গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে বাড়ির মালিক ও ভাড়াটিয়া চীনা নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ আট লাখ টাকা এবং কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গতকাল সোমবার দিবাগত রাতে মাধবপুর এলাকার মিয়াজুদ্দিন মিয়নের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতরা চীনা নারীর মাথায় আঘাত করে আহত করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহত ওই নারীর নাম জানা যায়নি।
এদিকে আজ মঙ্গলবার সকাল গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনারসহ ডিবির একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাড়ির মালিক মিয়ন জানান, সোমবার রাতে সাত-আটজনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। মাথায় অস্ত্র ঠেকিয়ে আমার হাত-মুখ বেঁধে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ আট লাখ টাকা লুট করে নেয়। পরে তারা আমার ফ্ল্যাটের নিচতলায় থাকা চীনা নারীর রুমে নিয়ে যায়। সেখানে তিনি দরজা না খুলতে চাইলে লক ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে মাথায় আঘাত করে রক্তাক্ত করে।
এ সময় চীনা ওই নারী নিচে পড়ে যান। ডাকাতরা তাঁর ঘর তছনছ করে পালিয়ে যায়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। পরে ডাকাতরা চলে যাওয়ার সময় নিচতলায় চীনা নারী নাগরিকের সামনে পড়ে গেলে তিনি চিৎকার করেন।
এ সময় ডাকাতরা ওই নারীকে চিৎকার না করার জন্য বলে, কিন্তু তিনি চিৎকার করতে থাকেন। এ সময় ডাকাতরা তাঁকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা যাবে।’

গাজীপুরের কাশিমপুরে বাড়ির মালিক ও ভাড়াটিয়া চীনা নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ আট লাখ টাকা এবং কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গতকাল সোমবার দিবাগত রাতে মাধবপুর এলাকার মিয়াজুদ্দিন মিয়নের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতরা চীনা নারীর মাথায় আঘাত করে আহত করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহত ওই নারীর নাম জানা যায়নি।
এদিকে আজ মঙ্গলবার সকাল গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনারসহ ডিবির একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাড়ির মালিক মিয়ন জানান, সোমবার রাতে সাত-আটজনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। মাথায় অস্ত্র ঠেকিয়ে আমার হাত-মুখ বেঁধে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ আট লাখ টাকা লুট করে নেয়। পরে তারা আমার ফ্ল্যাটের নিচতলায় থাকা চীনা নারীর রুমে নিয়ে যায়। সেখানে তিনি দরজা না খুলতে চাইলে লক ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁকে মাথায় আঘাত করে রক্তাক্ত করে।
এ সময় চীনা ওই নারী নিচে পড়ে যান। ডাকাতরা তাঁর ঘর তছনছ করে পালিয়ে যায়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘গত রাতে একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। পরে ডাকাতরা চলে যাওয়ার সময় নিচতলায় চীনা নারী নাগরিকের সামনে পড়ে গেলে তিনি চিৎকার করেন।
এ সময় ডাকাতরা ওই নারীকে চিৎকার না করার জন্য বলে, কিন্তু তিনি চিৎকার করতে থাকেন। এ সময় ডাকাতরা তাঁকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা যাবে।’

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১২ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে