Ajker Patrika

শাপলা চত্বরেও অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শাপলা চত্বরেও অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা

রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন ও নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের নিহতের ঘটনায় আজও সড়কে নেমেছে শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১২টার দিকে মতিঝিল আইডিয়াল ও মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষার্থীরা শাপলা চত্বরে অবস্থান নিয়েছে। 

বেলা ১২টার দিকে মতিঝিল আইডিয়াল কলেজের সামনে থেকে আরামবাগ মোড় হয়ে মিছিলটি শাপলা চত্বরে আসে। শাপলা চত্বরে শিক্ষার্থীরা নানা স্লোগান দিচ্ছে। 

এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ধানমন্ডি গভ. বয়েজ স্কুল, আজিমপুর গার্লস, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল, রেসিডেনসিয়াল মডেল স্কুল, সেন্ট জোসেফসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী। তাদের ৯ দফা দাবির মধ্যে অন্যতম—কলেজছাত্র নাঈম হাসান এবং মাইনুদ্দীন নিহতের ঘটনায় বিচার। 

প্রসঙ্গত, গত বুধবার রাজধানীর গুলিস্তান রাসেল স্কয়ারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র নাঈম হাসান (১৭) নিহত হয়। আর গতকাল সোমবার রাতে রামপুরা বাজারে অনাবিল পরিবহনের চাপায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন নিহত হয়। এ ঘটনার প্রতিবাদ, দোষীদের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের এই বিক্ষোভ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত