ঢাবি প্রতিনিধি

রড, বাঁশ ও দেশীয় অস্ত্র হাতে মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে যাচ্ছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, শাহবাগ ও নীলক্ষেত এলাকায় এমন চিত্র দেখা যায়।
শাহবাগ মোড়ে আওয়ামী লীগের শাহবাগ থানার নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যায় ৷ সেখানে নেতা-কর্মীদের হাতে বাঁশ, লাঠি, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। মানিক হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মী জানান, দলের হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের ওপর কোনো আঘাত করা হলে আমরা যেন তা প্রতিরোধ করতে পারি, তাই প্রস্তুতি নিয়ে রেখেছি।
সরেজমিনে দেখা যায়, ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা রড হাতে বের হয়েছেন। টিএসসি, শহীদ মিনার ও দোয়েল চত্বর মোড়ে আওয়ামী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীদের লাঠি, বাঁশ, হকিস্টিক, পাইপ, হেলমেটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থাকেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ ছাড়া, ছাত্রলীগের নেতা-কর্মীদের ফেসবুক ওয়ালে লাঠি হাতে বিভিন্ন ক্যাপশন দিতে দেখা যায়। কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ তানজীর আরাফাত তুষার লাঠি হাতে ফেসবুকে লেখেন—সময়ের প্রয়োজনে আরও একবার.........
এদিকে ডিএমপির পক্ষ থেকে নির্দেশনায় বলা হয়েছে, সমাবেশে ব্যানারের আড়ালে কোনো ধরনের লাঠিসোঁটা বা রডসদৃশ কোনো কিছু ব্যবহার করা যাবে না। তবে লাঠি, রড ও দেশীয় অস্ত্র ব্যবহার করার বিষয়টি অস্বীকার করছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা ক্যাম্পাসেও অবস্থান করবে, সমাবেশেও যাবে। কোনো ধরনের লাঠিসোঁটা নেওয়ার নির্দেশনা নাই, তবে আমাদের হাতে জাতীয় পতাকা থাকবে। জাতীয় পতাকার জন্য নেওয়া বস্তুকে আপনি (সাংবাদিক) লাঠি হিসেবে দেখেছেন।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

রড, বাঁশ ও দেশীয় অস্ত্র হাতে মিছিল নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে যাচ্ছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, শাহবাগ ও নীলক্ষেত এলাকায় এমন চিত্র দেখা যায়।
শাহবাগ মোড়ে আওয়ামী লীগের শাহবাগ থানার নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যায় ৷ সেখানে নেতা-কর্মীদের হাতে বাঁশ, লাঠি, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। মানিক হোসেন নামে এক আওয়ামী লীগ কর্মী জানান, দলের হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের ওপর কোনো আঘাত করা হলে আমরা যেন তা প্রতিরোধ করতে পারি, তাই প্রস্তুতি নিয়ে রেখেছি।
সরেজমিনে দেখা যায়, ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা রড হাতে বের হয়েছেন। টিএসসি, শহীদ মিনার ও দোয়েল চত্বর মোড়ে আওয়ামী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীদের লাঠি, বাঁশ, হকিস্টিক, পাইপ, হেলমেটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থাকেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ ছাড়া, ছাত্রলীগের নেতা-কর্মীদের ফেসবুক ওয়ালে লাঠি হাতে বিভিন্ন ক্যাপশন দিতে দেখা যায়। কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ তানজীর আরাফাত তুষার লাঠি হাতে ফেসবুকে লেখেন—সময়ের প্রয়োজনে আরও একবার.........
এদিকে ডিএমপির পক্ষ থেকে নির্দেশনায় বলা হয়েছে, সমাবেশে ব্যানারের আড়ালে কোনো ধরনের লাঠিসোঁটা বা রডসদৃশ কোনো কিছু ব্যবহার করা যাবে না। তবে লাঠি, রড ও দেশীয় অস্ত্র ব্যবহার করার বিষয়টি অস্বীকার করছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা ক্যাম্পাসেও অবস্থান করবে, সমাবেশেও যাবে। কোনো ধরনের লাঠিসোঁটা নেওয়ার নির্দেশনা নাই, তবে আমাদের হাতে জাতীয় পতাকা থাকবে। জাতীয় পতাকার জন্য নেওয়া বস্তুকে আপনি (সাংবাদিক) লাঠি হিসেবে দেখেছেন।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১০ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২১ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে