
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৫ লাখ টাকা দাবি করে না পেয়ে বৃদ্ধ পিতাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত হয়ে ফজর আলী (৭০) বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলে আলী নূর (৩৫) ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। শ্রীপুর থানা–পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আহত ফজর আলীর মেয়ে পাপন আক্তার জানান, সম্প্রতি তাঁর বাবা সোয়া ৫ শতাংশ জমি বিক্রয় করেছেন। তার দুই ভাই আলী নূর ও আব্দুল আউয়াল অন্যত্র বাড়ি করে থাকে। বাবার জমি বিক্রির টাকা থেকে ৫ লাখ টাকা করে দাবি করে আসছিল দুই ভাই। তাঁদের টাকা না দেওয়ায় দুই ভাই মিলে টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া করেছে।
পাপন আক্তার আরও জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আলী নূর, তাঁর স্ত্রী, পুত্র ও ভাই আউয়ালকে সঙ্গে নিয়ে দা হাতে বাবার বাড়ির সামনে অবস্থান করে। তাঁদের গালাগালি শুনে ফজর আলী বাড়ি থেকে বের হয়ে আসলে কিছু বুঝে ওঠার আগেই আলী নূর ধারালো দা দিয়ে বাবার কাঁধে, হাতে, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ফজর আলী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা ফজর আলীকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক আঃ রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জাতীয় জরুরি সেবা সুরক্ষা নম্বর ৯৯৯ এর ফোন পেয়ে জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালাই। এ সময় অভিযুক্তরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। বৃদ্ধ ফজর আলীর পক্ষে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৫ লাখ টাকা দাবি করে না পেয়ে বৃদ্ধ পিতাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত হয়ে ফজর আলী (৭০) বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলে আলী নূর (৩৫) ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। শ্রীপুর থানা–পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আহত ফজর আলীর মেয়ে পাপন আক্তার জানান, সম্প্রতি তাঁর বাবা সোয়া ৫ শতাংশ জমি বিক্রয় করেছেন। তার দুই ভাই আলী নূর ও আব্দুল আউয়াল অন্যত্র বাড়ি করে থাকে। বাবার জমি বিক্রির টাকা থেকে ৫ লাখ টাকা করে দাবি করে আসছিল দুই ভাই। তাঁদের টাকা না দেওয়ায় দুই ভাই মিলে টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া করেছে।
পাপন আক্তার আরও জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আলী নূর, তাঁর স্ত্রী, পুত্র ও ভাই আউয়ালকে সঙ্গে নিয়ে দা হাতে বাবার বাড়ির সামনে অবস্থান করে। তাঁদের গালাগালি শুনে ফজর আলী বাড়ি থেকে বের হয়ে আসলে কিছু বুঝে ওঠার আগেই আলী নূর ধারালো দা দিয়ে বাবার কাঁধে, হাতে, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ফজর আলী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা ফজর আলীকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক আঃ রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জাতীয় জরুরি সেবা সুরক্ষা নম্বর ৯৯৯ এর ফোন পেয়ে জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালাই। এ সময় অভিযুক্তরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। বৃদ্ধ ফজর আলীর পক্ষে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে