নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নতুন পরিচালনা বোর্ড দায়িত্ব গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে কোম্পানির ধানমন্ডি কার্যালয়ে নতুন সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেন সদ্য বিদায়ী বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব কবীর মিলন। তবে এই দায়িত্ব গ্রহণ পর্বে অনুপস্থিত ছিলেন দুজন সদস্য। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ায় ইভ্যালি কার্যালয়ের সামনে বিজয় মিছিল করে প্রতিষ্ঠানটির গ্রাহক ও পণ্য সরবরাহকারীরা।
অনুপস্থিত ছিলেন কোম্পানির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি উপসচিব কাজী কামরুন নাহার। আদালতে শুনানি থাকায় শামীমা নাসরিন উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন মাহবুব কবীর মিলন।
মাহবুব কবীর মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নতুন বোর্ডকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। শামীমা নাসরিন আদালতে শুনানি থাকায় আসতে পারেননি। শুনানি শেষে আসবেন হয়তো।’ তিনি জানান, নতুন পরিচালনা বোর্ড বিনিয়োগ আনতে পারলে ইভ্যালি ঘুরে দাঁড়াতে পারবে। গ্রাহক মার্চেন্ট সবাইকেই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
বোর্ডে যারাই থাকুক না কেন ভবিষ্যতে ইভ্যালি আদালতের পর্যবেক্ষণে চলবে বলে জানান মাহবুব কবীর মিলন। তিনি বলেন, ‘আদালত দেখবে। আমরাও প্রচ্ছন্নভাবে দিকনির্দেশনা দেওয়া এবং মনিটরিংয়ের দায়িত্ব পালন করব।’
নতুন বোর্ডের সদস্য ইক্যাব সহসভাপতি সাহাব উদ্দিন শিপন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মূলত আজ (বৃহস্পতিবার) পরিচয়পর্বটা সেরেছি। বোর্ডের দুই সদস্য শামীমা নাসরিনের মা এবং বোনের স্বামী উপস্থিত ছিলেন।’
নতুন বোর্ডকে দায়িত্ব বুঝিয়ে দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন মাহবুব কবীর মিলন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা একটি কথা বলতে পারি যে ব্যবসাটি চলার মতো অবস্থায় এসেছে বলেই নতুন বোর্ড অনুমোদন দেওয়া হয়েছে। আজ নতুন বোর্ডকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাব। তার মানে ব্যবসা চলার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা ইতিমধ্যেই নতুন পরিচালকদের বেশ কিছু পরামর্শ দিয়েছি। আগের ইভ্যালি ও বর্তমান ইভ্যালির মধ্যে বিস্তর ফারাক থাকবে যদি তারা যথাযথভাবে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারেন।’
নতুন বোর্ড দায়িত্ব নেওয়ায় ইভ্যালি কার্যালয়ের সামনে বিজয় মিছিল করে প্রতিষ্ঠানটির গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের সংগঠন ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমারস কোঅর্ডিনেশন্স কমিটি। কমিটির সমন্বয়ক নাসির উদ্দিন বলেন, ‘মোহাম্মদ রাসেল গ্রেপ্তার হওয়ার পর এক বছর পেরিয়ে গেছে। আমরা কোনো টাকা পাইনি। এবার নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। এখানে রাসেল সাহেবের পরিবারের সদস্যরা আছেন। তারা ইভ্যালি চালু করে আমাদের টাকা ফিরিয়ে দিতে পারবেন বলে বিশ্বাস আমাদের।’

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নতুন পরিচালনা বোর্ড দায়িত্ব গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে কোম্পানির ধানমন্ডি কার্যালয়ে নতুন সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেন সদ্য বিদায়ী বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব কবীর মিলন। তবে এই দায়িত্ব গ্রহণ পর্বে অনুপস্থিত ছিলেন দুজন সদস্য। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ায় ইভ্যালি কার্যালয়ের সামনে বিজয় মিছিল করে প্রতিষ্ঠানটির গ্রাহক ও পণ্য সরবরাহকারীরা।
অনুপস্থিত ছিলেন কোম্পানির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি উপসচিব কাজী কামরুন নাহার। আদালতে শুনানি থাকায় শামীমা নাসরিন উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন মাহবুব কবীর মিলন।
মাহবুব কবীর মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নতুন বোর্ডকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। শামীমা নাসরিন আদালতে শুনানি থাকায় আসতে পারেননি। শুনানি শেষে আসবেন হয়তো।’ তিনি জানান, নতুন পরিচালনা বোর্ড বিনিয়োগ আনতে পারলে ইভ্যালি ঘুরে দাঁড়াতে পারবে। গ্রাহক মার্চেন্ট সবাইকেই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
বোর্ডে যারাই থাকুক না কেন ভবিষ্যতে ইভ্যালি আদালতের পর্যবেক্ষণে চলবে বলে জানান মাহবুব কবীর মিলন। তিনি বলেন, ‘আদালত দেখবে। আমরাও প্রচ্ছন্নভাবে দিকনির্দেশনা দেওয়া এবং মনিটরিংয়ের দায়িত্ব পালন করব।’
নতুন বোর্ডের সদস্য ইক্যাব সহসভাপতি সাহাব উদ্দিন শিপন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মূলত আজ (বৃহস্পতিবার) পরিচয়পর্বটা সেরেছি। বোর্ডের দুই সদস্য শামীমা নাসরিনের মা এবং বোনের স্বামী উপস্থিত ছিলেন।’
নতুন বোর্ডকে দায়িত্ব বুঝিয়ে দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন মাহবুব কবীর মিলন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা একটি কথা বলতে পারি যে ব্যবসাটি চলার মতো অবস্থায় এসেছে বলেই নতুন বোর্ড অনুমোদন দেওয়া হয়েছে। আজ নতুন বোর্ডকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাব। তার মানে ব্যবসা চলার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা ইতিমধ্যেই নতুন পরিচালকদের বেশ কিছু পরামর্শ দিয়েছি। আগের ইভ্যালি ও বর্তমান ইভ্যালির মধ্যে বিস্তর ফারাক থাকবে যদি তারা যথাযথভাবে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারেন।’
নতুন বোর্ড দায়িত্ব নেওয়ায় ইভ্যালি কার্যালয়ের সামনে বিজয় মিছিল করে প্রতিষ্ঠানটির গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের সংগঠন ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমারস কোঅর্ডিনেশন্স কমিটি। কমিটির সমন্বয়ক নাসির উদ্দিন বলেন, ‘মোহাম্মদ রাসেল গ্রেপ্তার হওয়ার পর এক বছর পেরিয়ে গেছে। আমরা কোনো টাকা পাইনি। এবার নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। এখানে রাসেল সাহেবের পরিবারের সদস্যরা আছেন। তারা ইভ্যালি চালু করে আমাদের টাকা ফিরিয়ে দিতে পারবেন বলে বিশ্বাস আমাদের।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে