল সাভার। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে উপজেলার প্রধান ফটকের সামনে শিক্ষক ও শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। এ সময় তাঁরা এ হত্যায় জড়িত ওই ছাত্রের সর্বোচ্চ শাস্তিসহ পাঁচ দফা দাবি জানান।
দাবিগুলো হলো শিক্ষকদের নিরাপত্তার জন্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, ওই শিক্ষকের পরিবারকে সর্বোচ্চ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, ওই ছাত্রের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, ওই ছাত্রের সহযোগীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, স্থানীয় ও ভাড়াটিয়া শিক্ষার্থীদের ভেদাভেদ নির্মূল করতে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। মানববন্ধনে ছয় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের (ফোকা) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে কোনো শিক্ষার্থী ভবিষ্যতে শিক্ষকদের অবমাননা করতেও সাহস না পায়। এমন শাস্তি নিশ্চিত করা হোক যেন শাস্তি দেখে পরিবার সন্তানদের আশকারা না দিয়ে চরিত্র গঠনে সহায়ক হয়।’
হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, ‘আমরা চাই কিশোর গ্যাং নির্মূল হোক। ওই ছাত্র পরিকল্পনা করে শিক্ষক উৎপলকে হত্যা করেছে। সে তার নেটওয়ার্ক গড়ে তুলেছিল। যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে আমাদের প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ছিল। তার কাছেই সে আশ্রয় নেয়। সুতরাং ওই ছাত্র যে নেটওয়ার্ক গড়ে তুলেছে তা স্পষ্ট। আমরা চাই পুরো ঘটনা স্পষ্ট করা হোক।’
প্রসঙ্গত, গত শনিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রকাশ্যে শিক্ষক উৎপলকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ওই ছাত্র। পরে শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাভারের আশুলিয়ায় স্কুলশিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার ঘটনায় আজও উত্তাল সাভার। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে উপজেলার প্রধান ফটকের সামনে শিক্ষক ও শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। এ সময় তাঁরা এ হত্যায় জড়িত ওই ছাত্রের সর্বোচ্চ শাস্তিসহ পাঁচ দফা দাবি জানান।
দাবিগুলো হলো শিক্ষকদের নিরাপত্তার জন্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, ওই শিক্ষকের পরিবারকে সর্বোচ্চ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, ওই ছাত্রের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, ওই ছাত্রের সহযোগীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, স্থানীয় ও ভাড়াটিয়া শিক্ষার্থীদের ভেদাভেদ নির্মূল করতে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। মানববন্ধনে ছয় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের (ফোকা) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে কোনো শিক্ষার্থী ভবিষ্যতে শিক্ষকদের অবমাননা করতেও সাহস না পায়। এমন শাস্তি নিশ্চিত করা হোক যেন শাস্তি দেখে পরিবার সন্তানদের আশকারা না দিয়ে চরিত্র গঠনে সহায়ক হয়।’
হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, ‘আমরা চাই কিশোর গ্যাং নির্মূল হোক। ওই ছাত্র পরিকল্পনা করে শিক্ষক উৎপলকে হত্যা করেছে। সে তার নেটওয়ার্ক গড়ে তুলেছিল। যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে আমাদের প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ছিল। তার কাছেই সে আশ্রয় নেয়। সুতরাং ওই ছাত্র যে নেটওয়ার্ক গড়ে তুলেছে তা স্পষ্ট। আমরা চাই পুরো ঘটনা স্পষ্ট করা হোক।’
প্রসঙ্গত, গত শনিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রকাশ্যে শিক্ষক উৎপলকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ওই ছাত্র। পরে শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
১৯ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে