ঢামেক প্রতিবেদক

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু (২২) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি বেসরকারি প্রতিষ্ঠান দারাজে চাকরি করতেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকেরা রাত সাড়ে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
আরমানকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. রাজু জানান, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে পাপ্পুসহ কয়েকজন মিলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন তাঁরা। তখন পাপ্পু প্রস্রাব করার কথা বলে রাস্তার পাশে যান। সেখানে কিছুটা অন্ধকার ছিল। এর কয়েক মিনিট পরই অন্ধকার থেকে পাপ্পু ছিনতাইকারী, ছিনতাইকারী বলে চিৎকার করতে থাকে। তখন অন্যরা দৌড়ে এগিয়ে গেলে ৩-৪ জন ছিনতাইকারী সেখান থেকে দৌড়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে পাপ্পু।
রাজু আরও বলেন, ‘রাস্তার পাশে সেই অন্ধকার জায়গায় আরও কয়েকজনকে আক্রমণ করে ছিনতাইকারীরা। তাদের বাঁচানোর জন্য চিৎকার করেছিলেন পাপ্পু। তখনই ছিনতাইকারীরা তাঁর পায়ে ও মুখে ছুরিকাঘাত করে।’
নিহত পাপ্পুর বাবা মো. একরাম হোসেন বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠান দারাজে চাকরি করেন পাপ্পু। রাত্রিকালীন ডিউটি চলছিল তাঁর। আজ রাত ৯টার দিকে অফিসে যাওয়ার কথা ছিল। এ জন্য সারা দিন বাসায় ছিলেন।’
তিনি জানান, সন্ধ্যায় পাপ্পু তাঁর মানিব্যাগ থেকে ১০ টাকা নিয়ে বের হন। এর ১০ মিনিট পরই কাছে খবর আসে, ছিনতাইকারীরা পাপ্পুকে ছুরিকাঘাত করে আহত করেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত শমরিতা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।
একরাম হোসেন আরও জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আন্ধারমানিক গ্রামে। পরিবার নিয়ে তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় থাকেন। তিন ভাইবোনের মধ্যে পাপ্পু ছিল দ্বিতীয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে ওই যুবককে হাসপাতালে আনা হয়। এরপর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু (২২) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি বেসরকারি প্রতিষ্ঠান দারাজে চাকরি করতেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকেরা রাত সাড়ে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
আরমানকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. রাজু জানান, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে পাপ্পুসহ কয়েকজন মিলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন তাঁরা। তখন পাপ্পু প্রস্রাব করার কথা বলে রাস্তার পাশে যান। সেখানে কিছুটা অন্ধকার ছিল। এর কয়েক মিনিট পরই অন্ধকার থেকে পাপ্পু ছিনতাইকারী, ছিনতাইকারী বলে চিৎকার করতে থাকে। তখন অন্যরা দৌড়ে এগিয়ে গেলে ৩-৪ জন ছিনতাইকারী সেখান থেকে দৌড়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে পাপ্পু।
রাজু আরও বলেন, ‘রাস্তার পাশে সেই অন্ধকার জায়গায় আরও কয়েকজনকে আক্রমণ করে ছিনতাইকারীরা। তাদের বাঁচানোর জন্য চিৎকার করেছিলেন পাপ্পু। তখনই ছিনতাইকারীরা তাঁর পায়ে ও মুখে ছুরিকাঘাত করে।’
নিহত পাপ্পুর বাবা মো. একরাম হোসেন বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠান দারাজে চাকরি করেন পাপ্পু। রাত্রিকালীন ডিউটি চলছিল তাঁর। আজ রাত ৯টার দিকে অফিসে যাওয়ার কথা ছিল। এ জন্য সারা দিন বাসায় ছিলেন।’
তিনি জানান, সন্ধ্যায় পাপ্পু তাঁর মানিব্যাগ থেকে ১০ টাকা নিয়ে বের হন। এর ১০ মিনিট পরই কাছে খবর আসে, ছিনতাইকারীরা পাপ্পুকে ছুরিকাঘাত করে আহত করেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত শমরিতা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।
একরাম হোসেন আরও জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আন্ধারমানিক গ্রামে। পরিবার নিয়ে তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় থাকেন। তিন ভাইবোনের মধ্যে পাপ্পু ছিল দ্বিতীয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে ওই যুবককে হাসপাতালে আনা হয়। এরপর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
৩ মিনিট আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৫ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৬ ঘণ্টা আগে