নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ পাঁচ বছরেও শুরু হয়নি। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জুম্মন নামে এক ব্যক্তির ছেলে মো. আসিফ বাদী হয়ে চকবাজার মডেল থানায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে হাসান ওরফে হাসান সুলতান ও সোহেল ওরফে সোহেল শহীদসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর তিন বছর কেটে যায় তদন্তকাজ শেষ করতে। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম ভবন মালিকের দুই ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
এরপর আরও দুই বছর কেটে যায় মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে। গত ৩১ জানুয়ারি ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
ভবন মালিক দুই ভাই হাসান ওরফে হাসান সুলতান ও সোহেল ওরফে সোহেল শহীদসহ এই মামলায় অভিযুক্ত অপর ছয় আসামি হলেন রাসায়নিকের গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল ইকবাল, ম্যানেজার মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াব আতির, মো. নাবিল ও কাশিফ উদ্দিন। তাঁরা সবাই বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন।
মামলাটি ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। আগামী ১৪ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।
ওই আদালতের সহকারী সরকারি কৌঁসুলি এপিপি মাজহারুল হক আজকের পত্রিকাকে বলেন, গত ৩১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আসামিরা সবাই জামিনে আছেন। আগামী ১৪ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সাক্ষীদের আদালতে তলব করা হয়েছে।
মামলার বাদী অগ্নিকাণ্ডে মৃত জুম্মনের ছেলে মো. আসিফ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় আমাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। আমরা আদালতে সাক্ষ্য দেব। দ্রুত বিচারের দাবি জানাচ্ছি সরকারের প্রতি।’

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ পাঁচ বছরেও শুরু হয়নি। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জুম্মন নামে এক ব্যক্তির ছেলে মো. আসিফ বাদী হয়ে চকবাজার মডেল থানায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে হাসান ওরফে হাসান সুলতান ও সোহেল ওরফে সোহেল শহীদসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর তিন বছর কেটে যায় তদন্তকাজ শেষ করতে। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম ভবন মালিকের দুই ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
এরপর আরও দুই বছর কেটে যায় মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে। গত ৩১ জানুয়ারি ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
ভবন মালিক দুই ভাই হাসান ওরফে হাসান সুলতান ও সোহেল ওরফে সোহেল শহীদসহ এই মামলায় অভিযুক্ত অপর ছয় আসামি হলেন রাসায়নিকের গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল ইকবাল, ম্যানেজার মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াব আতির, মো. নাবিল ও কাশিফ উদ্দিন। তাঁরা সবাই বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন।
মামলাটি ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। আগামী ১৪ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।
ওই আদালতের সহকারী সরকারি কৌঁসুলি এপিপি মাজহারুল হক আজকের পত্রিকাকে বলেন, গত ৩১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আসামিরা সবাই জামিনে আছেন। আগামী ১৪ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সাক্ষীদের আদালতে তলব করা হয়েছে।
মামলার বাদী অগ্নিকাণ্ডে মৃত জুম্মনের ছেলে মো. আসিফ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় আমাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। আমরা আদালতে সাক্ষ্য দেব। দ্রুত বিচারের দাবি জানাচ্ছি সরকারের প্রতি।’

নরসিংদীর রায়পুরায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার ভুক্তভোগী তরুণী পাঁচজনকে অভিযুক্ত করে পর্নোগ্রাফি আইনে রায়পুরা থানায় মামলা করেন।
১৭ মিনিট আগে
মাদারীপুর সদরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঘটকচরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ র্ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে থারমাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে মো. আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহতসহ তিনজন আহত হয়েছেন।
৩৫ মিনিট আগে
রাতে দুই ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দেন। তাঁরা বলেন, বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানকে তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী সমর্থন দিতে। ১৯ জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে তাঁকে প্রাণনাশের হুমকি দেন।
৪০ মিনিট আগে