Ajker Patrika

পাংশায় দাদার সঙ্গে চায়ের দোকানে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১২: ৩৬
পাংশায় দাদার সঙ্গে চায়ের দোকানে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

রাজবাড়ীর পাংশায় দাদার সঙ্গে চায়ের দোকানে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. আব্দুল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে বাবুপাড়া ইউনিয়নের বউবাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসেন।

নিহত মো. আব্দুল্লাহ ইউনিয়নের পাংশা বাবুপাড়া গ্রামের গ্রামের সৌদিপ্রবাসী সেলিম শেখের ছেলে। 

আব্দুল্লাহর দাদা মো. জনাব আলী শেখ জানান, প্রতিদিনের মতো নাতিকে নিয়ে বাড়ির কাছের বউবাজারে চা খেতে যান। সেখানে শহীদুলের চায়ের দোকানে বিদ্যুতায়িত হয় আব্দুল্লাহ। চা বানানোর ইলেকট্রিক হিটার জগ থেকে টেবিলের ওপর রাখা ইস্পাতের ট্রেতে বিদ্যুত ছড়িয়ে পড়ে। ওই ট্রেতে হাত লাগার কারণে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায় আব্দুল্লাহ। দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। 

পাংশা মডেল থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতিতে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত