নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানের নেতা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ৯০ দশকের সর্বদলীয় ছাত্র ঐক্যের ৯ নেতা। আজ বুধবার এক যৌথ বিবৃতিতে অবিলম্বে আমানের নিঃশর্ত মুক্তির দাবি জানান তাঁরা।
বিবৃতিতে নেতারা বলেন, ‘মঈন-ফখরুদ্দিনের অবৈধ সরকারের দায়েরকৃত মামলায় ইতিপূর্বে খালাস পেলেও বর্তমান সরকার মামলাটি রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে পুনরায় চালু করে। বিচারের নামে তড়িঘড়ি ও প্রহসন করে তাঁকে এবং তাঁর স্ত্রীকে হয়রানিমূলক ফরমায়েশি রায়ে সাজা দিয়েছে। এরই ধারাবাহিকতায় আমানউল্লাহ আমান নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।’
বিবৃতিতে তাঁরা আরও বলেন, দেশে জনগণের ভোট ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার চলমান এক দফার আন্দোলনে আমানউল্লাহ আমান যখন বীরোচিত ভূমিকা পালন করে আসছিলেন, তখনই সরকার এই সাজা দিয়ে তাঁর কণ্ঠকে রোধ করে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত বাস্তবায়ন করল। কিন্তু এতে একতরফা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার আওয়ামী নীলনকশা বাস্তবায়ন আর হবে না। দেশবাসী জীবন দিয়ে হলেও তা রুখে দেবে।
আমানউল্লাহ আমানের শারীরিক অবস্থার উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় শারীরিক অসুস্থতা বিবেচনায় অবিলম্বে আমানউল্লাহ আমানকে মুক্তি দেওয়ার জন্য জোর দাবি জানান তাঁরা।
বিবৃতিতে সই করা স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানের নেতারা হলেন হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, ফজলুল হক মিলন, নাজিমুদ্দিন আলম, সাইফুদ্দিন আহমেদ মনি, খন্দকার লুৎফুর রহমান, আসাদুজ্জামান খান আসাদ।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সূচনা হয় ১৯৮২ সালের ২৪ মার্চ। সে সময় তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেন। তখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন বিএনপি মনোনীত ও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বিচারপতি আব্দুস সাত্তার।
১৯৮৩ ও ১৯৮৪ সালে বেশ কয়েকটি ছাত্র সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠা ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে সেনাবাহিনীর হামলায় জাফর, জয়নাল, কাঞ্চন, দীপালী সাহাসহ অনেক ছাত্র/ছাত্রী নিহত হন। তখন থেকে জেনারেল এরশাদের বিরুদ্ধে একটি লাগাতার ছাত্র আন্দোলন শুরু হয়। জেনারেল এরশাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমাপ্তি ঘটে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর।
অন্যদিকে এরশাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে চলমান আন্দোলনে সোচ্চার ছিলেন শামসুর রাহমান, আবু জাফর ওবায়দুল্লাহ, মোহাম্মদ রফিক, রফিক আজাদ, রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহদের মতো কবিরা।

স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানের নেতা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ৯০ দশকের সর্বদলীয় ছাত্র ঐক্যের ৯ নেতা। আজ বুধবার এক যৌথ বিবৃতিতে অবিলম্বে আমানের নিঃশর্ত মুক্তির দাবি জানান তাঁরা।
বিবৃতিতে নেতারা বলেন, ‘মঈন-ফখরুদ্দিনের অবৈধ সরকারের দায়েরকৃত মামলায় ইতিপূর্বে খালাস পেলেও বর্তমান সরকার মামলাটি রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে পুনরায় চালু করে। বিচারের নামে তড়িঘড়ি ও প্রহসন করে তাঁকে এবং তাঁর স্ত্রীকে হয়রানিমূলক ফরমায়েশি রায়ে সাজা দিয়েছে। এরই ধারাবাহিকতায় আমানউল্লাহ আমান নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।’
বিবৃতিতে তাঁরা আরও বলেন, দেশে জনগণের ভোট ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার চলমান এক দফার আন্দোলনে আমানউল্লাহ আমান যখন বীরোচিত ভূমিকা পালন করে আসছিলেন, তখনই সরকার এই সাজা দিয়ে তাঁর কণ্ঠকে রোধ করে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত বাস্তবায়ন করল। কিন্তু এতে একতরফা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার আওয়ামী নীলনকশা বাস্তবায়ন আর হবে না। দেশবাসী জীবন দিয়ে হলেও তা রুখে দেবে।
আমানউল্লাহ আমানের শারীরিক অবস্থার উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় শারীরিক অসুস্থতা বিবেচনায় অবিলম্বে আমানউল্লাহ আমানকে মুক্তি দেওয়ার জন্য জোর দাবি জানান তাঁরা।
বিবৃতিতে সই করা স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানের নেতারা হলেন হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, ফজলুল হক মিলন, নাজিমুদ্দিন আলম, সাইফুদ্দিন আহমেদ মনি, খন্দকার লুৎফুর রহমান, আসাদুজ্জামান খান আসাদ।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সূচনা হয় ১৯৮২ সালের ২৪ মার্চ। সে সময় তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেন। তখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন বিএনপি মনোনীত ও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বিচারপতি আব্দুস সাত্তার।
১৯৮৩ ও ১৯৮৪ সালে বেশ কয়েকটি ছাত্র সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠা ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে সেনাবাহিনীর হামলায় জাফর, জয়নাল, কাঞ্চন, দীপালী সাহাসহ অনেক ছাত্র/ছাত্রী নিহত হন। তখন থেকে জেনারেল এরশাদের বিরুদ্ধে একটি লাগাতার ছাত্র আন্দোলন শুরু হয়। জেনারেল এরশাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমাপ্তি ঘটে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর।
অন্যদিকে এরশাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে চলমান আন্দোলনে সোচ্চার ছিলেন শামসুর রাহমান, আবু জাফর ওবায়দুল্লাহ, মোহাম্মদ রফিক, রফিক আজাদ, রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহদের মতো কবিরা।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্তে মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আলমগীর (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকার সৈয়দ আহমদের ছেলে।
৩৭ মিনিট আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মঞ্চ দখল এবং দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সংঘটিত এই ঘটনায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা হতভম্ব হয়ে পড়েন।
১ ঘণ্টা আগে
বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
২ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন নির্বাচনী মাঠ গরমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য করে সরব রয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
৩ ঘণ্টা আগে