নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা দুই দিন বন্ধ থাকার পর নিউমার্কেট এলাকায় দোকান খোলা শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে সড়কের যান চলাচল। মার্কেট এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, কিছু কিছু দোকান খোলা শুরু হয়েছে। তবে সব মার্কেটের দোকান এখনো খোলেনি। বন্ধ দোকানগুলোর সামনে কর্মীদের অবস্থান লক্ষ করা গেছে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ঢাকা কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নিউমার্কেট ও সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা সকাল থেকে দোকানপাট খুলতে শুরু করেছেন। সব পক্ষ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে বুধবার গভীর রাতে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তাদের এক বৈঠকে বৃহস্পতিবার সকাল থেকে দোকান খোলার সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষ চলে আজ মঙ্গলবার পুরো দিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।
সংঘর্ষ চলে বুধবারও। ওই দিন দুপুরে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন ব্যবসায়ীরা। বিকেলে ব্যবসায়ীদের বক্তব্য প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা ফের রাস্তায় নামেন। এরপর রাতে তাঁরা সংশ্লিষ্ট ডিসি, এডিসি ও নিউমার্কেট থানার ওসিকে প্রত্যাহারসহ ১০ দফা দাবি জানান।
এ ঘটনায় নাহিদ হাসান (১৮) ও মোরসালিন (২৬) নামের দুজনে মারা গেছেন। দুজনই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নাহিদ হাসান একটি কোম্পানির ডেলিভারি বয় এবং মোরসালিন একটি দোকানের কর্মচারী ছিলেন।

টানা দুই দিন বন্ধ থাকার পর নিউমার্কেট এলাকায় দোকান খোলা শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে সড়কের যান চলাচল। মার্কেট এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, কিছু কিছু দোকান খোলা শুরু হয়েছে। তবে সব মার্কেটের দোকান এখনো খোলেনি। বন্ধ দোকানগুলোর সামনে কর্মীদের অবস্থান লক্ষ করা গেছে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ঢাকা কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নিউমার্কেট ও সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা সকাল থেকে দোকানপাট খুলতে শুরু করেছেন। সব পক্ষ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে বুধবার গভীর রাতে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তাদের এক বৈঠকে বৃহস্পতিবার সকাল থেকে দোকান খোলার সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষ চলে আজ মঙ্গলবার পুরো দিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।
সংঘর্ষ চলে বুধবারও। ওই দিন দুপুরে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন ব্যবসায়ীরা। বিকেলে ব্যবসায়ীদের বক্তব্য প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা ফের রাস্তায় নামেন। এরপর রাতে তাঁরা সংশ্লিষ্ট ডিসি, এডিসি ও নিউমার্কেট থানার ওসিকে প্রত্যাহারসহ ১০ দফা দাবি জানান।
এ ঘটনায় নাহিদ হাসান (১৮) ও মোরসালিন (২৬) নামের দুজনে মারা গেছেন। দুজনই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নাহিদ হাসান একটি কোম্পানির ডেলিভারি বয় এবং মোরসালিন একটি দোকানের কর্মচারী ছিলেন।

নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে