নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রধান মুফতি জসিম উদ্দীন রাহমানী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তবে মুক্তি পেয়ে তিনি কোথায় রয়েছেন, তা জানা যায়নি। তাঁর আইনজীবীও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
গতকাল রোববার দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে জসিম উদ্দীন রাহমানীকে মুক্তি দেওয়া হয়। তিনি ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সেই সাজা ভোগ করা হয়ে গেছে। এ ছাড়া আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। সেগুলোতে তিনি জামিন পেয়েছেন।
আজ সোমবার কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার দুপুরে জসিম উদ্দিন রাহমানীকে মুক্তি দেওয়া হয়েছে। এরপর তিনি কারাগার থেকে চলে যান। ২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করা হয় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানীকে। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় জসিম উদ্দিনে রাহমানীর পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সেই সাজা তিনি ভোগ করেছেন। এ ছাড়া জঙ্গি তৎপরতা, সরকার ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে জসিম উদ্দিন রাহমানীর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন। সেগুলোতে তিনি জামিন পেয়েছেন।’
কাশিমপুর হাই–সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘পাঁচটি মামলার জামিনের কাগজপত্র আসার পর তাঁকে নিয়ম অনুযায়ী মুক্তি দেওয়া হয়েছে। কারাগার থেকে বের হওয়ার পর তিনি কোথায় গেছেন তা আর আমাদের জানার বিষয় না।’
এদিকে, জসিম উদ্দিন রাহমানী কারাগার থেকে মুক্তি পাওয়ার পর একটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে হেফাজতে নিয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানা গেছে। তবে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রধান মুফতি জসিম উদ্দীন রাহমানী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তবে মুক্তি পেয়ে তিনি কোথায় রয়েছেন, তা জানা যায়নি। তাঁর আইনজীবীও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
গতকাল রোববার দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে জসিম উদ্দীন রাহমানীকে মুক্তি দেওয়া হয়। তিনি ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সেই সাজা ভোগ করা হয়ে গেছে। এ ছাড়া আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। সেগুলোতে তিনি জামিন পেয়েছেন।
আজ সোমবার কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার দুপুরে জসিম উদ্দিন রাহমানীকে মুক্তি দেওয়া হয়েছে। এরপর তিনি কারাগার থেকে চলে যান। ২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করা হয় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানীকে। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় জসিম উদ্দিনে রাহমানীর পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সেই সাজা তিনি ভোগ করেছেন। এ ছাড়া জঙ্গি তৎপরতা, সরকার ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে জসিম উদ্দিন রাহমানীর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন। সেগুলোতে তিনি জামিন পেয়েছেন।’
কাশিমপুর হাই–সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘পাঁচটি মামলার জামিনের কাগজপত্র আসার পর তাঁকে নিয়ম অনুযায়ী মুক্তি দেওয়া হয়েছে। কারাগার থেকে বের হওয়ার পর তিনি কোথায় গেছেন তা আর আমাদের জানার বিষয় না।’
এদিকে, জসিম উদ্দিন রাহমানী কারাগার থেকে মুক্তি পাওয়ার পর একটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে হেফাজতে নিয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানা গেছে। তবে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
২৮ মিনিট আগে
কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত ছোটনের মা রেহেনা আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
ভালুকায় মহাসড়কের পাশে কাগজের কার্টন থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে