নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ির মূল চালক হারুনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে হারুনকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
খন্দকার মঈন বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থেকে শুক্রবার সকালে হারুনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। হারুনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এরপর সংশ্লিষ্ট থানায় তাঁকে হস্তান্তর করা হবে।
গত বুধবার নটর ডেমের শিক্ষার্থী নাঈম হাসান কামরাঙ্গীচরের বাসা থেকে কলেজে যাওয়ার পথে বেলা পৌনে ১২টার দিকে গুলিস্তানে উত্তর সিটির ট্রাকচাপায় আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ বলেন, উত্তর সিটি থেকে হারুনের নামে গাড়িটি বরাদ্দ ছিল। কিন্তু হারুন নিজে না চালিয়ে গাড়িটি রাসেলকে চালাতে দিয়েছেন। প্রকৃতপক্ষে রাসেল খান ওই গাড়ির চালক নন। আমরা গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করে এবং গ্রেপ্তার রাসেলকে জিজ্ঞাসাবাদে জেনেছি, গাড়িটির মূল চালক ছিলেন হারুন।
হারুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিশেষ ট্রাক পরিচ্ছন্নতাকর্মী। কিন্তু তিনি এই ট্রাক মোটা অঙ্কের টাকা দিয়ে নিজের নামে বরাদ্দ নেন। এতেই হয়ে ওঠেন ডিএসসিসির ময়লার গাড়িচালক। হারুনের বিরুদ্ধে রয়েছে তেল চুরির অভিযোগ। ময়লার গাড়ির জন্য প্রতিদিন বরাদ্দকৃত ১১ লিটার তেলের মধ্যে ছয় লিটার চুরি করে বিক্রি করে দেওয়া হতো। এভাবে হারুন প্রতি মাসে ১৮০ লিটার তেল চুরি করে বিক্রি করে দিতেন। এতে তাঁর আয় কয়েক গুণ বেড়ে যায়।
গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় নিহত শিক্ষার্থী নাঈম হাসানের বাবা পল্টন থানায় মামলা করেছেন। এই মামলায় রাসেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এ ছাড়া ঘটনার সময় গাড়িতে থাকা দুই পরিচ্ছন্নতাকর্মী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ির মূল চালক হারুনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে হারুনকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
খন্দকার মঈন বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থেকে শুক্রবার সকালে হারুনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। হারুনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এরপর সংশ্লিষ্ট থানায় তাঁকে হস্তান্তর করা হবে।
গত বুধবার নটর ডেমের শিক্ষার্থী নাঈম হাসান কামরাঙ্গীচরের বাসা থেকে কলেজে যাওয়ার পথে বেলা পৌনে ১২টার দিকে গুলিস্তানে উত্তর সিটির ট্রাকচাপায় আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ বলেন, উত্তর সিটি থেকে হারুনের নামে গাড়িটি বরাদ্দ ছিল। কিন্তু হারুন নিজে না চালিয়ে গাড়িটি রাসেলকে চালাতে দিয়েছেন। প্রকৃতপক্ষে রাসেল খান ওই গাড়ির চালক নন। আমরা গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করে এবং গ্রেপ্তার রাসেলকে জিজ্ঞাসাবাদে জেনেছি, গাড়িটির মূল চালক ছিলেন হারুন।
হারুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিশেষ ট্রাক পরিচ্ছন্নতাকর্মী। কিন্তু তিনি এই ট্রাক মোটা অঙ্কের টাকা দিয়ে নিজের নামে বরাদ্দ নেন। এতেই হয়ে ওঠেন ডিএসসিসির ময়লার গাড়িচালক। হারুনের বিরুদ্ধে রয়েছে তেল চুরির অভিযোগ। ময়লার গাড়ির জন্য প্রতিদিন বরাদ্দকৃত ১১ লিটার তেলের মধ্যে ছয় লিটার চুরি করে বিক্রি করে দেওয়া হতো। এভাবে হারুন প্রতি মাসে ১৮০ লিটার তেল চুরি করে বিক্রি করে দিতেন। এতে তাঁর আয় কয়েক গুণ বেড়ে যায়।
গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় নিহত শিক্ষার্থী নাঈম হাসানের বাবা পল্টন থানায় মামলা করেছেন। এই মামলায় রাসেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এ ছাড়া ঘটনার সময় গাড়িতে থাকা দুই পরিচ্ছন্নতাকর্মী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে