সাখাওয়াত ফাহাদ, গাজীপুর থেকে

নির্বাচনে চিরচেনা ভোটারদের ভিড় এবং কেন্দ্রের বাইরে এজেন্টদের উদ্দীপনা নেই গাজীপুরের জয়দেবপুরের ভোটকেন্দ্রগুলোতে। ভোটার কেন্দ্রে এলেই শোনা যাচ্ছে এজেন্টদের ফিসফাস ‘ভোটার আইচে, ভোটার আইচে’।
আজ রোববার সকাল ৮টার পর গাজীপুরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও গাজীপুর সরকারি মহিলা কলেজের তিনটি কেন্দ্র ঘুরে এমন চিত্র পাওয়া গেল।
সকাল ৮টা ১০ মিনিটে গাজীপুর সরকারি মহিলা কলেজে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের বাইরে নেই ভোটারদের দীর্ঘ সারি। নিরাপত্তাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এজেন্টদের মধ্যেও নেই ব্যস্ততা। দু-একজন ভোটার আসছেন, ভোট দিয়ে চলে যাচ্ছেন।
সকাল ৮টা ১৫ মিনিটে মহিলা কলেজ কেন্দ্রের একটি কক্ষে দেখা যায় ভোটারদের অপেক্ষায় আছেন এজেন্টরা। এ সময় এক এজেন্টকে বলতে শোনা যায়, ‘ভোটার আইচে, ভোটার আইচে।’
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সময়মতো ভোট গ্রহণ শুরু করেছি। ভোট গ্রহণ নিয়ে কোনো সংকট নেই।’ এই কেন্দ্রে আধা ঘণ্টায় ভোট পড়েছে ১২টি।
অন্যদিকে জয়দেবপুর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে আধা ঘণ্টায় ভোট পড়েছে ৪০টি। এই কেন্দ্রে মোট ভোটার প্রায় ৩ হাজার। এখানে ভোট দিয়েছেন স্কুলের অফিস-সহায়ক রিনা রানী সরকার। সকাল ৮টা ১৫ মিনিটে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোট দিলাম। চাইছিলাম সবার প্রথমে ভোট দিব। পারলাম না, ৩ নম্বর হইছি।’
এদিকে নগরীর হাঁড়িনাল উচ্চবিদ্যালয় কেন্দ্রে আধা ঘণ্টা দেরিতে ভোট গ্রহণ শুরুর অভিযোগ করেছেন কয়েকজন ভোটার। তবে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মোস্তফা দাবি করেন, দুই থেকে তিন মিনিট দেরি হয়েছে। এজেন্ট না আসায় ভোট গ্রহণ শুরু করতে দেরি হয় বলে জানান তিনি।
মো. মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘এজেন্ট না আসায় ভোট নিতে পারিনি। দুই-তিন মিনিটের মতো দেরি হয়েছে। পরে এজেন্ট এলে সবার ভোট গ্রহণ করা হয়।’
তবে ভোট গ্রহণ শুরুর সময় ভোটার উপস্থিতি কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ছে বলে জানিয়েছেন কাজী আজিম উদ্দিন কলেজের প্রিসাইডিং অফিসার মো. সুমন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে ভোটার উপস্থিতি আসলেই কিছুটা কম ছিল। কিন্তু এখন ভোটার বাড়ছে। আমরা ৪টার মধ্যে যারা কেন্দ্রে প্রবেশ করবে, রাত ১২টা বাজলেও তাদের সবার ভোট নেব।’

নির্বাচনে চিরচেনা ভোটারদের ভিড় এবং কেন্দ্রের বাইরে এজেন্টদের উদ্দীপনা নেই গাজীপুরের জয়দেবপুরের ভোটকেন্দ্রগুলোতে। ভোটার কেন্দ্রে এলেই শোনা যাচ্ছে এজেন্টদের ফিসফাস ‘ভোটার আইচে, ভোটার আইচে’।
আজ রোববার সকাল ৮টার পর গাজীপুরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও গাজীপুর সরকারি মহিলা কলেজের তিনটি কেন্দ্র ঘুরে এমন চিত্র পাওয়া গেল।
সকাল ৮টা ১০ মিনিটে গাজীপুর সরকারি মহিলা কলেজে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের বাইরে নেই ভোটারদের দীর্ঘ সারি। নিরাপত্তাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এজেন্টদের মধ্যেও নেই ব্যস্ততা। দু-একজন ভোটার আসছেন, ভোট দিয়ে চলে যাচ্ছেন।
সকাল ৮টা ১৫ মিনিটে মহিলা কলেজ কেন্দ্রের একটি কক্ষে দেখা যায় ভোটারদের অপেক্ষায় আছেন এজেন্টরা। এ সময় এক এজেন্টকে বলতে শোনা যায়, ‘ভোটার আইচে, ভোটার আইচে।’
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সময়মতো ভোট গ্রহণ শুরু করেছি। ভোট গ্রহণ নিয়ে কোনো সংকট নেই।’ এই কেন্দ্রে আধা ঘণ্টায় ভোট পড়েছে ১২টি।
অন্যদিকে জয়দেবপুর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে আধা ঘণ্টায় ভোট পড়েছে ৪০টি। এই কেন্দ্রে মোট ভোটার প্রায় ৩ হাজার। এখানে ভোট দিয়েছেন স্কুলের অফিস-সহায়ক রিনা রানী সরকার। সকাল ৮টা ১৫ মিনিটে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোট দিলাম। চাইছিলাম সবার প্রথমে ভোট দিব। পারলাম না, ৩ নম্বর হইছি।’
এদিকে নগরীর হাঁড়িনাল উচ্চবিদ্যালয় কেন্দ্রে আধা ঘণ্টা দেরিতে ভোট গ্রহণ শুরুর অভিযোগ করেছেন কয়েকজন ভোটার। তবে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মোস্তফা দাবি করেন, দুই থেকে তিন মিনিট দেরি হয়েছে। এজেন্ট না আসায় ভোট গ্রহণ শুরু করতে দেরি হয় বলে জানান তিনি।
মো. মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘এজেন্ট না আসায় ভোট নিতে পারিনি। দুই-তিন মিনিটের মতো দেরি হয়েছে। পরে এজেন্ট এলে সবার ভোট গ্রহণ করা হয়।’
তবে ভোট গ্রহণ শুরুর সময় ভোটার উপস্থিতি কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ছে বলে জানিয়েছেন কাজী আজিম উদ্দিন কলেজের প্রিসাইডিং অফিসার মো. সুমন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে ভোটার উপস্থিতি আসলেই কিছুটা কম ছিল। কিন্তু এখন ভোটার বাড়ছে। আমরা ৪টার মধ্যে যারা কেন্দ্রে প্রবেশ করবে, রাত ১২টা বাজলেও তাদের সবার ভোট নেব।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে