উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ঈদুল আজহাকে সামনে রেখে কসাইয়ের ছদ্মবেশে ছিনতাই করে আসছিল একটি চক্র। চক্রটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে শরীরে মলমূত্র মেখে রাখত। এমন একটি চক্রের ছয় সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ শনিবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
ওসি জানান, উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে ওই ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-আবু তাহের (৫২), মো. আনিস (৪০), রাকিব হোসেন (২১), দুলাল খান (২২), আব্দুস সাত্তার (২৪) এবং মো. রাকিব (১৯)। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে পাঁচটি ছুরি ও একটি ব্লেড জব্দ করা হয়।
ওসি মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদুল আজহাকে সামনে রেখে ভিন্ন কৌশলে রাজধানীতে নেমেছে ছিনতাইকারী চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে গ্রেপ্তাররা কসাইয়ের ছদ্মবেশে ছিনতাই করত। গ্রেপ্তার এড়াতে নিজেদের শরীরে নিজেদেরই মলমূত্র মেখে রাখত।’
ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, ‘গ্রেপ্তারদের প্রত্যেকের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁরা প্রত্যেকেই চিহ্নিত ছিনতাইকারী। আসন্ন ঈদ উপলক্ষে তাঁরা মাঠে নেমেছিল। কয়েক দিন ধরে তাঁরা গরু ব্যাপারীদের টার্গেট করে চলছিল। ঈদ ঘনিয়ে আসায় তাঁরা নতুন কৌশল গ্রহণ করে। কসাইয়ের বেশে থাকলে ছুরি চাপাতি নিয়ে সহজেই চলাফেরা করা হয়। তাই কসাইয়ের ছদ্মবেশ ধরে ধারালো অস্ত্র বহন করে ছিনতাই করে আসছিল চক্রটি।’
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে বলেও জানান ওসি মহসীন।

রাজধানীর উত্তরায় ঈদুল আজহাকে সামনে রেখে কসাইয়ের ছদ্মবেশে ছিনতাই করে আসছিল একটি চক্র। চক্রটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে শরীরে মলমূত্র মেখে রাখত। এমন একটি চক্রের ছয় সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ শনিবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
ওসি জানান, উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে ওই ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-আবু তাহের (৫২), মো. আনিস (৪০), রাকিব হোসেন (২১), দুলাল খান (২২), আব্দুস সাত্তার (২৪) এবং মো. রাকিব (১৯)। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে পাঁচটি ছুরি ও একটি ব্লেড জব্দ করা হয়।
ওসি মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদুল আজহাকে সামনে রেখে ভিন্ন কৌশলে রাজধানীতে নেমেছে ছিনতাইকারী চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে গ্রেপ্তাররা কসাইয়ের ছদ্মবেশে ছিনতাই করত। গ্রেপ্তার এড়াতে নিজেদের শরীরে নিজেদেরই মলমূত্র মেখে রাখত।’
ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, ‘গ্রেপ্তারদের প্রত্যেকের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁরা প্রত্যেকেই চিহ্নিত ছিনতাইকারী। আসন্ন ঈদ উপলক্ষে তাঁরা মাঠে নেমেছিল। কয়েক দিন ধরে তাঁরা গরু ব্যাপারীদের টার্গেট করে চলছিল। ঈদ ঘনিয়ে আসায় তাঁরা নতুন কৌশল গ্রহণ করে। কসাইয়ের বেশে থাকলে ছুরি চাপাতি নিয়ে সহজেই চলাফেরা করা হয়। তাই কসাইয়ের ছদ্মবেশ ধরে ধারালো অস্ত্র বহন করে ছিনতাই করে আসছিল চক্রটি।’
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে বলেও জানান ওসি মহসীন।

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদের ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ রক্ষায় জিও ব্যাগ বসাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে সংলগ্ন মৃত্তিঙ্গা স্টিল ব্রিজের কাছে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে বাঁধ এবং কাছাকাছি থাকা দুটি সেতু হুমকির মুখে পড়েছে। এ নিয়ে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো ফলে
৪ মিনিট আগে
বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৪৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে