নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ পাঁচ বছরেও শুরু হয়নি। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জুম্মন নামে এক ব্যক্তির ছেলে মো. আসিফ বাদী হয়ে চকবাজার মডেল থানায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে হাসান ওরফে হাসান সুলতান ও সোহেল ওরফে সোহেল শহীদসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর তিন বছর কেটে যায় তদন্তকাজ শেষ করতে। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম ভবন মালিকের দুই ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
এরপর আরও দুই বছর কেটে যায় মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে। গত ৩১ জানুয়ারি ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
ভবন মালিক দুই ভাই হাসান ওরফে হাসান সুলতান ও সোহেল ওরফে সোহেল শহীদসহ এই মামলায় অভিযুক্ত অপর ছয় আসামি হলেন রাসায়নিকের গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল ইকবাল, ম্যানেজার মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াব আতির, মো. নাবিল ও কাশিফ উদ্দিন। তাঁরা সবাই বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন।
মামলাটি ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। আগামী ১৪ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।
ওই আদালতের সহকারী সরকারি কৌঁসুলি এপিপি মাজহারুল হক আজকের পত্রিকাকে বলেন, গত ৩১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আসামিরা সবাই জামিনে আছেন। আগামী ১৪ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সাক্ষীদের আদালতে তলব করা হয়েছে।
মামলার বাদী অগ্নিকাণ্ডে মৃত জুম্মনের ছেলে মো. আসিফ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় আমাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। আমরা আদালতে সাক্ষ্য দেব। দ্রুত বিচারের দাবি জানাচ্ছি সরকারের প্রতি।’

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ পাঁচ বছরেও শুরু হয়নি। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জুম্মন নামে এক ব্যক্তির ছেলে মো. আসিফ বাদী হয়ে চকবাজার মডেল থানায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে হাসান ওরফে হাসান সুলতান ও সোহেল ওরফে সোহেল শহীদসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর তিন বছর কেটে যায় তদন্তকাজ শেষ করতে। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম ভবন মালিকের দুই ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
এরপর আরও দুই বছর কেটে যায় মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে। গত ৩১ জানুয়ারি ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
ভবন মালিক দুই ভাই হাসান ওরফে হাসান সুলতান ও সোহেল ওরফে সোহেল শহীদসহ এই মামলায় অভিযুক্ত অপর ছয় আসামি হলেন রাসায়নিকের গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল ইকবাল, ম্যানেজার মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াব আতির, মো. নাবিল ও কাশিফ উদ্দিন। তাঁরা সবাই বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন।
মামলাটি ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। আগামী ১৪ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।
ওই আদালতের সহকারী সরকারি কৌঁসুলি এপিপি মাজহারুল হক আজকের পত্রিকাকে বলেন, গত ৩১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আসামিরা সবাই জামিনে আছেন। আগামী ১৪ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সাক্ষীদের আদালতে তলব করা হয়েছে।
মামলার বাদী অগ্নিকাণ্ডে মৃত জুম্মনের ছেলে মো. আসিফ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় আমাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। আমরা আদালতে সাক্ষ্য দেব। দ্রুত বিচারের দাবি জানাচ্ছি সরকারের প্রতি।’

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোছাব্বির হত্যাকাণ্ড ব্যবসাকে কেন্দ্র করে হতে পারে বলে মনে করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক তদন্ত চালিয়ে তারা জানতে পেরেছে, মোছাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার ও কারওয়ান বাজারে ব্যবসা থাকা আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তবে রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁদের
৯ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগে
মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় ডেলটা জেনারেল হাসপাতালে নিপা ঘোষ (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত নিপার স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চকবাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।
১৯ মিনিট আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অনিক (২০) ও তাঁর মায়ের বিরুদ্ধে বাউফল থানায় মামলা হয়েছে। ধর্ষণে সহযোগিতার অভিযোগে অনিকের মা নুরজাহান বেগমকে আজ রোববার (১১ জানুয়ারি) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
২১ মিনিট আগে