নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বংশাল থানার ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্সের সামনে শুভযাত্রা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৮ মে) ভোরে ঢাকার দক্ষিণ মান্ডা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দ্বীন ইসলাম ওরফে অন্তর (১৯), আমির হামজা (১৯) ও মো. আকাশ রহমান তানভীর (২২)।
আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বংশাল থানার বরাত দিয়ে ডিএমপির এই কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে মানিকগঞ্জ থেকে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাস ফুলবাড়িয়া বাস টার্মিনালে পৌঁছায়। পরে সেটি ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্সের সামনে পার্ক করা হয়।
বাসের হেলপার খাইরুল ইসলাম ভেতরে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে আরেক হেলপার কাকন ও তাঁর মামাতো ভাই আরব আলীও বাসে এসে ঘুমান। হঠাৎ খাইরুল ইসলামের শরীরে তাপ অনুভব হলে তিনি ঘুম থেকে উঠে দেখতে পান বাসের ড্রাইভিং সিটের পেছনে আগুন জ্বলছে। জীবন বাঁচাতে জানালা দিয়ে লাফিয়ে বের হন তিনি।
পরে কাকন বাস থেকে নামলেও আরব আলী বাসের ভেতরে আটকা পড়েন। পাশে থাকা ফায়ার সার্ভিসের টিম দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অগ্নিদগ্ধ আরব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের হেলপার মো. খাইরুল ইসলাম বাদী হয়ে বংশাল থানায় একটি মামলা করেন। সে মামলায় রোববার ভোরে দক্ষিণ মান্ডা এলাকা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তথ্য অনুযায়ী, আসামি দ্বীন ইসলাম, আমির হামজা, মো. আকাশ রহমান তানভীর, শুভ এবং অজ্ঞাতনামা কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে পেট্রল ঢেলে বাসে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা ও সম্পত্তির ক্ষতিসাধন করে। এতে নগদ ১৩ হাজার ২০০ টাকা এবং বাসের সিট ও জানালা পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
গ্রেপ্তারের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীর বংশাল থানার ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্সের সামনে শুভযাত্রা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৮ মে) ভোরে ঢাকার দক্ষিণ মান্ডা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দ্বীন ইসলাম ওরফে অন্তর (১৯), আমির হামজা (১৯) ও মো. আকাশ রহমান তানভীর (২২)।
আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বংশাল থানার বরাত দিয়ে ডিএমপির এই কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে মানিকগঞ্জ থেকে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাস ফুলবাড়িয়া বাস টার্মিনালে পৌঁছায়। পরে সেটি ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্সের সামনে পার্ক করা হয়।
বাসের হেলপার খাইরুল ইসলাম ভেতরে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে আরেক হেলপার কাকন ও তাঁর মামাতো ভাই আরব আলীও বাসে এসে ঘুমান। হঠাৎ খাইরুল ইসলামের শরীরে তাপ অনুভব হলে তিনি ঘুম থেকে উঠে দেখতে পান বাসের ড্রাইভিং সিটের পেছনে আগুন জ্বলছে। জীবন বাঁচাতে জানালা দিয়ে লাফিয়ে বের হন তিনি।
পরে কাকন বাস থেকে নামলেও আরব আলী বাসের ভেতরে আটকা পড়েন। পাশে থাকা ফায়ার সার্ভিসের টিম দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অগ্নিদগ্ধ আরব আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের হেলপার মো. খাইরুল ইসলাম বাদী হয়ে বংশাল থানায় একটি মামলা করেন। সে মামলায় রোববার ভোরে দক্ষিণ মান্ডা এলাকা থেকে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তথ্য অনুযায়ী, আসামি দ্বীন ইসলাম, আমির হামজা, মো. আকাশ রহমান তানভীর, শুভ এবং অজ্ঞাতনামা কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে পেট্রল ঢেলে বাসে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা ও সম্পত্তির ক্ষতিসাধন করে। এতে নগদ ১৩ হাজার ২০০ টাকা এবং বাসের সিট ও জানালা পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
গ্রেপ্তারের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
২০ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২১ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২৩ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে