নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিন ধরে সড়কে জমে থাকা পানি অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার ফতুল্লা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড এলাকায় এই মানববন্ধন হয়।
এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা পানিতে নেমে প্রতিবাদ জানান। তারা অনতিবিলম্বে জলাবদ্ধতা সমস্যার সমাধান, নতুবা ফতুল্লাকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি জানান।
ভুক্তভোগীরা আজকের পত্রিকাকে বলেন, ‘পিলকুনি থেকে ফতুল্লা রেলস্টেশন মুখী সড়কে সারা বছরই পানি থাকে। শীত মৌসুমেও এখানে বর্ষা মৌসুমের মতো পানি। এক ফোটা বৃষ্টি না হলেও সড়কে পানি জমে থাকে বছরের পর বছর। বর্ষাকালে রাস্তায় পানির কারণে কোন যানবাহন চলাচল করতে পারে না। ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। অথচ স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও এমপিকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।
এ বিষয়ে স্থানীয় মেম্বার হাসমত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘রেলওয়ের ডাবল লাইন কাজের কারণে খালের কিছু অংশ বন্ধ হয়ে পানি প্রবাহে সমস্যা হচ্ছে। ভারী ট্রাক চলায় ড্রেনগুলো ভেঙে গেছে। এই কারণে পানি সরছে না। কয়েকবার ড্রেন পরিষ্কার করে চেষ্টা করলেও পানি সরানো যায়নি। এ জন্য উপজেলা থেকে বড় বরাদ্দ এনে সংস্কার করা দরকার।’
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক ও ড্রেন ভেঙে পড়ার কারণে রাস্তাটি পানিতে তলিয়ে গেছে। পানি সরিয়ে রাস্তা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৬ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৬ মিনিট আগে