আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার সকালে ডিএমপির কাফরুল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা।
কাজী গোলাম মোস্তফা বলেন, সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর মামলায় অজ্ঞাতনামা ৪৫০ থেকে ৫০০ জন শ্রমিককে আসামি করে মামলা করা হয়েছে। তবে এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গতকাল সকালে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পূর্ব ইব্রাহিমপুরে পোশাককর্মীদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে নারীসহ দুই কর্মী গুলিবিদ্ধ ও এক সেনাসদস্য আহত হয়েছেন।
গুলিবিদ্ধ দুজন হলেন সেনটেক্স ফ্যাশন লিমিটেডের সুইং অপারেটর আল আমিন হোসেন (১৭) ও ঝুমা আক্তার (১৫)। আল আমিনের পিঠে ও ঝুমার ডান পায়ে গুলি লাগে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে ঝুমাকে বাসায় নেওয়া হয়। সংঘর্ষে গুরুতর আহত সেনাসদস্যকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ দুই পোশাকশ্রমিক হলেন আল আমিন (১৮) ও ঝুমা আক্তার (১৫)।
এ সময় বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা পুলিশের একটি ও সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দেন।
প্রত্যক্ষদর্শী ও অন্য সূত্র বলছে, পূর্ব ইব্রাহিমপুরের কিউটিভ ডিজাইনার্স লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধ করাকে কেন্দ্র করে এই অশান্তি ছড়ায়। সংঘর্ষে ওই কারখানার শ্রমিকদের সঙ্গে আশপাশের চার কারখানার শ্রমিকেরাও যোগ দেন।
পরে সেনাবাহিনী ও পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার সকালে ডিএমপির কাফরুল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা।
কাজী গোলাম মোস্তফা বলেন, সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর মামলায় অজ্ঞাতনামা ৪৫০ থেকে ৫০০ জন শ্রমিককে আসামি করে মামলা করা হয়েছে। তবে এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গতকাল সকালে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পূর্ব ইব্রাহিমপুরে পোশাককর্মীদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে নারীসহ দুই কর্মী গুলিবিদ্ধ ও এক সেনাসদস্য আহত হয়েছেন।
গুলিবিদ্ধ দুজন হলেন সেনটেক্স ফ্যাশন লিমিটেডের সুইং অপারেটর আল আমিন হোসেন (১৭) ও ঝুমা আক্তার (১৫)। আল আমিনের পিঠে ও ঝুমার ডান পায়ে গুলি লাগে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে ঝুমাকে বাসায় নেওয়া হয়। সংঘর্ষে গুরুতর আহত সেনাসদস্যকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ দুই পোশাকশ্রমিক হলেন আল আমিন (১৮) ও ঝুমা আক্তার (১৫)।
এ সময় বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা পুলিশের একটি ও সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দেন।
প্রত্যক্ষদর্শী ও অন্য সূত্র বলছে, পূর্ব ইব্রাহিমপুরের কিউটিভ ডিজাইনার্স লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধ করাকে কেন্দ্র করে এই অশান্তি ছড়ায়। সংঘর্ষে ওই কারখানার শ্রমিকদের সঙ্গে আশপাশের চার কারখানার শ্রমিকেরাও যোগ দেন।
পরে সেনাবাহিনী ও পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
৩০ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে