নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যানবাহন চলাচলের জন্য আজ রোববার সকাল ৬টা থেকে পদ্মা সেতু খুলে দেওয়া হয়েছে। সকাল থেকেই মাওয়া ও জাজিরা টোল প্লাজার সামনে যানবাহনের চাপ ছিল। সেতুতে যানবাহন চলাচল শুরুর প্রথম দিন ১৫ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।
আজ রোববার রাতে টোলের এ তথ্য জানিয়েছেন সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তোফাজ্জেল হোসেন।
তোফাজ্জেল হোসেন বলেন, ‘সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট টোল আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।’
এদিকে পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে পদ্মা সেতু চালুর পর প্রতিদিন সেতু দিয়ে প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে। এর মধ্যে ট্রাক পারাপার হবে ১০ হাজার ২৪৪টি। বাস ও হালকা যানবাহন পারাপার হবে সাড়ে ১৩ হাজারের বেশি। সমীক্ষা অনুযায়ী যানবাহনের এই সংখ্যা ২০২৫ সালের দিকে বেড়ে যাবে, তখন সেতু দিয়ে যানবাহন চলাচলের সংখ্যা দাঁড়াবে দৈনিক ৪১ হাজার।

যানবাহন চলাচলের জন্য আজ রোববার সকাল ৬টা থেকে পদ্মা সেতু খুলে দেওয়া হয়েছে। সকাল থেকেই মাওয়া ও জাজিরা টোল প্লাজার সামনে যানবাহনের চাপ ছিল। সেতুতে যানবাহন চলাচল শুরুর প্রথম দিন ১৫ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।
আজ রোববার রাতে টোলের এ তথ্য জানিয়েছেন সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তোফাজ্জেল হোসেন।
তোফাজ্জেল হোসেন বলেন, ‘সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট টোল আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।’
এদিকে পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে পদ্মা সেতু চালুর পর প্রতিদিন সেতু দিয়ে প্রায় ২৪ হাজার যানবাহন চলাচল করবে। এর মধ্যে ট্রাক পারাপার হবে ১০ হাজার ২৪৪টি। বাস ও হালকা যানবাহন পারাপার হবে সাড়ে ১৩ হাজারের বেশি। সমীক্ষা অনুযায়ী যানবাহনের এই সংখ্যা ২০২৫ সালের দিকে বেড়ে যাবে, তখন সেতু দিয়ে যানবাহন চলাচলের সংখ্যা দাঁড়াবে দৈনিক ৪১ হাজার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে ঢাকা-৭ আসনের প্রার্থীরা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, কুশল বিনিময় এবং মতবিনিময়ের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন। তবে ভোটারদের অনেকে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
১০ মিনিট আগে
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম। অফিস করেন টয়োটা ব্র্যান্ডের ল্যান্ডক্রুজার ডাবল কেবিনের একটি পিকআপে। খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির মালিক ঢাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর।
১০ মিনিট আগে
ব্যক্তিগত ক্ষমতার প্রদর্শনে সংকটে পড়েছে রাষ্ট্রীয় একটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। পাবনার টেবুনিয়ায় বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও হেনস্তার অভিযোগে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।
২০ মিনিট আগে
সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
২৫ মিনিট আগে