Ajker Patrika

মিরপুরে গাড়ি পোড়ানোর ঘটনায় ৫০০ শ্রমিককে আসামি করে মামলা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ২১: ০৪
মিরপুরে পোড়ানো হয় গাড়ি। ফাইল ছবি
মিরপুরে পোড়ানো হয় গাড়ি। ফাইল ছবি

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার সকালে ডিএমপির কাফরুল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা।

কাজী গোলাম মোস্তফা বলেন, সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর মামলায় অজ্ঞাতনামা ৪৫০ থেকে ৫০০ জন শ্রমিককে আসামি করে মামলা করা হয়েছে। তবে এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গতকাল সকালে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পূর্ব ইব্রাহিমপুরে পোশাককর্মীদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে নারীসহ দুই কর্মী গুলিবিদ্ধ ও এক সেনাসদস্য আহত হয়েছেন।

গুলিবিদ্ধ দুজন হলেন সেনটেক্স ফ্যাশন লিমিটেডের সুইং অপারেটর আল আমিন হোসেন (১৭) ও ঝুমা আক্তার (১৫)। আল আমিনের পিঠে ও ঝুমার ডান পায়ে গুলি লাগে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে ঝুমাকে বাসায় নেওয়া হয়। সংঘর্ষে গুরুতর আহত সেনাসদস্যকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ দুই পোশাকশ্রমিক হলেন আল আমিন (১৮) ও ঝুমা আক্তার (১৫)।

এ সময় বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা পুলিশের একটি ও সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দেন।

প্রত্যক্ষদর্শী ও অন্য সূত্র বলছে, পূর্ব ইব্রাহিমপুরের কিউটিভ ডিজাইনার্স লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধ করাকে কেন্দ্র করে এই অশান্তি ছড়ায়। সংঘর্ষে ওই কারখানার শ্রমিকদের সঙ্গে আশপাশের চার কারখানার শ্রমিকেরাও যোগ দেন।

পরে সেনাবাহিনী ও পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত