নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’কে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংসদ ভবনে প্রবেশ করার মুখে ফার্মগেট, আসাদগেটসহ সংসদ ভবন এলাকায় পুলিশ, র্যাবসহ গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারিতে রেখেছেন পুরো সংসদ এলাকা।
আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিং সিস্টেমের প্রস্তুতি চলছে। সংসদ ভবনের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজনসংশ্লিষ্ট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
পুলিশ, র্যাব, আনসার সদস্যের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল চলছে সংসদ ভবন এলাকায়।
সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে নিরাপত্তার বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা মহানগর পুলিশ, র্যাবসহ সেনাবাহিনী ও বিজিবির টহল রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সংসদ ভবন এলাকায় আজ সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো এবং জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান রয়েছে। বেলা ১১টা থেকে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে এরই মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে শুরু করেছে সাধারণ মানুষ। বেলা ১১টার মধ্যেই সহস্রাধিক মানুষ অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছে।

রাজধানীর ধানমন্ডি থেকে আসা শাওন আলিফ আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাইয়ের অনুষ্ঠানে অংশ নিতে এলাম। যদিও বৃষ্টির কারণে একটু দেরি হচ্ছে শুরু হতে। তবে এসে ভালোই লাগছে।’

দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’কে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংসদ ভবনে প্রবেশ করার মুখে ফার্মগেট, আসাদগেটসহ সংসদ ভবন এলাকায় পুলিশ, র্যাবসহ গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারিতে রেখেছেন পুরো সংসদ এলাকা।
আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিং সিস্টেমের প্রস্তুতি চলছে। সংসদ ভবনের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজনসংশ্লিষ্ট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
পুলিশ, র্যাব, আনসার সদস্যের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল চলছে সংসদ ভবন এলাকায়।
সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে নিরাপত্তার বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা মহানগর পুলিশ, র্যাবসহ সেনাবাহিনী ও বিজিবির টহল রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সংসদ ভবন এলাকায় আজ সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো এবং জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান রয়েছে। বেলা ১১টা থেকে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে এরই মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হতে শুরু করেছে সাধারণ মানুষ। বেলা ১১টার মধ্যেই সহস্রাধিক মানুষ অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছে।

রাজধানীর ধানমন্ডি থেকে আসা শাওন আলিফ আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাইয়ের অনুষ্ঠানে অংশ নিতে এলাম। যদিও বৃষ্টির কারণে একটু দেরি হচ্ছে শুরু হতে। তবে এসে ভালোই লাগছে।’

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা চালিয়েছে রোগীর স্বজনেরা। পরে রোগীর স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে হামলার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
৭ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। দলীয় সূত্র বলছে, বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা কমিটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
৩৫ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার দুই শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় এক শিফটের পরীক্ষা শেষ হয়েছে। বেলা ৩টায় আরেক শিফটে পরীক্ষা হবে।
১ ঘণ্টা আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা, বনানী ও রূপনগর থানা-পুলিশ। এর মধ্যে মুগদা থানায় ৯ জন, বনানী থানায় ৭ জন ও রূপনগর থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে