Ajker Patrika

খতনার সময় শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ শহরে সুন্নতে খতনার সময় ছয় বছরের এক শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। ওই শিশুর নাম মো. মোরসালিন। গতকাল সোমবার বিকেলে জেলা শহরের মানিকপুর এলাকার রেনেসা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত শিশুকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু মোরসালিন জেলার গজারিয়া উপজেলার উত্তর ফুলদী গ্রামের শামীম হোসেনের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে জেলা সদরের মহাকালী ইউনিয়নের কেওয়ার লোহারপুল গ্রামে নানা সাজ্জাদ হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিল।

শিশু মোরসালিনের বাবা শামীম হোসেন জানান, ঈদের ছুটিতে তাঁর ছেলের নানাবাড়ির লোকজন সিদ্ধান্ত নেন সুন্নতে খতনা করার। সেই মোতাবেক গতকাল বিকেলে রেনেসা ডায়াগনস্টিক সেন্টারে মেডিসিন জেনারেল সার্জারি ও শিশু রোগ বিশেষজ্ঞ এ টি এম ফারুকুল ইসলামের দ্বারস্থ হন।

এ সময় ওই চিকিৎসক শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলেন। এতে শিশুর রক্তক্ষরণ হতে থাকে। পরে দ্রুত তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই শিশুটির চিকিৎসা চলছে। শিশুর বাবা বলেন, ‘আগে আমার ছেলে সুস্থ হোক। তারপর চিকিৎসকের বিরুদ্ধে বিচার চাইব।’

এ ব্যাপারে মেডিসিন জেনারেল সার্জারি ও শিশু রোগ বিশেষজ্ঞ এ টি এম ফারুকুল জানান, ২০১১ সালে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে তিনি অবসর নেন। এর পর থেকে রেনেসা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন তিনি। তিনি বলেন, ‘শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এর জন্য আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। ঘটনার সঙ্গে সঙ্গে আমি ওই শিশুর উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত