নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুদকের মামলা শুনানিতে একজন কর্মকর্তাকে সার্বক্ষণিক রাখার বিষয়ে দুই বিচারপতি একমত না হওয়ায় এজলাস ছেড়ে চলে যান একজন বিচারপতি। এ জন্য ওই আদালতে বিচারকাজ বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চে এ ঘটনা ঘটে।
এর আগে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার দুদকের আইনজীবীর উদ্দেশে বলেন, এই আদালতে দুদকের অনেক মামলার শুনানি হয়। এই বেঞ্চে দুদকের একজন কর্মকর্তাকে সার্বক্ষণিক রাখা যায় কি না, সেটি দেখতে পারেন।
বৃহস্পতিবার বিচারকাজ শুরু হলে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এর উত্তরে বলেন, আমাকে কমিশন থেকে জানানো হয়েছে, দুদকে জনবলের সংকট রয়েছে। এ কারণে কোর্টে সার্বক্ষণিক একজন কর্মকর্তাকে বসিয়ে রাখা সম্ভব নয়।
এ সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, দুদকের মামলা যাঁরা ঠিকমতো তদন্ত করতে পারছেন না, তাঁদের কোর্টে এনে বসিয়ে রাখুন।
তখন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস এম মুজিবুর রহমান বলেন, দুদকের কি আর কাজ নেই, একজন কর্মকর্তা এখানে এসে বসে থাকবেন! এ সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এত কথা বললে তো সমস্যা। পরে তিনি এজলাস ছেড়ে চলে যান। এরপর থেকেই ওই বেঞ্চের বিচারকাজ বন্ধ রয়েছে।
এদিকে জানতে চাইলে ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমনি উদ্দিন মানিক বলেন, এখন দুই বিচারপতি বসে বিষয়টি সমাধান করবেন। আর সমাধান না হলে প্রধান বিচারপতিকে জানালে তিনি বেঞ্চ পুনর্গঠন করে দেবেন।

দুদকের মামলা শুনানিতে একজন কর্মকর্তাকে সার্বক্ষণিক রাখার বিষয়ে দুই বিচারপতি একমত না হওয়ায় এজলাস ছেড়ে চলে যান একজন বিচারপতি। এ জন্য ওই আদালতে বিচারকাজ বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চে এ ঘটনা ঘটে।
এর আগে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার দুদকের আইনজীবীর উদ্দেশে বলেন, এই আদালতে দুদকের অনেক মামলার শুনানি হয়। এই বেঞ্চে দুদকের একজন কর্মকর্তাকে সার্বক্ষণিক রাখা যায় কি না, সেটি দেখতে পারেন।
বৃহস্পতিবার বিচারকাজ শুরু হলে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এর উত্তরে বলেন, আমাকে কমিশন থেকে জানানো হয়েছে, দুদকে জনবলের সংকট রয়েছে। এ কারণে কোর্টে সার্বক্ষণিক একজন কর্মকর্তাকে বসিয়ে রাখা সম্ভব নয়।
এ সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, দুদকের মামলা যাঁরা ঠিকমতো তদন্ত করতে পারছেন না, তাঁদের কোর্টে এনে বসিয়ে রাখুন।
তখন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস এম মুজিবুর রহমান বলেন, দুদকের কি আর কাজ নেই, একজন কর্মকর্তা এখানে এসে বসে থাকবেন! এ সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এত কথা বললে তো সমস্যা। পরে তিনি এজলাস ছেড়ে চলে যান। এরপর থেকেই ওই বেঞ্চের বিচারকাজ বন্ধ রয়েছে।
এদিকে জানতে চাইলে ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমনি উদ্দিন মানিক বলেন, এখন দুই বিচারপতি বসে বিষয়টি সমাধান করবেন। আর সমাধান না হলে প্রধান বিচারপতিকে জানালে তিনি বেঞ্চ পুনর্গঠন করে দেবেন।

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
৩১ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
৩৭ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
১ ঘণ্টা আগে