আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য উল্লেখ করে ওসি জানান, ১৪ নভেম্বর রাত ১০টার দিকে সিয়াম হাজারীবাগের মনেশ্বর প্রথম গলির ৫ নম্বর বাসার নিচতলায় বাইসাইকেল চুরির জন্য ঢোকে। বিষয়টি বাড়ির মালিক আজাদ সিসি ক্যামেরায় দেখছিলেন। তিনি ‘চোর চোর’ বলে চিৎকার দিলে সাহাদাৎ হোসেন শান্ত ও তার কয়েকজন বন্ধু মিলে চোরকে ধরার জন্য আজাদের বাসার দিকে যায়। তাদেরকে দেখে সিয়াম চুরি করা বাইসাইকেল ফেলে দৌড়ে নতুন রাস্তা চানপুর মসজিদের গলির মো. শুকুর আলীর বাসায় ঢুকে পড়ে। শান্ত ও তার বন্ধুরা সিয়ামকে ধাওয়া করে ওই বাসায় যায়। শান্ত ওই বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে সিয়াম তাকে জাপটে ধরে। সিয়ামের সহযোগী শাকিল ও শুকুর আগে থেকেই ওই বাসায় ছিল। তারা শান্তকে ছুরি দিয়ে আঘাত করে। পরে শান্তর বন্ধুদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। ততক্ষণে চোর চক্রটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শান্তর মা রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে মারা যায় শান্ত।
এ ঘটনায় নিহতের মা শান্তা ইসলাম বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা করেন। গতকাল হাজারীবাগ থানা-পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে।

রাজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য উল্লেখ করে ওসি জানান, ১৪ নভেম্বর রাত ১০টার দিকে সিয়াম হাজারীবাগের মনেশ্বর প্রথম গলির ৫ নম্বর বাসার নিচতলায় বাইসাইকেল চুরির জন্য ঢোকে। বিষয়টি বাড়ির মালিক আজাদ সিসি ক্যামেরায় দেখছিলেন। তিনি ‘চোর চোর’ বলে চিৎকার দিলে সাহাদাৎ হোসেন শান্ত ও তার কয়েকজন বন্ধু মিলে চোরকে ধরার জন্য আজাদের বাসার দিকে যায়। তাদেরকে দেখে সিয়াম চুরি করা বাইসাইকেল ফেলে দৌড়ে নতুন রাস্তা চানপুর মসজিদের গলির মো. শুকুর আলীর বাসায় ঢুকে পড়ে। শান্ত ও তার বন্ধুরা সিয়ামকে ধাওয়া করে ওই বাসায় যায়। শান্ত ওই বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে সিয়াম তাকে জাপটে ধরে। সিয়ামের সহযোগী শাকিল ও শুকুর আগে থেকেই ওই বাসায় ছিল। তারা শান্তকে ছুরি দিয়ে আঘাত করে। পরে শান্তর বন্ধুদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। ততক্ষণে চোর চক্রটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শান্তর মা রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে মারা যায় শান্ত।
এ ঘটনায় নিহতের মা শান্তা ইসলাম বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা করেন। গতকাল হাজারীবাগ থানা-পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
২৭ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে