নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন লেখক, গবেষক ও মানবাধিকারকর্মী ফরিদা আখতার। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আজকের পত্রিকার সঙ্গে তিনি আজ শুক্রবার কথা বলেছেন ।
এ সময় এক প্রশ্নের জবাবে ফরিদা আখতার বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকার এক নয়।’ অন্তর্বর্তী সরকার আর কেয়ারটেকার সরকারের মধ্যে পার্থক্য আছে উল্লেখ করে ফরিদা আখতার বলেন, ‘আগে যেটা হতো, একটা সরকারের মেয়াদ ফুরিয়ে গেলে নির্বাচন দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার হতো। তারা রুটিন ওয়ার্ক করত। কিন্তু এটা একটা গণ-অভ্যুত্থান এবং আন্দোলনের মাধ্যমে তৈরি হওয়া সরকার। কাজেই এর প্রধান কাজ নির্বাচন না। এর প্রধান কাজ হলো যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এগুলোকে অ্যাড্রেস করা। নির্বাচন তার মধ্যে একটা। সময়মতো আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নেব।’
তিনি বলেন, ‘এটা ছাত্র-ছাত্রীদের আন্দোলন থেকে গড়ে ওঠা একটা সরকার। আমাদের প্রথম কাজ হচ্ছে—বর্তমান পরিস্থিতিতে ইমিডিয়েট যেগুলো করা প্রয়োজন সেগুলো আগে অ্যাড্রেস করা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা দেখা।’
শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারের দাবি জানাচ্ছেন, রাষ্ট্র সংস্কারের জন্য কী কী করা জরুরি বলে মনে করছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার একটা দীর্ঘমেয়াদি কাজ এবং বড় কাজ। এটাকে মাথায় রেখে ইমিডিয়েট যে সমস্যাগুলো আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সংখ্যালঘুদের ওপর আক্রমণ, পাশাপাশি নানা রকম যে অসুবিধাগুলো তৈরি হয়েছে, সেগুলো আমরা আগে দেখব। আমাদের প্রথম কাজ হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। তারপর দীর্ঘমেয়াদিগুলো নিয়ে কাজ হবে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন লেখক, গবেষক ও মানবাধিকারকর্মী ফরিদা আখতার। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আজকের পত্রিকার সঙ্গে তিনি আজ শুক্রবার কথা বলেছেন ।
এ সময় এক প্রশ্নের জবাবে ফরিদা আখতার বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকার এক নয়।’ অন্তর্বর্তী সরকার আর কেয়ারটেকার সরকারের মধ্যে পার্থক্য আছে উল্লেখ করে ফরিদা আখতার বলেন, ‘আগে যেটা হতো, একটা সরকারের মেয়াদ ফুরিয়ে গেলে নির্বাচন দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার হতো। তারা রুটিন ওয়ার্ক করত। কিন্তু এটা একটা গণ-অভ্যুত্থান এবং আন্দোলনের মাধ্যমে তৈরি হওয়া সরকার। কাজেই এর প্রধান কাজ নির্বাচন না। এর প্রধান কাজ হলো যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এগুলোকে অ্যাড্রেস করা। নির্বাচন তার মধ্যে একটা। সময়মতো আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নেব।’
তিনি বলেন, ‘এটা ছাত্র-ছাত্রীদের আন্দোলন থেকে গড়ে ওঠা একটা সরকার। আমাদের প্রথম কাজ হচ্ছে—বর্তমান পরিস্থিতিতে ইমিডিয়েট যেগুলো করা প্রয়োজন সেগুলো আগে অ্যাড্রেস করা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা দেখা।’
শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারের দাবি জানাচ্ছেন, রাষ্ট্র সংস্কারের জন্য কী কী করা জরুরি বলে মনে করছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার একটা দীর্ঘমেয়াদি কাজ এবং বড় কাজ। এটাকে মাথায় রেখে ইমিডিয়েট যে সমস্যাগুলো আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সংখ্যালঘুদের ওপর আক্রমণ, পাশাপাশি নানা রকম যে অসুবিধাগুলো তৈরি হয়েছে, সেগুলো আমরা আগে দেখব। আমাদের প্রথম কাজ হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। তারপর দীর্ঘমেয়াদিগুলো নিয়ে কাজ হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৪২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে