নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালন ও স্বাধীনতার প্রথম প্রহর উদ্যাপন করেছে বাংলাদেশ পুলিশ। স্বাধীনতার প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন, বীর শহীদদের স্মরণ ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে দিবসটি পালন করা হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘ওই দিনে পুলিশের দামাল সদস্যরা সম্পূর্ণ মৃত্যু জেনেও পাকিস্তানি বাহিনীর আধুনিক মারণাস্ত্রের সামনে দাঁড়িয়ে রাইফেল নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। আত্মত্যাগ করেছিলেন এবং পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিলেন।’
প্রতিক্রিয়াশীল চিন্তাচেতনা থেকে বেরিয়ে আসতে দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের মধ্যে এখনো যে প্রগতিবিরোধী অংশ আছে, প্রতিক্রিয়াশীল অংশ আছে, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অংশ আছে, সেগুলো নিশ্চিহ্ন করতে সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যেতে হবে।’
আইজিপি আরও বলেন, ‘আগামী দিনে সমস্ত পরাজিত শক্তি যাতে আর কখনোই মাথাচাড়া দিতে না পারে, সেই লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করব এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা আত্মমর্যাদাশীল জাতি রেখে যাব।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস সভাপতির বক্তব্যে বলেন, ‘আমি সেই সমস্ত বীর যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাই, যারা ২৫শে মার্চ রাতে সবার আগে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান প্রমুখ। বক্তব্যের মাঝে রাত ১২টায় পুলিশ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া পুলিশ লাইনস অডিটোরিয়ামে বিকেলে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালন ও স্বাধীনতার প্রথম প্রহর উদ্যাপন করেছে বাংলাদেশ পুলিশ। স্বাধীনতার প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন, বীর শহীদদের স্মরণ ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে দিবসটি পালন করা হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘ওই দিনে পুলিশের দামাল সদস্যরা সম্পূর্ণ মৃত্যু জেনেও পাকিস্তানি বাহিনীর আধুনিক মারণাস্ত্রের সামনে দাঁড়িয়ে রাইফেল নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। আত্মত্যাগ করেছিলেন এবং পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিলেন।’
প্রতিক্রিয়াশীল চিন্তাচেতনা থেকে বেরিয়ে আসতে দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের মধ্যে এখনো যে প্রগতিবিরোধী অংশ আছে, প্রতিক্রিয়াশীল অংশ আছে, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অংশ আছে, সেগুলো নিশ্চিহ্ন করতে সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যেতে হবে।’
আইজিপি আরও বলেন, ‘আগামী দিনে সমস্ত পরাজিত শক্তি যাতে আর কখনোই মাথাচাড়া দিতে না পারে, সেই লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করব এবং পরবর্তী প্রজন্মের জন্য একটা আত্মমর্যাদাশীল জাতি রেখে যাব।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস সভাপতির বক্তব্যে বলেন, ‘আমি সেই সমস্ত বীর যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাই, যারা ২৫শে মার্চ রাতে সবার আগে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান প্রমুখ। বক্তব্যের মাঝে রাত ১২টায় পুলিশ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া পুলিশ লাইনস অডিটোরিয়ামে বিকেলে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে