নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হত্যাচেষ্টা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ঢাকা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমানউল্লাহ চৌধুরীকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে আমানউল্লাহকে আটক করে বিমানবন্দর থানা-পুলিশের একটি দল। পরে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাজেদুল ইসলাম তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা বলেন, আমানউল্লাহ চৌধুরী আওয়ামী লীগের অর্থের জোগানদাতা। হত্যাচেষ্টা মামলার মূল রহস্য উদঘাটন, কীভাবে, কোথায় তিনি আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের অর্থের জোগান দিয়েছিলেন, তা জানা এবং এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষে পল্টনে দলটির প্রধান কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তাতে যোগ দিতে সেদিন বিকেল ৪টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে পল্টনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপির নেতা-কর্মীরা।
বিমানবন্দর থেকে হোটেল লো মেরিডিয়েনের মাঝামাঝি জায়গায় পদচারী-সেতুর নিচে অবস্থানকালে বিএনপির নেতা-কর্মীদের ওপর হঠাৎ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান। দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তাঁরা নেতা-কর্মীদের মারধর করে হত্যার চেষ্টা করেন। একপর্যায়ে রাজধানীর শ্যামপুর থানার পশ্চিম দোলাইরপাড়ের বাসিন্দা মো. সাদ্দাম মিয়া (৩৭) গুরুতর রক্তাক্ত জখম হন।
এ ঘটনায় ২০ জুন সাদ্দাম মিয়া বাদী হয়ে বিমানবন্দর থানায় ১০৮ জনকে আসামি করে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়।
দীর্ঘদিন পলাতক ছিলেন আলোচিত ই-অরেঞ্জের সিইও আমানউল্লাহ। গ্রাহকদের প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ই-অরেঞ্জের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৫৪টি মামলা করা হয়েছে। এর আগেও কয়েকবার জেল খেটেছেন তিনি।

হত্যাচেষ্টা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ঢাকা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমানউল্লাহ চৌধুরীকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে আমানউল্লাহকে আটক করে বিমানবন্দর থানা-পুলিশের একটি দল। পরে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাজেদুল ইসলাম তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা বলেন, আমানউল্লাহ চৌধুরী আওয়ামী লীগের অর্থের জোগানদাতা। হত্যাচেষ্টা মামলার মূল রহস্য উদঘাটন, কীভাবে, কোথায় তিনি আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের অর্থের জোগান দিয়েছিলেন, তা জানা এবং এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষে পল্টনে দলটির প্রধান কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তাতে যোগ দিতে সেদিন বিকেল ৪টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে পল্টনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপির নেতা-কর্মীরা।
বিমানবন্দর থেকে হোটেল লো মেরিডিয়েনের মাঝামাঝি জায়গায় পদচারী-সেতুর নিচে অবস্থানকালে বিএনপির নেতা-কর্মীদের ওপর হঠাৎ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান। দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তাঁরা নেতা-কর্মীদের মারধর করে হত্যার চেষ্টা করেন। একপর্যায়ে রাজধানীর শ্যামপুর থানার পশ্চিম দোলাইরপাড়ের বাসিন্দা মো. সাদ্দাম মিয়া (৩৭) গুরুতর রক্তাক্ত জখম হন।
এ ঘটনায় ২০ জুন সাদ্দাম মিয়া বাদী হয়ে বিমানবন্দর থানায় ১০৮ জনকে আসামি করে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়।
দীর্ঘদিন পলাতক ছিলেন আলোচিত ই-অরেঞ্জের সিইও আমানউল্লাহ। গ্রাহকদের প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ই-অরেঞ্জের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৫৪টি মামলা করা হয়েছে। এর আগেও কয়েকবার জেল খেটেছেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
২০ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
২৬ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
৩৬ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে