নিজস্ব প্রতিবেদক

দোকান কর্মচারীদের বেআইনিভাবে ছাঁটাই বন্ধসহ ১০ দফা দাবি জানিয়েছেন দোকান কর্মচারীরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি করা হয়।
দোকান কর্মচারীদের দাবিগুলো হল—(১) কর্মচারীদের বেআইনিভাবে ছাঁটাই বন্ধ করা, (২) চাকরির নিরাপত্তা প্রদান, (৩) দৈনিক ডিউটি আট ঘণ্টা ও অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম দিতে হবে, (৪) নিয়োগপত্র ও পরিচয়পত্র দিতে হবে, (৫) কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, (৬) বছরে দুটি উৎসব/ঈদ বোনাস দিতে হবে, (৭) সপ্তাহে দেড় দিন ছুটি দিতে হবে, (৮) কর্মস্থলে দুর্ঘটনায় আহত ও নিহত কর্মচারীদের ক্ষতিপূরণ দিতে হবে, (৯) সার্ভিস বেনিফিট দিতে হবে এবং (১০) হাজিরা খাতা ও সার্ভিস বুক দিতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে ৬০ লাখ দোকান কর্মচারী কাজ করেন। করোনা ভাইরাসের কারণে দোকান, মার্কেট, শপিংমল ও ডিপার্টমেন্টাল শপসমূহ অনেক দিন বন্ধ রাখা হয়েছিল। ইতিমধ্যে সব দোকানপাট খুললেও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার দিকে দোকানমালিকেরা কোনো নজরই দিচ্ছে না। দোকান কর্মচারীগণ সব জনসাধারণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকায় করোনাকালে তাঁরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
তাঁরা আরও বলেন, ‘তাঁদের স্বাস্থ্য নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত দুর্বল। আমরা দোকান কর্মচারীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকার ব্যবস্থা করার কথা বলে এলেও সংশ্লিষ্টরা তা এখনো পর্যন্ত করছেন না। ফলে এই শ্রমিকেরা করোনায় আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।’
তাঁরা অভিযোগ করেন, করোনাকালে বিক্রি কমের অজুহাতে অনেক দোকানমালিকই কর্মচারীদের মাসিক বেতন অর্ধেক বা কম দিচ্ছেন। গত দুই ঈদেও দোকানমালিকেরা অধিকাংশ কর্মচারীকে গত ঈদের বোনাসও দেননি। হাজার হাজার দোকান কর্মচারীকে ক্ষতিপূরণ ছাড়াই চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে। দোকান কর্মচারীরা তাই আজ স্বাস্থ্য, চাকরি ও বেতনের নিরাপত্তাহীনতার মধ্যে আছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, সহসভাপতি কামরুল হাসান প্রমুখ।

দোকান কর্মচারীদের বেআইনিভাবে ছাঁটাই বন্ধসহ ১০ দফা দাবি জানিয়েছেন দোকান কর্মচারীরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি করা হয়।
দোকান কর্মচারীদের দাবিগুলো হল—(১) কর্মচারীদের বেআইনিভাবে ছাঁটাই বন্ধ করা, (২) চাকরির নিরাপত্তা প্রদান, (৩) দৈনিক ডিউটি আট ঘণ্টা ও অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম দিতে হবে, (৪) নিয়োগপত্র ও পরিচয়পত্র দিতে হবে, (৫) কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, (৬) বছরে দুটি উৎসব/ঈদ বোনাস দিতে হবে, (৭) সপ্তাহে দেড় দিন ছুটি দিতে হবে, (৮) কর্মস্থলে দুর্ঘটনায় আহত ও নিহত কর্মচারীদের ক্ষতিপূরণ দিতে হবে, (৯) সার্ভিস বেনিফিট দিতে হবে এবং (১০) হাজিরা খাতা ও সার্ভিস বুক দিতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে ৬০ লাখ দোকান কর্মচারী কাজ করেন। করোনা ভাইরাসের কারণে দোকান, মার্কেট, শপিংমল ও ডিপার্টমেন্টাল শপসমূহ অনেক দিন বন্ধ রাখা হয়েছিল। ইতিমধ্যে সব দোকানপাট খুললেও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার দিকে দোকানমালিকেরা কোনো নজরই দিচ্ছে না। দোকান কর্মচারীগণ সব জনসাধারণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকায় করোনাকালে তাঁরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
তাঁরা আরও বলেন, ‘তাঁদের স্বাস্থ্য নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত দুর্বল। আমরা দোকান কর্মচারীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকার ব্যবস্থা করার কথা বলে এলেও সংশ্লিষ্টরা তা এখনো পর্যন্ত করছেন না। ফলে এই শ্রমিকেরা করোনায় আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।’
তাঁরা অভিযোগ করেন, করোনাকালে বিক্রি কমের অজুহাতে অনেক দোকানমালিকই কর্মচারীদের মাসিক বেতন অর্ধেক বা কম দিচ্ছেন। গত দুই ঈদেও দোকানমালিকেরা অধিকাংশ কর্মচারীকে গত ঈদের বোনাসও দেননি। হাজার হাজার দোকান কর্মচারীকে ক্ষতিপূরণ ছাড়াই চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে। দোকান কর্মচারীরা তাই আজ স্বাস্থ্য, চাকরি ও বেতনের নিরাপত্তাহীনতার মধ্যে আছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, সহসভাপতি কামরুল হাসান প্রমুখ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
৯ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১১ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১২ মিনিট আগে
‘গণভোটের ব্যাপারে সরকারের যে তৎপরতা দেখছি, দুষ্কৃতকারীদের দমনে সেই তৎপরতা দেখছি না। তফসিল ঘোষণার পর ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কী করছে?’
৩২ মিনিট আগে