মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে সাপের কামড়ে লামিয়া আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে সাপে কামড় দিলে আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকায় বৃহস্পতিবার সকালে সাপের কামড়ে লামিয়া আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রী মারা গেছেন। গতকাল বুধবার রাতে সাপে কামড় দিলে আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকার মো. লোকমান হাওলাদারে মেয়ে লামিয়া আক্তার। কয়েক বছর আগে সাতক্ষীরার কালীগঞ্জের শ্যামনগর এলাকার সৌদি আরব প্রবাসী বেল্লাল শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। স্বামী বিদেশে থাকায় লামিয়া বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন।
গতকাল বুধবার রাতে লামিয়া টয়লেটে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হন। এ সময় বিষধর সাপ পায়ে কামড় দেয়। তাতে তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন এগিয়ে গেলেও সাপের দেখা পায়নি। পরে ঘুমানোর জন্য তিনি বিছানায় যান। এ সময় শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়।
পরিবারের লোকজন আজ বৃহস্পতিবার ভোরে লামিয়া আক্তারকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
লামিয়ার বাবা লোকমান হাওলাদার বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম ব্যাঙ কামড় দিয়েছে। পরে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে আজ ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই আমার মেয়ে মারা গেল।’
এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, সাপের কামড়ে একজন নারী মারা গেছেন। ব্যাপারটি দুঃখজনক।

মাদারীপুরের কালকিনিতে সাপের কামড়ে লামিয়া আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে সাপে কামড় দিলে আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকায় বৃহস্পতিবার সকালে সাপের কামড়ে লামিয়া আক্তার (২১) নামের এক প্রবাসীর স্ত্রী মারা গেছেন। গতকাল বুধবার রাতে সাপে কামড় দিলে আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া এলাকার মো. লোকমান হাওলাদারে মেয়ে লামিয়া আক্তার। কয়েক বছর আগে সাতক্ষীরার কালীগঞ্জের শ্যামনগর এলাকার সৌদি আরব প্রবাসী বেল্লাল শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। স্বামী বিদেশে থাকায় লামিয়া বেশির ভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন।
গতকাল বুধবার রাতে লামিয়া টয়লেটে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হন। এ সময় বিষধর সাপ পায়ে কামড় দেয়। তাতে তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন এগিয়ে গেলেও সাপের দেখা পায়নি। পরে ঘুমানোর জন্য তিনি বিছানায় যান। এ সময় শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়।
পরিবারের লোকজন আজ বৃহস্পতিবার ভোরে লামিয়া আক্তারকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
লামিয়ার বাবা লোকমান হাওলাদার বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম ব্যাঙ কামড় দিয়েছে। পরে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে আজ ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই আমার মেয়ে মারা গেল।’
এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, সাপের কামড়ে একজন নারী মারা গেছেন। ব্যাপারটি দুঃখজনক।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১৩ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে