নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জীবনে আর বিকৃত করে নজরুল ও রবীন্দ্রসংগীত করবে না বলে মুচলেকা দিয়েছেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে এই মুচলেকা দেন তিনি।
বুধবার সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।
হারুন অর রশীদ বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে ডিসি সাইবারে অনেকগুলো অভিযোগ জমা হয়েছিল। সেগুলোর বিষয়ে আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছি। তাঁকে ডাকা হয়েছিল। তিনি মুচলেকা দিয়েছেন, জীবনেও আর নজরুল ও রবীন্দ্রসংগীত বিকৃত করে গাইবেন না, এ ধরনের ভিডিও বানাবেন না।’
হারুন অর রশীদ বলেন, ‘আমাদের বাঙালি সংস্কৃতি নজরুল ও রবীন্দ্রসংগীত। আমরা গান শুনি, নজরুল, রবীন্দ্র শুনি, এই সব গানের তিনি সবকিছু পরিবর্তন করেছেন। এসব কেন করেন জানতে চাইলে তিনি জানিয়েছেন, তিনি জীবনেও আর এমন গান করবেন না।’
পুলিশের পোশাক পরে বিভিন্ন ভিডিও বানানোর ব্যাপারে জিজ্ঞাসাবাদের কথা জানিয়ে হারুন অর রশীদ বলেন, ‘তিনি বিভিন্ন সংগীতে পুলিশের বিভিন্ন ডিআইজি-এসপির পোশাক পরে কনস্টেবলের অভিনয় করেছেন। এসব পোশাক পরতে পূর্ব অনুমতি নেওয়া প্রয়োজন, কিন্তু তিনি তা নেননি। এমনকি তিনি শিল্পী সমিতির সদস্যও না। তিনি কনস্টেবলের ড্রেস পরে বিভিন্ন পদমর্যাদার নামে অভিনয় করছেন, তিনি কাউকে জানান না, তাঁকে নিয়ে আর কী বলব।’
পোশাকের বিষয়েও তিনি মুচলেকা দিয়েছেন জানিয়ে হারুন অর রশীদ বলেন, ‘তিনি এ ধরনের কোনো কাজ বা ভিডিও আর করবেন না।’
বুধবার সকালে হিরো আলমকে ডিবিতে ডাকা হয়।
এর আগে রবীন্দ্রসংগীতসহ বিভিন্ন গান মিউজিক ভিডিও আকারে বিকৃতভাবে উপস্থাপন করায় আশরাফুল আলম ওরফে হিরো আলমকে আইনি নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠান। নোটিশে তাঁর কয়েকটি গানকে গণ-উৎপাত আখ্যা দিয়ে ৩০ দিনের মধ্যে সামাজিক মাধ্যম থেকে অপসারণ করতে বলা হয়।

জীবনে আর বিকৃত করে নজরুল ও রবীন্দ্রসংগীত করবে না বলে মুচলেকা দিয়েছেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে এই মুচলেকা দেন তিনি।
বুধবার সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।
হারুন অর রশীদ বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে ডিসি সাইবারে অনেকগুলো অভিযোগ জমা হয়েছিল। সেগুলোর বিষয়ে আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছি। তাঁকে ডাকা হয়েছিল। তিনি মুচলেকা দিয়েছেন, জীবনেও আর নজরুল ও রবীন্দ্রসংগীত বিকৃত করে গাইবেন না, এ ধরনের ভিডিও বানাবেন না।’
হারুন অর রশীদ বলেন, ‘আমাদের বাঙালি সংস্কৃতি নজরুল ও রবীন্দ্রসংগীত। আমরা গান শুনি, নজরুল, রবীন্দ্র শুনি, এই সব গানের তিনি সবকিছু পরিবর্তন করেছেন। এসব কেন করেন জানতে চাইলে তিনি জানিয়েছেন, তিনি জীবনেও আর এমন গান করবেন না।’
পুলিশের পোশাক পরে বিভিন্ন ভিডিও বানানোর ব্যাপারে জিজ্ঞাসাবাদের কথা জানিয়ে হারুন অর রশীদ বলেন, ‘তিনি বিভিন্ন সংগীতে পুলিশের বিভিন্ন ডিআইজি-এসপির পোশাক পরে কনস্টেবলের অভিনয় করেছেন। এসব পোশাক পরতে পূর্ব অনুমতি নেওয়া প্রয়োজন, কিন্তু তিনি তা নেননি। এমনকি তিনি শিল্পী সমিতির সদস্যও না। তিনি কনস্টেবলের ড্রেস পরে বিভিন্ন পদমর্যাদার নামে অভিনয় করছেন, তিনি কাউকে জানান না, তাঁকে নিয়ে আর কী বলব।’
পোশাকের বিষয়েও তিনি মুচলেকা দিয়েছেন জানিয়ে হারুন অর রশীদ বলেন, ‘তিনি এ ধরনের কোনো কাজ বা ভিডিও আর করবেন না।’
বুধবার সকালে হিরো আলমকে ডিবিতে ডাকা হয়।
এর আগে রবীন্দ্রসংগীতসহ বিভিন্ন গান মিউজিক ভিডিও আকারে বিকৃতভাবে উপস্থাপন করায় আশরাফুল আলম ওরফে হিরো আলমকে আইনি নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠান। নোটিশে তাঁর কয়েকটি গানকে গণ-উৎপাত আখ্যা দিয়ে ৩০ দিনের মধ্যে সামাজিক মাধ্যম থেকে অপসারণ করতে বলা হয়।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩৮ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৪১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে