উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ঈদুল আজহাকে সামনে রেখে কসাইয়ের ছদ্মবেশে ছিনতাই করে আসছিল একটি চক্র। চক্রটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে শরীরে মলমূত্র মেখে রাখত। এমন একটি চক্রের ছয় সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ শনিবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
ওসি জানান, উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে ওই ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-আবু তাহের (৫২), মো. আনিস (৪০), রাকিব হোসেন (২১), দুলাল খান (২২), আব্দুস সাত্তার (২৪) এবং মো. রাকিব (১৯)। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে পাঁচটি ছুরি ও একটি ব্লেড জব্দ করা হয়।
ওসি মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদুল আজহাকে সামনে রেখে ভিন্ন কৌশলে রাজধানীতে নেমেছে ছিনতাইকারী চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে গ্রেপ্তাররা কসাইয়ের ছদ্মবেশে ছিনতাই করত। গ্রেপ্তার এড়াতে নিজেদের শরীরে নিজেদেরই মলমূত্র মেখে রাখত।’
ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, ‘গ্রেপ্তারদের প্রত্যেকের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁরা প্রত্যেকেই চিহ্নিত ছিনতাইকারী। আসন্ন ঈদ উপলক্ষে তাঁরা মাঠে নেমেছিল। কয়েক দিন ধরে তাঁরা গরু ব্যাপারীদের টার্গেট করে চলছিল। ঈদ ঘনিয়ে আসায় তাঁরা নতুন কৌশল গ্রহণ করে। কসাইয়ের বেশে থাকলে ছুরি চাপাতি নিয়ে সহজেই চলাফেরা করা হয়। তাই কসাইয়ের ছদ্মবেশ ধরে ধারালো অস্ত্র বহন করে ছিনতাই করে আসছিল চক্রটি।’
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে বলেও জানান ওসি মহসীন।

রাজধানীর উত্তরায় ঈদুল আজহাকে সামনে রেখে কসাইয়ের ছদ্মবেশে ছিনতাই করে আসছিল একটি চক্র। চক্রটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে শরীরে মলমূত্র মেখে রাখত। এমন একটি চক্রের ছয় সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ শনিবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
ওসি জানান, উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে ওই ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-আবু তাহের (৫২), মো. আনিস (৪০), রাকিব হোসেন (২১), দুলাল খান (২২), আব্দুস সাত্তার (২৪) এবং মো. রাকিব (১৯)। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে পাঁচটি ছুরি ও একটি ব্লেড জব্দ করা হয়।
ওসি মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদুল আজহাকে সামনে রেখে ভিন্ন কৌশলে রাজধানীতে নেমেছে ছিনতাইকারী চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে গ্রেপ্তাররা কসাইয়ের ছদ্মবেশে ছিনতাই করত। গ্রেপ্তার এড়াতে নিজেদের শরীরে নিজেদেরই মলমূত্র মেখে রাখত।’
ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, ‘গ্রেপ্তারদের প্রত্যেকের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁরা প্রত্যেকেই চিহ্নিত ছিনতাইকারী। আসন্ন ঈদ উপলক্ষে তাঁরা মাঠে নেমেছিল। কয়েক দিন ধরে তাঁরা গরু ব্যাপারীদের টার্গেট করে চলছিল। ঈদ ঘনিয়ে আসায় তাঁরা নতুন কৌশল গ্রহণ করে। কসাইয়ের বেশে থাকলে ছুরি চাপাতি নিয়ে সহজেই চলাফেরা করা হয়। তাই কসাইয়ের ছদ্মবেশ ধরে ধারালো অস্ত্র বহন করে ছিনতাই করে আসছিল চক্রটি।’
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে বলেও জানান ওসি মহসীন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে